Site icon Trickbd.com

ঘরে বসে খুলে নিন Daraz Seller Account এবং বিক্রি করুন ডিজিটাল পন্য, যেমন: Netflix Premium Account

এখন ঘরে বসেই দারাজ সেলার অ্যাকাউন্ট খুলে আয় করতে পারবেন হাজার হাজার টাকা। আমরা অনেকেই নেটফ্লিক্স, লোগো, বিভিন্ন কোর্স, ওয়ার্ডপ্রেস বিষয়ক প্লাগিন বা থিমস এর এড দারাজে দেখে থাকি। অনেকেই আবার ফ্রি কোর্সগুলোও দারাজে ৫০০-৬০০ টাকা দিয়ে বিক্রি করে। তারা ফ্রি জিনিস বিক্রি করে কামিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। তো, আপনারা কীভাবে দারাজে ফ্রিতে ঘরে বসেই অ্যাকাউন্ট খুলে বিক্রি করবেন তাি নিয়ে আজকের এই বিস্তারিত পোস্ট।

 

 

কপি করা থেকে বিরত থাকুন। আসল অথরকে প্রোপার ক্রেডিট দিন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। 

 

চলুন শুরু করা যাক:

প্রথমে গুগলে Daraz Seller Account লিখে সার্চ করুন। প্রথম যে পেজটি আসবে তাতে আপনারা দারাজ সেলার অ্যাকাউন্ট এর অফিশিয়াল ওয়েবসাইট খুজে পাবেন। সেটাতে ক্লিক করুন:

অথবা, এই লিংকে ক্লিক করুন

তারপর, Create an Account এ ক্লিক করুন।।

 

তারপর, নিচের দেওয়া তথ্য অনুযায়ী ফর্মটি পূরন করুন।

 

 

 

Country: Bangladesh

Language: বাংলা অথবা ইংরেজী দিন।

Store Type: Personal, আপনার যদি অফলাইনেে দোকান   থেকে থাকে তাহলে Business দিবেন।।

Mobile Number: একটি মোবাইল নাম্বার দিন।

Verify Code: ভেরিফাই কোড ক্লিক করুন। আপনার দেওয়া ওই নাম্বারে একটি কোড যাবে ওটা একানে পেস্ট করে দিন।

তারপর আপনার ইমেইল, পাসওয়ার্ড, এবং একটি নাম দিন যা আপনার দোকানের নাম হিসেবে ব্যবহৃত হবে।

নিচের এগ্রিমেন্ট এর স্থলে একটি টিক চিহ্ন দিয়ে রেজিস্টার অ্যাকাউন্টে ক্লিক করুন।

হয়ে গেলো আপনার দারাজ সেলার অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রথম ধাপ কমপ্লিট। এবার চলুন পরবর্তী ধাপে যাওয়া যাক।

 

প্লে-স্টোরে যান।  তারপর Daraz Seller লিখে সার্চ দিন। অ্যাপটি ইন্সটল দিন এবং আপনার দেওয়া ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আইডি লগইন করুন।

 

ইতিমধ্যে, আমি অ্যাকাউন্ট করে ফেলেছি বিধায় আর স্ক্রিনশট দিতে পারলাম না। অ্যাকাউন্ট খোলার কিছুক্ষণের মধ্যেই দারাজ কর্তৃক আপনাকে ফোন করবে এবং পরবর্তী করনীয় জানিয়ে দিবে। ধন্যবাদ।

 

নোট: দারাজ সেলার সেন্টারে এ্যাকাউন্ট খোলার জন্য আপনার বয়স ১৮বছর হতে হবে অর্থাৎ ভোটাধিকার থাকতে হবে। একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকা লাগবে। সমস্যা নেই,  আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও আপনার বাবা অথবা মায়ের ব্যাংক ইনফরমেশন দিতে পারবেন।

 

কোনো সমস্যা হলে ফেসবুকে মেসেজ দিন অথবা এখানে কমেন্ট করুন। এবং, আমার মুভি রিভিউ বিষয়ক ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন।  আমি চীপ মূল্যে যেকোনো ধরনের ব্লগার ওয়েবসাইট তৈরি করে দেই৷