Site icon Trickbd.com

যেকোনো সিমে একদম ফ্রিতে 12 টাকা নিয়ে নিন। তাড়াতাড়ি লুফে নিন। সময় সিমিত।

Unnamed

আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন।

বন্ধুরা আজকের পোস্টে আমি আপনাদেরকে দেখাবো যে, আপনারা কিভাবে যেকোনো সিমে একদম ফ্রিতে 12 টাকা নিবেন।

তো বন্ধুরা 12 টাকা নিতে হলে অবশ্যই আপনার ফোনে বিকাশ অ্যাপ থাকতে হবে। যাদের ফোনে বিকাশ এপ আছে শুধুমাত্র তারাই 12 টাকা একদম ফ্রিতে নিতে পারবেন। তো বন্ধুরা প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন।
তো ওপেন করার পর আপনি মোবাইল রিচার্জ অপশনে চলে যাবেন।

এবং আপনি আপনার যেকোন সিমে 35 টাকা রিচার্জ করবেন।

তারপর কিছুক্ষণের ভিতরেই সাথে সাথে আপনি 12 টাকা 25 পয়সা ক্যাশব্যাক পেয়ে যাবেন।

তো বন্ধুরা এই পোস্টটা দেখার পর অনেকেই বলবেন যে বিকাশ অ্যাপ এ তো কোন অফার নেই বা এসএমএস এর মাধ্যমে বিকাশ আমাদেরকে জানায়নি। তাহলে আমরা কি পাব? হ্যাঁ অবশ্যই পাবেন। এই অফারটা সবাই পাবে। কারো বিকাশ App এর মধ্যেও অফারটা নেই। তারপরও অনেকে পেয়েছে এবং আমি নিজেও পেয়েছি। এবং কারো ফোনে এসএমএস ও আসেনি। সুতরাং যাদের ফোনে বিকাশ এপ আছে তারা 35 টাকা রিচার্জ করার সাথে সাথেই কিছুক্ষণের ভিতরে 12 টাকা 25 পয়সা ক্যাশব্যাক পেয়ে যাবেন।

তো বন্ধুরা পোস্টটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নিচে আমার ইউটিউব চ্যানেল লিংক দেওয়া থাকবে আপনাদের ভাল লাগলে অবশ্যই আমার YouTube Channel টা Subscribe করবেন।
তো বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।

ফেসবুকে আমি

আমার Channel এর নাম
YouTube Tips Bangla


আমার ইউটিউব চ্যানেল লিংক