Site icon Trickbd.com

বিকাশ একাউন্ট খুলছেন কিন্তু বোনাস পাচ্ছে না জেনে নিন মূল কারণ এবং সঠিক ভাবে একাউন্ট খুলার নিয়ম।

Unnamed

বিকাশ একাউন্ট খুলছেন কিন্তু বোনাস পাচ্ছে না জেনে নিন মূল কারণ এবং সঠিক ভাবে একাউন্ট খুলার নিয়ম।

গত ১২ সেপ্টেম্বর, ২০১৯ থেকে আবার বিকাশ এর রেফার করা অফার টি চালু হয়েছে। এবং ৩১শে ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত চলবে।

নতুন বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস এবং ২৫ টাকা মোবাইল রিচার্জ নিলে ৫০ টাকা ক্যাশ ব্যাক (মানে নতুন একাউন্ট খুলে ১৫০ টাকা বোনাস) এছাড়া রেফার করে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

কিছু দিন থেকে নতুন বিকাশ একাউন্ট খুলে আর বোনাস দিচ্ছে না এর মূল কারণ হচ্ছে একটা ফোন থেকে অনেক গুলা একাউন্ট খুলার জন্য।

এর আগে যে ফোন থেকে অনেক গুলা একাউন্ট খুলা হয়েছিলো সে ফোনের ip block করে দিয়েছিলো তখন আর বিকাশ অ্যাপ ঢুকা বা ব্যবহার করা যাই নাই কিন্তু এখন তাড়া ফোনের ip আর block করে দিচ্ছে না এখন তাড়া নতুন একাউন্ট খুলার বোনাস টা দিচ্ছে না।

একটি ফোন থেকে সর্বোচ্চ ২ টা একাউন্ট খুলা যাবে এর বেশি হলে আর আপনাকে নতুন একাউন্ট এর বোনাস দিবে না। তাই একটি ফোনে ২ টি একাউন্ট এর বেশি খুলা যাবে না।

যারা এখনো বিকাশ একাউন্ট খুলেন নাই তাড়া এই পোষ্টটা দেখে একাউন্ট খুলে দিন সঠিক ভাবে এবং সঠিক তথ্য দিয়ে।

একাউন্ট সঠিক ভাবে খুলার ৪৮ ঘন্টা এর মধ্যে ১০০ টাকা বোনাস পেয়ে যাবে আপনার একাউন্টে। আবার ২৫ টাকা মোবাইল রিচার্জ নিলে ৪৮ ঘন্টা এর মধ্যে ৫০ টাকা ক্যাশ ব্যাক পেয়ে যাবে।

যেকোন সমস্যাই সরাসরি বিকাশ এর কাস্টমার দের সাথে
Live Chat কথা বলেন।

রেফার সমর্পকে জানতে এখানে ঢুকেন।

Exit mobile version