আশা করি সবাই ভালো আছেন
ঘরে বসে অনেকেই প্রচুর এমবি খরচ করছেন Fb+Massenger ব্যবহার করে, কিন্তু বদলাতে কিছু কী পাচ্ছেন!
তাই কিছুটা অপব্যয় লাঘব করতে পারেন Captcha পূরণ করে,,আয় এর মাধ্যমে। তাছাড়া কোন ধরনের VPN use করা লাগবে না।
2captcha সাইট সম্পর্কে অনেকে হয়তো জানেন।এটা থেকে বিভিন্ন ক্যাপচা পূরণ করে ভিন্ন রকম পরিমাণে আয় করা যায়।
ঠিক ১০০০ ক্যাপচা পূরণে ১ ডলার ও বারবার Try Again ঝামেলামুক্ত hCaptcha পূরণ করুন,,এতে সময় ও ঝামেলা দুইটাই মুক্ত হোন।ভুল হয় না বললেই চলে,তাছাড়া সঠিক হলে এটি সঠিক দেখায়,দু-একটা ভুলে কিছু হয় না
hcaptcha তে Bus,train,airplane,car,truck এগুলোর ছবিই থাকে,মাত্র দু পেজ সঠিক করলে 0.001$,,প্রতি ক্যাপচার সময় দেয় ২ঃ৩০ মিনিট।
তাছাড়া,আপনি পড়ার ফাঁকে ফাঁকে কাজটি করতে পারবেন,, ২ ঘন্টায় মোট ১১০ টি ক্যাপচা পূরণ সম্ভব, যা প্রায় ১০ টাকা। খরচ হবে ৩০ Mb মতো।
এ সাইট থেকে ৩ ভাবে Captcha পূরণ করা যায়।
১।এ Web সাইটের মাধ্যমে (শুধু Text Captcha পূরণ করে,যার ভ্যালু ১ হাজার=০.৩$)
২। 2captcha App এর মাধ্যমে (এখানে ভিন্ন ধরনের ক্যাপচা পাবেন,তবে hCaptcha রেফার করবো,এর মূল্য বেশি ও কার্যপ্রণালীও সহজ)
৩।টেলিগ্রামের মাধ্যমে (যাহা আমি রেফার করি না,ইমেজ ক্যাপচা লোডিংয়ে অনেক সময় নেই)
কিভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
Direct Link
Referral Link
উপরের লিংকে যাওয়া পরঃ
Password অবশ্যই ৮ টার উপরে হতে হবে,বড় হাতের অক্ষর+ছোট হাতের অক্ষর+সংখ্যা দিতে হবে
কিভাবে ওয়েবপেজেই কাজ করবেনঃ
কিভাবে Playstore থেকে নামানো 2captcha App’s এর মাধ্যমে কাজ করবেনঃ
Web page এর নিচে এসে Client Key টা কপি করতে হবে।
Download 2 Captcha
কিভাবে Payout করবেনঃ
এর পরে আপনার email এ একটি মেইল যাবে,সেই লিংকে ক্লিক করলে নিচের মতো আসবে
Payment Proof = ১ থেকে ৫ দিনের মধ্যে এরা পেমেন্ট করে।
Telegram Group
কোন কিছু জানতে চাইলে।
Thank You