আজকের এই পোষ্ট টি দেখার আগে কিছু সতর্ক বার্তা এই Adsense Bot টি আপনাই Google Adsense ছাড়া যেকোন Adsense এ ব্যাবহার করতে পারবেন যেমন wap4dolar বা অন্য যেকোন Adsense থেকে ভালো ইনকাম করতে পারবেন যদি কেও Google Adsense এ ব্যাবহার করে বাঁশ খান তবে আমি দায়িনা কারন আমি বলে দিয়েছি Google Adsense এ ব্যাবহার করা যাবেনা যদিও এ বট যারা তৈরি করেছে তারা বলছে এটা যেকোন এডসেন্সে ব্যাবহার করা যাবে কিন্তু আমার ব্যাক্তিগত মতামত না ব্যাবহার করাই ভালো আজকে আপনি পেতে যাচ্ছেন এমন একটি বট যা আপনি টাকা দিয়ে ও পাবেন না আগে দেখাই কীভাবে কাজ করে বা আপনি কীভাবে করবেন আর সবার শেষে এই বটের ডাউনলোড লিংক দেওয়া থাকবে সাইজ মাত্র 45MB শুধুমাত্র কম্পিউটারে ব্যাবহার করতে পারবেন যাদের কম্পিউটার নেই জাইগা মত নিয়ে রেখে দেন সময় মত কাজে আসবে প্রথমে যে ফাইলটি পাবেন একটা জীপ ফাই এটা এক্সট্রাক করুন এমন পাবেন
এবার বট ফাইল টি ওপেন করুন তাহলে এগুলু দেখতে পাবেন
এবার দেখুন উপরে ২ টা ফাইল আছে Adsense bot মিনিট ও সেকেন্ড আপনি যদি মিনিটে নিতে চান তবে মিনিট ওপেন করবেন যদি প্রতি সেকেন্ডে নিতে চান তবে সেকেন্ড এর এটা ওপেন করেন তারপর এমন আসবে
এবার এটাকে জাস্ট বুঝিয়েদিন কত সেকেন্ড বা কত মিনিটে কত পেজ ভিও করবে কইটা ক্লিক করবে এখন আসি যারা এটা দেখে না বুঝতে পারবেন তারা এটা করতে যাবেন না কারন এগুলু করতে হলে এই জ্ঞান থাকতে হবে যে এটা দেখেই বুঝতে হবে এটা কীভাবে চালাবেন আর এটা থেকে যে ভিজিটর গুলু আসবে সব ইউনিক আসবে আপনার সাইট খুব দ্রুত এলেক্সা র্যাঙ্কিং এ এগিয়ে যাবে শুনলে হবাক হবেন আমার একটা সাইটের বাংলাদেশ এলেক্সা র্যাঙ্কিং ২০০০ একা একা পোষ্ট করি কাওকে লিংক দেইনা কারন ভিজটর দরকার নেই ? (যাক মজা করলাম ) এখানে ক্লিক করে ডাউনলোড করুণ