আজ যে এ্যাপের রিভিউ লিখতেছি, এই এ্যাপটিতে ৪৩ ধরনের পদ্ধতিতে ইনকাম করা যায়।
আমি পড়ে এ্যাপটি পড়ে খুব ভালোই লেগেছে, এবং অনেক বিষয় নতুন করে শিখতে পেরেছি।
তাই ভাবলাম হয়তো আপনিও পড়ে, আপনার এতো দিনের স্বপ্ন পুরন হতে পারে।
যাইহোক একটা, ইনকাম নিয়ে চরম সত্যি কথা বলি, জানিনা হয়তো আপনাকে আগে কেউ বলতেও পারে ; বিভিন্ন এ্যাপে রেফার করে, এ্যাড দেখে কখনো আপনি অই টাকার মুখ দেখতে পারবেন না।
আপনার অই টাকা মেগাবাইট কিনতেই ফুরিয়ে যাবে।
আর যদিও কিছু হাতে পান ও, প্রতিদিন কয় টাকা আয় করেন এ্যাডে ক্লিক করে বা ভিডিও এ্যাড দেখে বা রেফার করে বড়জোর ১০০ টাকা।
আপনার তিনবেলা ভাতের পয়সাটাও হয় না, ওরা আপনাকে দিয়ে সারাদিন গাধার (সরি গাধা বলার জন্য) মতো খাটিয়ে সন্ধ্যা বেলায় ১০০ টাকা রিচার্জ বা বিকাশ দিলো, এতেই আপনি খুব খুশি, গর্বিত এই বলে যে, আপনি একজন ফ্রিল্যান্সার।
ভাই হাসি পেলেও হাসতে পারছি না, আমাদের বাঙালিদের মাথায় কেন আল্লাহ বু্দ্ধি দেয় না, আসলে এখানে আল্লাহ হয়তো আমাদের বুদ্ধি দিয়েছে কিন্তুু আমরা এর সঠিক প্রয়োগ করছি না।
তিনটা স্কিনসট দিলাম দেখে নিন, এবং পোস্টের একবারে নিচের দিকে ডাউনলোড লিংক পাবেন।
এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেবেন।
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো