অনলাইনে ফটো বিক্রি করে অর্থ উপার্জন করতে চান? কীভাবে করবেন তা জানতে চাইলে আজকের আর্টিকেল টি আপনার জন্য।
ছবি তোলা কি আপনার শখ বা আপনি একজন পেশাদার ফটোগ্রাফার, ফটোগ্রাফিতে ক্যারিয়ার বানাতে চান। তাহলে দেখে নিন ফটো বিক্রি করে অর্থ উপার্জন করার সেরা কিছু মাধ্যম।
অনেকেই ছবি তুলতে পছন্দ করেন। শখের বশেই প্রতিনিয়তই ক্যামেরায় (Camera) ক্লিক করে থাকেন। সাথে অনেক অসাধারণ মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করেন। তবে তা শখের মাঝেই সীমাবদ্ধ।
তাই অনেকেই প্রশ্ন করে কীভাবে ফটো বিক্রয় করে আয় করা সম্ভব।আর্টিকেল টিতে আমি অনলাইনে ফটো বিক্রির মাধ্যমে কীভাবে অর্থ উপার্জন করতে হবে তা নিয়ে আলোচনা করব।
আপনার ছবি গুলো কপিরাইট মুক্ত হতে হবে। মানে আপনার ক্রিয়েটিভেটি আপনার নিজের। অন্য কারো আপলোড করা ছবি শুধু শেয়ার করে টাকা উপার্জনের চেষ্টা করলে ধরা খাবেন। কারন তা কপিরাইট ফটো হতে পারে।
কিছু ওয়েবসাইটের তালিকা দেখে নিনঃ
প্রচুর সাইট পাবেন যেখানে আপনার কাছ থেকে ফটো কিনে বিক্রি করে।এবং বিক্রির পরে আপনাকে অর্থ প্রদান করে থাকে।
আবার এমন কিছু সাইট রয়েছে যেখানে আপনার ক্লিক করা ফটো আপলোড করতে পারবেন। সাথে সমস্ত বিবরণ এবং দাম নির্ধারন করতে পারবেন এবং যখন কেউ ফটো ক্রয় করবে আপনি আপনার অর্থ একাউন্টে পেয়ে যাবেন।
কিছু সাইট কপিরাইটমুক্ত চিত্র বিক্রি করে। আপনি চাইলে ফটোগুলির সাবমিট করতে পারেন মাসিক ভিত্তিতে কমিশন পাবেন। তাই নীচে ফটো বিক্রয় করার সাইটের তালিকা এবং বিবরন দেখে নেওয়া যাক।
1. Shutterstock
এটা একটি Global Platform যেখানে ১৫০ থেকে বেশী দেশের মানুষ ফটো, ভিডিও কিংবা Vector Image বিক্রয় এবং ক্রয় করে থাকে। আর এই প্লাটফর্মটির যাত্রা শুরু হয় ২০০৩ সালে। আপনি চাইলে সরাসরি ওয়েবসাইট কিংবা App ব্যবহার এর মাধ্যমে কাজ করতে পারবেন।
আপনিও চাইলে আপনার ফটো গুলোকে প্রকাশ করতে পারবেন Contributor হিসাবে। তবে তার জন্য আপনাকে একটি একাউন্ট তৈরী করতে হবে। যার মাধ্যমে আপনি অর্থ উত্তোলন সহ অন্যান্য কাজ গুলো পর্যবেক্ষন করতে পারবেন।
আর আপনার ফটো Sell করার সময় যে জিনিস গুলো মাথায় রাখতে হবে। ফটোর সাথে খাপ খায় এমন Keyword. সাথে ফটোর Description যাতে সবাই আপনার ফটো টি সম্পর্কে ভালো ধারনা পায়। আর সবচেয়ে দরকারী সঠিক ক্যাটাগরীতে সাবমিট করা।
আপনি ফটো সাবমিট করার কিছুদিনের মধ্যে তা যাচাই করে তাদের কাছে ভালো মনে হলে প্রকাশ করে দিবে এই Global Market Place টিতে। সর্বনিম্ন 4.0 Mega Pixel+ Camera গুলো ব্যবহার করতে পারবেন। কারন ফটোর মান যত ভালো আসবে ততো বেশী Response আসবে।
আপনি মাসিক Subscription,on-demand download, single download, এবং refer করেও অর্থ উপার্জন করতে পারবেন।
মোট কথা আপনার ছবির ডাউনলোড চাহিদার উপর আপনার উপার্জন নির্ভর করবে। আর আপনি সর্বনিম্ন ৩৫ ডলার একাউন্টে জমা হলে উত্তোলন করতে পারবেন। আর এর জন্য ব্যবহার করতে হবে Paypal কিংবা Bank Transfer.
দেরী না করে Registration করে ফেলুন নিচের লিংক থেকে।
2. Adobe Stock
Adobe বর্তমান বাজারের সেরা এবং জনপ্রিয় Brand. আর তাদের Stock Photo Program ব্যবহার করে রয়েছে আয় করার সুযোগ। আপনি ফটো কিংবা ভিডিও সাবমিট করতে পারবেন।
আপনাকে ফটো কিংবা ভিডিও সাবমিট করার জন্য ১৮ বছর বয়স হতে হবে। আর তাহলেই আপনি শেয়ার করতে পারবেন Contributor হিসাবে।
আপনি নানান ক্যাটাগরীর ফটো সাবমিট করতে পারবেন। যেমনঃ- culture, technology, fashion, lifestyle, beauty এবং আরো অনেক কিছু। আর সাথে ব্যবহার করতে পারবে Auto Suggest Keyword এবং অন্যান্য ফিচার।
আপনার প্রতি ফটো বিক্রয়ের জন্য পাবেন ৩৩% কমিশন। আর যখন আপনার একাউন্টে ২৫ ডলার জমা হয়ে যাবে উত্তোলন করে নিতে পারবেন PayPal অথবা Skrill এর মাধ্যমে।
আপনি যে সুবিধা পাবেনঃ-
- আপনি সরাসরি Lightroom Classic CC, Bridge, Premiere and Photoshop Mix App ব্যবহার করে ফটো সাবমিট করতে পারবেন।
- আপনার ক্রিয়েটিভিটি বিশ্বের কাছে তুলে ধরা।
- ফটো বিক্রয় করতে পারবেন দুটি সাইটে Adobe Stock এবং Fotolia.
Registration করতে চাইলে চলে যান নিচের লিংকে আর শুরু করে দিন অর্থ উপার্জন।
3. Alamy
এটা একটি অন্যতম সেরা প্লাটফর্ম ফটো বিক্রয় করে আয় করার। তাদের ১,০০০০০ লক্ষ থেকেও বেশী Client রয়েছে। আর এ পর্যন্ত তারা প্রকাশকদের ২০০+ মিলিয়ন ডলার পেমেন্ট করেছে।
আপনি আপলোড করতে পারবেন Photos, vector images সাথে Live news এবং খেলাধুলার চিত্র।
আর আপনার আপলোড করা ফটো বিক্রয় হলে আপনি পাবেন ৫০% কমিশন।
আপনি যদি Registration করে আজ থেকেই কাজে লেগে যেতে চান তবে নিচের লিংকে ভিজিট করুন।
আজকের আর্টিকেল টি এখানেই শেষ করছি আপনাদের জানার ইচ্ছা থাকলে হাজির হয়ে যাবো এরকম আরো ডজন খানেক ওয়েব সাইট নিয়ে।
যদি আর্টিকেল ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করুন। আবার দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
লেখকঃ ইসমাঈল হোসেন ( সৌরভ )