Site icon Trickbd.com

বিকাশ থেকে সবাই নিয়ে নিন ২০টাকা একদম (ফ্রি) সবাই পাবেন কেউ মিস করবেন না।

আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন।

আবার অনেকে হালকা খারাপ থাকলেও তাদের কে জন্য আমার পক্ষে থেকে দোয়া রইল যেনো আপনারা সবাই ভালো থাকেন।

⭕আজ একটা অসাধারণ অফার সম্পর্কে জান্তে পারলাম। যেটা ট্রিকবিডিতে অনেকেই জানেনা কেউ পোস্ট ও করেনি তাই ভাবলাম আপনাদের জানিয়ে দিয়।

অ্যাপ থেকে রেফারেল লিংক নিয়ে পরিবার ও বন্ধুকে বিকাশ অ্যাপ এ নিয়ে আসলে দুজনই পাবেন ২০ টাকা!

যাকে রেফার করবেন, তিনি বিকাশ অ্যাপ এ প্রথমবার লগ ইন করলে দুজনই পাবেন ২০ টাকা। যাকে রেফার করবেন তার যদি বিকাশ একাউন্ট না থাকে অথবা একাউন্ট আছে কিন্তু কখনো বিকাশ অ্যাপ ব্যবহার করেননি উভয় ক্ষেত্রে এই সুযোগটি প্রযোজ্য।

অফারের সময়সীমাঃ
অফারটি জুন ৩০, ২০২০ পর্যন্ত প্রযোজ্য থাকবে (পরিস্থিতি বিবেচনায় অফারের সময়সীমা পরিবর্তন হতে পারে)


যারা বিকাশ এপ্স ইউজ করেন না শুধু তারা এই স্টেপ ফলো করুন আর যারা বিকাশ এপ্স Already আছে তারা কিছুক্ষণ ওয়েট করুন।

এখানে ক্লিক করে বিকাশ এপ্স টি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

প্রথমে উপরে দেওয়া লিংক থেকে বিকাশ এপ প্লেস্টোর থেকে ইনস্টল করেন।

তারপর এপ open করে Login/ Reg click করুন।

 

তারপর ২ টি option আছে আপনি Login এ click করবেন।

এরপরে স্ক্রিনশট ফলো করুন আপনার মোবাইল নাম্বার দিন।

কোন কোম্পানির সিম সেটাতে ক্লিক দিন।

সিম যদি সেই মোবাইলে থাকে অটোমেটিক কোড লেগে যাবে আর যদি অন্য ফোনে থাকে এস এম এস এর মাধ্যমে চলে যাবে সেটা এখানে বসিয়ে ক্লিক করুন।

এরপর বিকাশ পিন দিয়ে দিন।

এবার আপনার নাম ও ছবি সেট করুন।

(ব্যাস পেয়ে যাবেন ২০টাকা ফ্রি)

এবার এভাবেই ইনভাইট করে ২০টাকা পেতে চাইলে নিচের সিস্টেম ফলো করে লিংক কপি করে আপনার বন্ধুদের শেয়ার করুন এবং আমার মতো করে তাদের লগিন করিয়ে দিন।

 

আপনিও পাবেন ২০টা টাকা সেও পাবেন ২০টাকা।

নিচে অফারের বিস্তারিত বিকাশ অফিশিয়াল সাইট ও এপ্স থেকে কপি করে দেয়া হলো ?

যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় ভিডিওটি দেখে নিন?

অফারের বিস্তারিতঃ

আপনার রেফারেল লিংক থেকে অ্যাপ ডাউনলোড করে প্রথমবার বিকাশ অ্যাপ এ লগ ইন করলে পাবেন ২০ টাকা

বিকাশ একাউন্ট আছে কিন্তু বিকাশ অ্যাপ ব্যবহার করেননি অথবা যদি নতুন বিকাশ গ্রাহক হয়ে থাকেন তাহলে রেফারেল লিংক থেকে অ্যাপ এ প্রথমবার লগইন করলেই পাবেন ২০ টাকা

একজন গ্রাহক একবারই বোনাস পাবেন। এছাড়া তিনি ওয়েলকাম অফারটি পাবেন

অফার গ্রহণের যোগ্যতাঃ

অ্যাপের রেফারেল ড্যাশবোর্ড রেফারার তার রেফারেল স্ট্যাটাস/ অবস্থা দেখতে পারবেন;
সফল রেফারেল সংখ্যা প্রতি ২৪ ঘণ্টায় আপডেট হবে
সফল রেফারেল থেকে মোট আয় প্রতি ৪৮ ঘণ্টায় আপডেট হবে

রেফারেল লিংক থেকে যতবার অ্যাপ ডাউনলোড করে প্রথম লগ ইন হবে, রেফারার ততবারই বোনাস পাবেন

রেফারেল লিংক পাওয়ার জন্য বিকাশ অ্যাপ এর মেন্যু থেকে ‘রেফার এ ফ্রেন্ড’ অপশনে যেতে হবে

রেফারেল লিংকটি এসএমএস, সোশ্যাল মিডিয়া এবং চ্যাটিং অ্যাপ এর মাধ্যমে শেয়ার করতে পারবেন

যিনি রেফারেল লিংক থেকে অ্যাপ ডাউনলোড করে প্রথমবার লগ ইন করবেন, তিনিও এই অফারটি পাবেন। পরবর্তীতে সে নিজেও রেফারার হতে পারবেন

পরিস্থিতি বিবেচনায় অফারের সময়সীমা পরিবর্তন হতে পারে, যা পরবর্তী ঘোষণায় জানিয়ে দেওয়া হবে

শর্তাবলী:

রেফারাল অফারটি বিকাশ অ্যাপ এর IOS ভার্সনে প্রযোজ্য নয়

একজন ব্যক্তির রেফারেল লিংক থেকে আরেকজন অ্যাপ ডাউনলোড করে প্রথমবার(আগে বিকাশ অ্যাপ ব্যবহার করেননি) লগ ইন করলেই সেটা সফল রেফারেল হিসেবে গণ্য হবে। সেই সাথে দুজনের একাউন্টে যাবে ২০ টাকা

বোনাসের পরিমাণ বিকাশ কর্তৃপক্ষ থেকে বিতরণ করা হবে

প্রতিটি সফল রেফারেলের পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে, যিনি রেফার করবেন তার বিকাশ একাউন্টে ২০ টাকা যাবে

যিনি রেফারেল লিংক থেকে প্রথমবার অ্যাপ এ লগ ইন করবেন, তিনি পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে ২০ টাকা পেয়ে যাবেন

একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে যদি গ্রাহক বোনাস না পান, তাহলে পরবর্তী মাসের মধ্যে আরেকবার বোনাস প্রদানের চেষ্টা করা হবে

বিকাশ কোনো পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের সময় বাড়ানো/কমানো অথবা ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

যিনি রেফারেল লিংক থেকে অ্যাপ ডাউনলোড করে একাউন্ট খুলবেন তিনি ওয়েলকাম অফারের জন্য বিবেচিত হবেন।

আশা করি আপনাদের উপকার হবে যদি কোনো ভূল করি মাফ করে দিবেন।
ভালো থাকুন সুস্থ থাকুন।

যারা ইউটিউবে নতুন এবং ইনকাম করতে চান তারা এখানে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

যেকোনো প্রয়োজনে কমেন্ট করুন।

Exit mobile version