সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন
Trade এর প্রথম post দেয়ায় অনেকের উৎসাহ দেখে খুব ভাল লাগছে
তবে আমি চিন্তিত তাদের নিয়ে যারা ধৈর্য control করতে পারে না।
Trade এ ধৈর্য না ধরতে পারলে, একবার লস হলে ওটা তোলার জন্য মরিয়া হয়ে পড়ে আর সুযোগ ছাড়াই এমনি এক সময় trade open করে লসের সম্মুখীন হয়
আমার উপদেশ ধৈর্য ধরুন, শিখুন, তারপর Trade শুরু করুন
যারা Binance Account করেন নি তারা আগের পোস্ট দেখে করে নেন
Deposite করার নিয়মঃ
1.
2.
3.
suppose আমি Bitcoin deposite করব। তাই Btc search করব
4.
5.
তারপর আপনার dollar থাকলে সেটা এই address এ send করলেই আপনার Dollar fund এ দেখতে পাবেন
( Dollar যদি কেনার প্রয়োজন হয় আমি দিতে পারব )
কিভাবে Trade করবেন দেখুনঃ
(২ নং) buy করতে চাইলে Buy tab এ থেকে কাজ করুন)
(৩ নং) sell করলে sell. tab এ যাবেন
(০৪ নং) যে দামে coin কিনবেন সেই দাম দিন
(০৫) কয়টা coin কিনবেন তা দিন
(০৬) কয় ডলার এর কিনবেন তা দিন
(coin/dollar দুই ঘরের একটায় amount দিলেই বাকিটা automatic হয়ে যাবে)
(০৭ নং) Buy এ ক্লিক করে buy করুন
(০৮ নং) এ গিয়ে দেখুন আপনার order টা pending এ
যখন coin price আপনার price এ যাবে তখন আপনার fund এ bitcoin থেকে যে কয়েন কিনলেন সেটা হয়ে যাবে
8.
বিঃদ্রঃ ZRX/USDT মানে usdt দিয়ে zrx কেনাবেচা করা
9.
10.
Tips
আপনি যদি দেখেন এখন bitcoin এর দাম কম।
আপনার মনে হচ্ছে Bitcoin এর দাম বাড়তে পারে তাহলে আপনি Bitcoin কিনবেন Market price এ অথবা limit থেকে আপনার ইচ্ছামতো price এ
তারপর আপনার মনে হচ্ছে 9000$ price থাকলে 10$ btc কিনছেন 10000 $ price এ গেলে বিক্রই করবেন
তাহলে sell এ গিয়ে Limit থেকে 10000 price দিয়ে order করে রাখবেন
কোনো দিন price 10000 এ গেলে automatic আপনার coin sell হয়ে যাবে
Buy sell – Usdt pair এ করা ভালো
হয়তো অনেক ভেজাল লাগছে, তাই না?
study করুন বেশি বেশি, একদিন আপনিও হতে পারে বিলিওনার ( হাসার কিছু নেই )
ধন্যবাদ
পাশে থাকুন পাশে পাবেন
আমাদের Telegram Group এ join হোন help and support পেতে
Our telegram Group
Sorry Binance trade নিয়ে আর পোস্ট দেয়া হলো না। Admin Notice করছে।