Site icon Trickbd.com

[?হট] আনলিমিটেড টেলিগ্রাম গ্রুপ অথবা চ্যানেল মেম্বার নিয়ে নিন সহজে।??

Unnamed

আসসালামু আলাইকুম।
আজকের টিউনে আপনাকে স্বাগতম।

টেলিগ্রাম মেম্বার খুবই প্রয়োজনীয় একটা বিষয়। বিশেষ করে যারা নতুন গ্রুপ বা চ্যানেল খুলেন তারা এই বিষয়টা বেশ ভালোভাবে উপলব্ধি করেন। যাহোক আজকে আমি দেখাবো কিভাবে স্বল্প খরচে টেলিগ্রাম মেম্বর জোগাড় করবেন।

যা যা লাগবে:

কিছু কয়েন যেমন ডগি কয়েন বা লাইট কয়েন।
তবে ডগি কয়েন থাকলে দ্রুত মেম্বার পাবেন।
আমি ডগি কয়েন দিয়েই দেখাচ্ছি।

প্রসেস:
১. এই লিংকে ক্লিক করে টেলিগ্রাম বট Start। করুন Bot Link

Bot name: @Dogecoin_click_bot

2. Start এ ক্লিক করুন। যেহেতু আমি আগে এটা ইউজ করছি তাই Restart আসছে।

 

3. এরপর আপনার চ্যানেলে অথবা গ্রুপে এই বট কে এডমিন হিসেবে যুক্ত করুন। যারা পারেন তারা 4-8নং স্টেপ স্কিপ করুন।
বটে ডিপোজিট করার পদ্ধতি পোস্টের শেষ অংশে দেখুন
4. গ্রুপ/ চ্যানেলের ডাটা পেইজে গিয়ে এইখানে ক্লিক করুন

5. Administrator এ ক্লিক করুন।

6. Add Admin এ ক্লিক করুন

7. সার্চ বক্সে Dogecoin_click_bot লিখে সার্চ করার পর এই বটের ওপ ক্লিক করুন।

8. সর্বশেষ এই টিক চিহ্নের ওপর ক্লিক করে এডমিন প্যানেলের কাজ সম্পন্ন করুন।


9. এবার বটে ফিরে গিয়ে My Ads এ ক্লিক করুন


10. New ad এ ক্লিক করুন


11. Channel Or Group সিলেক্ট করুন


12. আপনার Channel অথবা গ্রুপের ইউজার নেম বা লিংক সেন্ড করুন। আমি আমার চ্যানেলের ইউজার নেম সেন্ড করলাম।


13. ৮০ অক্ষরের মধ্যে একটি টাইটেল দিন


14. ১৮০ অক্ষরের মধ্যে Description দিন


15. No তে ক্লিক করুন


16. আপনি যদি নির্দিষ্ট এরিয়ার মানুষ আপনার চ্যানেল অথবা গ্রুপে এড করতে চান তাহলে এখানে Yes এ ক্লিক করে কাস্টমাইজ করে নিন। আর যদি না চান তাহলে No দিন। আমি No দিলাম।


17. এখানে 168 দিয়ে দিন। 
18. আপনার চ্যানেলে/গ্রুপে জয়েন হওয়ার জন্য প্রতি ইউজার প্রতি আপনি কত ডগি খরচ করবেন তা দিন। মিনিমাম 0.215DOGE।


19. আপনি দৈনিক কত ডগি খরচ করতে চান তা দিন। আমি 50 দিলাম।


20. ব্যাস কাজ কম্পিলিট।

 

 

বি:দ্র: অনেকসময় এডমিন প্যানেলে বট কে এক্সেস দেয়ার পরেও এই লেখা সো করতে পারে।

যদি এরকম দেখতে পান তাহলে এড টি কয়েকবার ডিজেবল করে আবার ইনএবল করবেন। তারপরও যদি না হয় এই এড টি ডিলিট করে নতুন এড তৈরী করবেন।

এড কন্ট্রোল:
আপনি আপনার এড কন্ট্রোল করার জন্য Edit এ ক্লিক করুন।

এখান থেকে আপনার CPC, BUDGET, URL Change, Title Or Description পরিবর্তনের কাজ করতে পারবেন।

 

ডিপোজিট পদ্ধতি:
১. Balance এ ক্লিক করুন(ব্যালেন্স অপশন না পেলে Menu তে ক্লিল করবেন। তাহলেই ব্যালেন্স অপশন পেয়ে যাবেন।

২ Deposit এ ক্লিক করুন

৩. যে এড্রেস টি পাবেন ওইটায় ডগি সেন্ড করুন। মিনিমাম ডিপোজিট ১ ডগি।

সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

সবাই ভালো থাকবেন,  সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

লেটেস্ট সব রিয়াল এয়ারড্রপ এর তথ্য পেতে আমার এই চ্যানেলে জয়েন করুন।

Join Satosibank

কোনো জিজ্ঞাসা থাকলে টেলিগ্রামে আমাকে মেসেজ দিন।

Message Me