TrickBD Legit Or Scam ? তারা আসলেই Author দের Payment দিয়ে থাকে আসুন আজকেই জেনে নেই মূল বিষয়।

TrickBD Legit Or Scam TrickBD Legit Or Scam এটা নিয়েই চলছে অনেকের মনে কল্পনা জল্পনা।

অনলাইনে আয় করাটা অনেকের স্বপ্ন হয়ে থাকে আর আমরা অনেকেই কাজ করতে আগ্রহী হয়ে থাকি।

আর পেমেন্ট এর সময় কম বেশী সবার মনের ভিতর প্রশ্ন আসতে থাকে টাকা টা কখন আসবে।

আসলেও কি আসবে। কোন সময় আসবে।

আর এটা তখন ঘটে যখন প্রথবার কেউ পেমেন্ট নিতে চলেছে কিংবা যে অনেকবার ধোকার ফাদে পড়েছে।

আর এরকম হওয়াটা স্বাভাবিক।

কারন অনলাইন এমন একটা জিনিস যা যে কোন প্রান্তের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করে দিতে পারে।

আর সেই যোগাযোগ থেকে আর্নিং করাটাও এখন স্বাভাবিক।

আর আপনি যার কাজ করবেন তার সাথে আপনার কোন প্রকার পরিচয় নাও থাকতে পারে।

তবে যদি কাজ করতে চান আপনার বিশ্বাস রাখতে হবে। আবার সকল কিছু কে বিশ্বাস করাটাও বোকামী।

তাই বলে এই নয় যে সকল কিছুই ভাওতাবাজীতে চলে।

তবে লক্ষ্য করতে হবে আপনি যার সাথে কাজ করছেন সে এই অনলাইন জগতে কত বছর ধরে টিকে আছে।

যদি তা দীর্ঘ মেয়াদী হয়ে থাকে তবে অবশ্যই তা Legit হওয়ার সম্ভাবনা থাকে।

আর বয়স যত কম হবে তত Scam হওয়ার সম্ভাবনা থাকে।

তবে যেহেতু অন্য কোন বিষয় নিয়ে নয় বরং TrickBD Legit Or Scam নিয়ে কথা চলছে চলুন আসল প্রসঙ্গে আসা যাক।

সবার আগে জেনে নেই ট্রিকবিডির বয়স কত?

আপনি নিজেও চেক করে দেখতে পারেন এখানে ক্লিক করুনঃ

Trickbd Domain age

লজিকঃ

#1

৭ বছর ১২৭ দিন তবে এটা যদি Scam হতো এতোদিনে অনেক রিপোর্ট আসতো ট্রিকবিডির নামে। কিন্তু কই কোন রিপোর্ট পাওয়া যায়নি আজ অবধি।  আর আমি প্রথম TrickBD Legit Or Scam নিয়ে আর্টিকেল পাবলিশ করছি।

#2

সাইটের জনপ্রিয়তা কেমন তা বের করতে হবে। কারন যদি তা Scam হয় তা বেশী দিন টিকে থাকে না।

আর যদি টিকেও থাকে তার জনপ্রিয়তা থাকে না।

Trickbd alexa

আর এখানে তো দেখা যাচ্ছে Alexa Rank অনুযায়ী

World Rank = 56,404

BD Rank= 277

India = 76,921

United States = 228,371

তাহলে প্রথমত এতো ভালো Rank এ থাকা সাইট নিয়ে কিছু বলার আগেও আমার একটু ভেবে নেওয়া উচিত ছিলো।

যাই হোক ভুল যেহেতু করে ফেলেছি সত্য উম্মোচন করেই শেষ করবো।

 

#3

কত বছর ধরে Payment করছে তা জানা দরকার। যেমন সবাই জানি ২০১৮ থেকে অফিশিয়াল ভাবে Author দের একটা সম্মানি দেওয়া শুরু করে TrickBD.

তবে গত দুই বছরে কি কেউ পেমেন্ট পায় নাই। আর যদি পেয়ে না থাকে তবে অবশ্যই এর মধে কোন তথ্য পাওয়া যেত।

যেহেতু গত দুই বছরে Fake বা গুজব কিছুই শুনতে পাওয়া যায় নাই তবে এটা অবশ্যই পেমেন্ট করে।

তাই সবার আগে Fake কিনা জানার জন্য Payment নিয়েছে বা অনেক আর্টিকেল লিখেছে এমন কারো সাথে যোগাযোগ দরকার। তাহলেই জানা যাবে।

 

এবার চলুন আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা যাকঃ

আমরা সবাই জানি যে ট্রিকবিডির আর্ন আসে Adsense থেকে।

Adsense

আর Adsense Payment 21 and 26 প্রসেসিং শুরু হয় আর তা হাতে আসতে ৪-১০ অথবা ১৫ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। ( I am Noob ভুল হলে জানাবেন)

এবার তাহলে মাথায় রাখতে হবে যে TrickBD Payment পাওয়ার পর আপনাকে আমাকে পেমেন্ট করবে।

আপনি কি ভাবছেন এখানেই শেষ আমাদের কিছু গছিয়ে দিয়ে তারা অনেক লাভ করছে তাহলে ভুল ভাবছেন।

তাদের Domain বাদ দিলাম Hosting এর পিছনেই অনেক খরচ পড়ে যায়।

তারপর সাইটের পিছনে আরো থাকে বাড়তি খরচ।

আর পাশাপাশি ট্রিকবিডিতে Author সংখ্যা অনেক সবাইকেই তারা পেমেন্ট করে থাকে।

আর একবার ভেবে দেখুন এতজন Author দের তারা কিভাবে চালিয়ে নিয়ে যায় এই একটি মাত্র ওয়েবসাইট থেকে।

তাহলে তাদের কতই বা আর লাভ হয় নিজেই ভাবুন।

তারপরেও এই TrickBD এর মত প্লাটফর্ম আছে বলেই আপনাকে আমাকে উৎসাহিত কিংবা বাহ বাহ দিয়ে যাচ্ছে সাথে সম্মানি।

তো একটা কথাই বলবো “ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা”।

তাই বলে কাউকে দোষ দিচ্ছি ভাবলে ভুল ভাববেন কারন ভুল থেকেই আমরা শিখে থাকি।

 

আমার নিজস্ব মতামতঃ

TrickBD 100% Payment করে থাকে। তবে তা মাঝে মাঝে একটু বেশী সময় নেয়।

আর মাঝে মাঝে তা খুব তাড়াতাড়ি চলে আসে।

যেমন আমি একবার ৬ মাস পর পেমেন্ট পেয়েছি আর বাকি গুলো ১৫-৩০ দিনের মধ্যেই তারা পাঠিয়ে দিয়েছে।

আর একটা কথা পার্সোনাল হলেও না বললেই নয়।

একবার আমি রানা ভাইয়াকে মেইল দিয়ে জানিয়েছিলাম যে ভাই আমার তো টাকা দরকার ৫০০ পূরন হয় নাই আর যা হয়েছে যদি এই মুহূর্তে এটা পেতাম উপকার হতো।

তিনি আমাকে নিজে থেকেই পাঠিয়ে ছিলেন + আমি একাউন্ট থেকে কাটতে বলেছিলাম তাও সে করেনি।

তাকে পাঠাতে চাইলে তিনি কোন তথ্য দেননি যার মাধ্যমে তাকে টাকা পাঠানো যেত।

এর থেকে বোঝা যায় Admin সাইট ব্যতীত তার Author দের আপদে বিপদে দৌড়ে আসে।

 

আমার পেমেন্ট প্রুফঃ

 

আমি ট্রিকবিডির Author ছাড়া আর কিছুই নই। তারপরেও অনেক কিছু বোঝানোর উদ্দেশ্যে আর্টিকেল টি তৈরী করেছি।

তাই যদি কোন প্রকার ভুল কিছু বলে থাকি তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে জানাতে পারেন কিছু সংশোধন করার দরকার হলে।

সবশেষে বলতে চাই TrickBD প্রথম থেকেই Legit রয়েছে আশা করি তা আগামীতেও থাকবে।

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।

 

লেখকঃ ইসমাঈল হোসেন ( সৌরভ )

Web| Page | Group

51 thoughts on "TrickBD Legit Or Scam আসুন সত্যটা জেনে নিন"

  1. Nur Md Nirob Contributor says:
    মনে প্রানে বিশ্বাস আছে ট্রিকবিডির অপর বিশ্বাস আছে প্রিয় রানাভাইয়ার অপর ৷ তাইতো আছি ২০১৬ থেকেই ৷লিখছি ৷ আর লিখবো যতোদিন বেঁচে আছি ৷
  2. Nur Md Nirob Contributor says:
    মনে প্রানে বিশ্বাস আছে ট্রিকবিডির অপর বিশ্বাস আছে প্রিয় রানাভাইয়ার অপর ৷ তাইতো আছি ২০১৬ থেকেই ৷লিখছি ৷ আর লিখবো যতোদিন বেঁচে আছি ৷……
  3. Nur Md Nirob Contributor says:
    মনে প্রানে বিশ্বাস আছে ট্রিকবিডির অপর বিশ্বাস আছে প্রিয় রানাভাইয়ার অপর ৷ তাইতো আছি ২০১৬ থেকেই ৷লিখছি ৷ আর লিখবো যতোদিন বেঁচে আছি ৷………
  4. Nur Md Nirob Contributor says:
    Your comment is awaiting moderation.
    Comment ta post hoccya na vaiii
    1. দুঃখ জনক
  5. Uzzal Mahamud Pro Author says:
    কথা গুলা খুব পছন্দ হলো
    ধন্যবাদ।
    1. আপনাকেও অসংখ্য ধন্যবাদ Uzzal Mahamud ভাইয়া আপনার মূল্যবান মতামত পোষনের জন্য।
  6. MD Robiul Contributor says:
    vai comment korte partase nah
    Your comment is awaiting moderation.
  7. Skp2 Contributor says:
    লাভ বিহীন কেউ আজকাল কিছু করে!!
    সে আমি বা আপনি!
    কম বা বেশি!
    আমাদের ভাবতে শিখতে হবে। Adsense অনেক সময় নেই,এটাই কারণ,,
    Scam/legit বলার তো প্রশ্নই আসে না।
    1. ধন্যবাদ মিতা
  8. Bear Grylls Author says:
    TrickBD এর সাথে সেই ২০১৬ থেকে আছি। আমার অনলাইন জীবনের সূচনা থেকেই ট্রিকবিডি আমাকে অনেক কিছু শিখিয়েছে। ট্রিকবিডি না থাকলে আজ এতকিছু হয়তো করতে পারতাম না। ধন্যবাদ ট্রিকবিডিকে। পাশে ছিলাম, আছি, থাকবো।
    আর ট্রিকবিডিকে স্ক্যাম বলা..?? শুনলেই হাসি পায়।
  9. Dip Dey Contributor says:
    অনেক ভালো লাগলো আপনার কথা গুলো
    1. ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য
  10. Nazmul Huda Contributor says:
    অসাধারন লিখেছেন ভাই।অনেক ভালো লাগলো আপনার কথাগুলো
    1. ধন্যবাদ প্রিয় ভাইজান
  11. Nishan khan Subscriber says:
    এ বিষয় টা এরকম সুন্দর করে বুঝানোর জন্য আপনাকে ধন্যবাদ।
    1. আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য
  12. MD Shiful Islam Author says:
    কথা গুলা ভালোই লাগলো
    ধন্যবাদ
    1. Wellcome Always My Dear Shiful Bro
  13. Sharif Muktagasa Contributor says:
    trickbd r monthly income tule dhora dorkar cilo. monthly income onujayi author der payment kora kono bepar nah.
    1. এর সঠিক কোন তথ্য পাওয়া যায় নাই তাই ভুয়া খবর দিয়ে সবাইকে বিভ্রান্ত করতে পারিনা আশা করি ভাইয়া বুঝতে পেরেছেন
  14. arpon007 Contributor says:
    vai ami author er jonno apply korci but eakhono amar ek ta post o review e hoi ni.. approve to dure thak
  15. arpon007 Contributor says:
    parle amder moto new user der ektu help korben
    1. ব্রাদার আমি নিজেও একজন Author মাত্র ..
  16. Hasan399999 Contributor says:
    Binance এর নতুন টোকেন .
    নিয়ে নিন 100 TWT যার মূল্য প্রায় 20$ .
    নিচের লিংক থেকে Download করে Install করুন আর পেয়ে যান 100 TWT টোকেন .

    https://share.trustwallet.com/4P7KKFz

  17. Rafi Contributor says:
    vai fb te frnd req pathaisi accept koren help lagbe

    name :Al-amin Rafi

  18. Rafi Contributor says:
    apnar id ta din
  19. Mohammad Monir Pro Author says:
    – রানা ভাইকে মেইল করে !
    ১৫ মিনিটে পেমেন্ট পাইছিলাম ??
    1. আমি তার থেকেও ফাস্ট ৫ মিনিটে …
    2. Lencer Tech Contributor says:
      ভাইয়ের মেইল এড্রেসটা দেওয়া যাবে?
  20. Sarwar Hemal✔ Contributor says:
    Shourov vai, Great Tune.?
    1. প্রিয় Hemal ভাইয়া ধন্যবাদ আর ভালোবাসা রইলো।
  21. Lencer Tech Contributor says:
    রানা ভাইয়ের মেইল এড্রেসটা দেওয়া যাবে?
  22. S.M.MASUD Contributor says:
    ভাই আপনার চোখে পড়েনাই, তাই এমনটা হয়েছে বলা অনুচিত ।

    ট্রিকবিডি কর্তৃপক্ষ এমন অনেক পোষ্ট ডিলেট করে দিয়েছে যেখানে পেমেন্ট এর ব্যাপারে অভিযোগ ছিল শুধু তাই নয় ট্রিকবিডির ফেইসবুক গ্রুপেও এই নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে ট্রিকবিডির পেমেন্ট সিস্টেম বন্ধ বলা হয়েছিল ।।

    -ধন্যবাদ

    1. ভাইয়া যদি এমন কারো সাথে ঘটে থাকে আপনি আমাকে কষ্ট করে প্রুফ ব্যবস্থা করে দিন।
      তাহলে আমি অবশ্যই তা পোষ্টে সংযুক্ত করে দিবো।
      তবে আমার জানা মতে পরবর্তীতে সবাইকে পেমেন্ট করা হয়েছে। আর তাই আর কাউকে সমালোচনা করতে দেখা যায় নাই।
      তবুও আপনি যখন সাহস করে জানিয়েছেন তাই ধন্যবাদ জানাচ্ছি আর সাথে আরো গভীর ভাবে খুটিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করছি।
  23. Nabid Islam✅ Author says:
    কথা গুলো খুব ভালো লাগল।ধন্যবাদ ভাইয়া
    1. আপনাকেও ধন্যবাদ @Nabid Islam ভাইয়া।
  24. Riadrox Legend Author says:
    Amke 1bar 500tk bkash koresilo
    1. অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো @ Riadrox ব্রাদার।
    2. অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো @ Riadrox ব্রাদার।
  25. Riadrox Legend Author says:
    Riadrox is Coming Soon…
    1. অনেক খুশী হলাম ব্রাদার অপেক্ষায় রইলাম আপনার ফিরে আসার, ভালোবাসা সাথে শুভ কামনা রইলো আপনার জন্য।
  26. YASIR-YCS Author says:
    আমি একবার পেয়েছিলাম?
    1. ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য ভাইয়া।
  27. Ripon24 Contributor says:
    Good post
  28. AMBITIOUS Contributor says:
    Ammm…ekta good post e average koto tk income hoy ektu janaben bro..

Leave a Reply