Site icon Trickbd.com

প্যাশন এর মাধ্যমে ইনকাম করুন Appics থেকে।

আশাকরি সবাই ভাল আছেন।

টিউন টা অনেক লম্বা হয়েছে হয়তো । মূল বিষয় গুলোকে তুলে ধরার জন্য জন্য এত বড় করতে হয়েছে এর জন্য আমি দুঃখিত। তবে সম্পূর্ণ পোস্টটি পড়লে হয়তো এটাই আপনার জীবন বদলে দিতে পারে।

এবার আসি মূল কথায়।
কোথাও ঘুরতে গিয়েছেন অনেকগুলো ছবি তুলেছেন অনেক সুন্দর সুন্দর ছবি। সেগুলো ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করেছেন অনেকে সেখানে লাইক টিউমেন্ট করেছে। আপনার অনেক ভালো লাগছে কিন্তু দেখুন আপনার কনটেন্ট গুলো ব্যবহার করে ফেসবুক নিজেদের ব্যবসা করছে আর আপনি কোন রিওয়ার্ড পাচ্ছেন না সবগুলো রিওয়ার্ড শুধুমাত্র ফেসবুক পাচ্ছে। কিন্তু কেমন হত যদি আপনি আপনার কনটেন্ট এর জন্য টাকা পেতেন সুন্দর তাই না?
ফেসবুক ইনস্টাগ্রাম থেকেও আপনি ইনকাম করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে সেলিব্রিটি হতে হবে সেটা অনেকে চায় আবার অনেকে চায়না আবার এত সেলিব্রিটির ভিড়ে আপনি হয়তো কিছুই না।

অথবা আপনি অনেক সুন্দর ছবি আঁকতে পারেন। সেগুলো ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করলে অনেক লাইক এবং অনেক লাভ রিয়েক্ট পান। কিন্তু কেমন হতো যদি আপনার এই সুন্দর ছবি আঁকার জন্য আপনি রিওয়ার্ড পেতেন।

আপনি অনেক ভালো গান গাইতে পারেন কিন্তু অনেক ভালো ভালো শিল্পীর ভিড়ে আপনার গান শোনার মতো কেউ নেই। অথবা আপনি অনেক ভালো ব্রেক ডান্স দিতে পারেন কিন্তু অন্য কেউ দেখলে আপনাকে দেখে হাসে যদিও আপনার ডান্স অনেক ভালো হয়।

আপনি খেতে অনেক ভালোবাসেন তাই মাঝেমধ্যেই হোটেলে গিয়ে দারুন দারুন সব খাওয়া-দাওয়া করেন। সেগুলো ফটো তুলে ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করেন। দিনশেষে অনেক গুলো টিউমেন্ট আর লাইক ছাড়া আর কিছুই নয়। কেমন হতো যদি আপনি এর জন্য রিওয়ার্ড পেতেন?

আপনার যেকোন প্যাশন সেটা হতে পারে বাইক স্টান্টিং, বাঁশি বাজানো, ছবি আঁকা, ঘুরে বেড়ানো, আপনার স্টাইল, কোন পোষা প্রাণী পালা সেটা হতে পারে কোন পাখি বিড়ালছানা খরগোশ অথবা শখের বশে পালা যায়এমন যে কোন প্রাণী, ড্রাম সেট বাজানো এই ধরনের সব রকম কাজ এর বিনিময়ে রিওয়ার্ড পেলে কেমন হয়?

আপনাদের এইসব প্রতিভার মূল্য দিতেই এসেছে সোশ্যাল মিডিয়ায় Appics। এটি সুইজারল্যান্ডভিত্তিক একটি প্রাইভেট কোম্পানি। কোম্পানিটির স্লোগান হলো “Passion Rewarded” যেটা আপনার Passion কে মূল্যায়ন করে তার জন্য রিওয়ার্ড দিবে।

Appics এই Passion গুলোকে 16 টি ক্যাটাগরিতে ভাগ করেছে। 16 টি ক্যাটাগরির জন্য 16 টি টিম নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে যারা আপনার প্যাশন কে মূল্যায়ন করে রিওয়ার্ড প্রদান করবে‌।
ইনস্টাগ্রামের কোন ইনফ্লুয়েন্সার্স চাইলেই এই টিমগুলো তো যোগদান করার জন্য আবেদন করতে পারবে। কারো যদি এই ধরনের চেনা জানা লোক থাকে তাহলে তাকে এই টিউনের জন্য রেফারেন্স দিবেন। পৃথিবীতে ভালো-মন্দ মানুষ দুই রকমেরই আছে, তাই এই 16 টি যে শুধু আপনাকে দেবে তা নয় আপনার কনটেন্ট গুলো যদি স্প্যামিং এর আওতায় পড়ে তাহলে আপনাকে ডাউন ভোট দেওয়া হবে অর্থাৎ আপনার পোস্টটি ইনভিজিবল হয়ে যাবে তাই যাদের মাথায় দুই নম্বরি চিন্তা লাইক অন্যের কনটেন্ট চুরি করে চালানো গুগল থেকে ডাউনলোড দিয়ে আপলোড করা, তারা এটা থেকে দূরে থাকবেন। আপনার ফলোয়ার দের কাছ থেকেও আপনার প্যাশন এর জন্য রিওয়ার্ড পাবেন। আর ফলোয়ার না থাকলেও সমস্যা নেই ক্যাটাগরি টিমগুলো আপনার কনটেন্ট বিবেচনা করে আপনাকে রিওয়ার্ডদিবে।
Passion এর জন্য রিওয়ার্ড পাচ্ছেন যারা তাদের কিছু নমুনা নিচে দেখুন:

 





আরো ফটো দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন:
photoLink

এখন আসি টাকা পাবেন কোথা থেকে অথবা কিভাবে তুলবেন এই ব্যাপারে। Appics থেকে যে রিওয়ার্ড দেওয়া হবে সেগুলো ক্রিপ্টো কয়েন APX. ক্রিপ্টো কয়েন সম্পর্কে যাদের ধারণা নেই তারা গুগল সার্চ করে দেখতে পারেন ক্রিপ্টো কয়েন কি আর যারা জানেন তারা তারা তো জানেনই বিটকয়েন লাইট কয়েন ইথারিয়াম এগুলোর মূল্য কত।
Appics এর সিস্টেম সবকিছু একদম ইন্সটাগ্রাম এর মতই।
আপনার তোলা ফটো অথবা ভিডিও আপলোড করবেন এবং ফটো অথবা ভিডিও সংক্রান্ত কিছু তথ্য লিখে দিবেন তারপর টিউন করবেন। ইনস্টাগ্রামে দেয়া হয় লাভ রিয়েক্ট আর এই Appics এ দেওয়া হবে আপভোট। আপনার টিউন করা কনটেন্ট ফলোরা দেখতে পাবে আপনার টিউন এ ভোট দিতে ও টিউমেন্ট করতে পারবে।
যাদের স্টিমিট একাউন্ট ছিল অথবা আছে তারা আপভোট বিষয়টা বুঝতে পারবেন। ভোটের বিষয়টি না বুঝলে সমস্যা নেই আপনার কনটেন্ট গুলো যখন ভালো হবে তখন এমনি বুঝতে পারবেন।
আপনি আপনার একটি কনটেন্ট এর যতগুলো ভোট পাবেন সেই ভোট এর ভ্যালু ক্যালকুলেশন এর মাধ্যমে সমপরিমাণ APX কয়েন দেওয়া হবে.
আর এই কয়েন গুলো আপনি বিটকয়েন লাইট কয়েনের মতো মার্কেটে সেল করতে পারবেন।

এখন আসি এখানে একাউন্ট করবেন কিভাবে?অ্যাকাউন্ট সবাই করতে পারবেন খুবই সহজ।
তবে এর আগে একটা সুসংবাদ সেটা হলো Appics এর ১৬ জন এম্বাসেডরের মধ্যে বাংলাদেশেরও একজন আছে।
সেই হিসেবে বাংলাদেশিরা এক্সট্রা একটা সাপোর্ট পাবে।
বাংলাদেশী এম্বাসেডর হওয়ার সুবাদে Appics থেকে 50 টি অ্যাকাউন্ট দেওয়ার জন্য রাজি হয়েছে যেই একাউন্টগুলোকে স্পেশাল ভাবে দেখা হবে। এখন কারা এই 50 টির মধ্যে 1 টি করে অ্যাকাউন্ট নিতে পারবে?
সেটার জন্য উপরে যে Passion এর কথাগুলো বললাম সেগুলোর কোনো একটি যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনার সেই Passion এর প্রুফ হিসেবে কোন একটি কনটেন্ট অথবা আপনার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম অথবা ফেসবুক একাউন্ট এর লিংক আমাদের বাংলাদেশী টেলিগ্রাম গ্রুপের এডমিন কে দিবেন। টেলিগ্রাম গ্রুপ এর লিঙ্ক নিচে দেওয়া হবে।

এডমিন বিবেচনা করে দেখবেন যে আপনি একাউন্টের জন্য যোগ্য কিনা। একাউন্ট সবাই নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন কিন্তু এ 50 টি অ্যাকাউন্ট যাদেরকে দেওয়া হবে তাদেরকে এক্সট্রা ভাবে একটা সাপোর্ট দেওয়া হবে।

আরেকটা বিষয় বলে রাখা ভালো সেটা হল এটি আপনি ওয়েব ভার্সনে ব্যবহার করতে পারবেন না এটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড ডিভাইস অথবা আইওএস ডিভাইস এ।
যাদের স্টিমিট একাউন্ট আছে তারা সরাসরি অ্যাপসের জন্য আবেদন করতে পারবেন নিচের লিংক থেকে ।নিচের লিংকে গিয়ে সব ইনফরমেশন দিয়ে পূরণ করলে একদিন অথবা কিছুক্ষণ পর আপনাকে মেইল এ‌ App link দিয়ে দেওয়া হবে ,আপনি ডাউনলোড করে চালাতে পারবেন তবে যারা প্রথম পোস্ট দিবেন দিবেন আপনি কি ভালবাসেন আপনার নাম কি এসব ডিটেইলস দিয়ে পোষ্ট দিবেন‌ না হলে স্পাম ভেবে ডাউন ভোট দিবে।
Link : Softlounce
Link এ গিয়ে আপনার প্লেষ্টোর ইমেল দিয়ে Send এ ক্লিক করুন ।দুদিন এর মধ্যে আপনা App ইন্সট্রাকশন দিয়ে দিবে।
আরো বিস্তা‌রিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে লিংক:Telegram Group

আসলে পোস্টটি আমি লিখি নাই আমার ফ্রেন্ড এর লিখা ।তার অনুরোধেই এখানে পোস্টটি করেছি। তার ফেইসবুক একাউন্ট লিংক:Masud Rana