ফ্রিল্যান্সিং রিলেটেড সব ধরণের পোস্ট পাবেন আমার ওয়েব সাইটে চাইলে ভিজিট করতে পারেনঃ মামুন্স ব্লগ ডট নেট এবং মামুন্স ব্লগ ডট কম।
আপওয়ার্ক পটভুমি ।
আপওয়ার্ক হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে সারা পৃথিবী থেকে প্রায় ১ কোটি ফ্রিল্যান্সার কাজ করছে। এই মুহূর্তে আপওয়ার্কে ৪ লক্ষের উপর কাজ রয়েছে। সাইটটিতে প্রতিটি প্রজেক্টের জন্য “একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য” হিসেবে অথবা “প্রতি ঘণ্টা কাজের জন্য অর্থ” উভয় প্রকারের কাজ পাওয়া যায়। আপওয়ার্ক মূলত আউটসোর্সিং-এর একটি প্রাযুক্তিক ধারণা, যা স্বাধীনভাবে চুক্তিবদ্ধ কাজ অফার করে।
আপওয়ার্ক ডট কমে একাউন্ট করতে হয়?
প্রথমে এই লিংকে ঢুকবেন এরপরে সাইন আপ বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি প্রথমিক ভাবে সাইন আপ করতে পারবেন । কিভাবে সাইন আপ করতে হয় চলুন দেখা যাক স্ক্রিনশটের মাধ্যমে।
সাইন আপ বাটনে ক্লিক করার মাধ্যমে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে বিস্তারিত আরো তথ্যের জন্য।
আপনি এখানে তিন ভাবে সাইন আপ করতে পারবেন । যেমনঃ
- আপনি এক ক্লিকে জিমেইলের সাথে আইন আপ করতে পারবেন “Continue with Google” এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে অন্য একটা পেজ ওপেন হবে এবং আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে এগিয়ে যেতে হবে।
- আপনার যদি অ্যাপল একাউন্ট থাকে তাহলে আপনি ২য় লিংক থেকেও একাউন্ট করতে পারবেন । আপনি “Continue with Apple” এ ক্লিক করলে আপনাকে নিচের ইমেজের মত একটা পেইজ ওপেন হবে
এখানে আপনি আপনার অ্যাপল আইডি আর পাসওয়ার্ড দিয়ে এগিয়ে যেতে পারেন। - আপনি আপনার ইচ্ছামত ইমেইল দিয়েও সাইন আপ করতে পারবেন ।
“Continue with Email” এ ক্লিক করলে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে বিস্তারতি আরো তথ্যের জন্য ।
এই বক্সে একদম নতুন একটা ইমেইল বসাবেন এবং “Continue with Email” বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন ।
এরপরে আপনাকে বিস্তারিত তথ্য দিতে হবে ।
আরো পড়ুনঃ Freelancer.com এ একাউন্ট খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত নতুনদের জন্য।
ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কান্ট্রি এবং আপনি কি হিসেবে একাউন্ট করতে চান? ক্লায়েন্ট হিসেবে নাকি ফ্রিল্যান্সার হিসেবে? আপনি যে কাজের জন্য একাউন্ট করতে চান সেইটাতে ক্লিক করে করবেন । আপনি যদি ফ্রিল্যান্সার বাটনে ক্লিক করেন তাহলে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে । তবে মনে রাখবেন এই ইউজার নেম কিন্তু কখনো চেঞ্জ করতে পারবেন না। সুতরাং হুটহাট করে না দিয়ে একটু ভেবে চিন্তা করে এরপরে দিবেন । এবং দুইটা চেক মার্ক বক্সে ক্লিক করে “Create My Account” বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। বোঝার জন্য নিচের স্ক্রিনশট দেখুনঃ
আপওয়ার্ক ডট কমের ইমেইল ভেরিফাই করতে হয়?
আপনি “Create My Account” এ ক্লিক করার মাধ্যমে সফল ভাবে একাউন্ট তৈরি করেছেন এবার আপনাকে আপনার ইমেইল ভেরিফাই করতে হবে। নিচের ইমেজের মত একটা পেজে আপনাকে নিয়ে যাবে ।
আপনি একাউন্ট করার সময় যে ইমেইল দিয়েছিলেন সেই ইমেইলের ইনবক্সে একটা ইমেইল পাবেন নিচে দেওয়া স্ক্রিনশটের মত।
ভেরিফাই ইমেইল বাটনে ক্লিক করলে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে আপনার প্রোফাইল কমপ্লিট করার জন্য।
নিচে দেওয়া স্ক্রিনশটের মত একটা ম্যাসেজ পাবেন । আপনি “Continue” বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যাবেন ।
এরপর আপনাকে বিশেষ কিছু ইনফরমেশন দেবে। যেমনঃ
- আপনার প্রোফাইল এর তথ্যাদি পুরোপুরি এবং নির্ভুলভাবে ফিলাপ করুন
- আপনার প্রোফাইল সাবমিট করুন
- আপনার প্রোফাইল সাবমিট রিকোয়েস্ট এপ্রুভ হয়েছে সেটা আপনাকে জানাতে 24 ঘন্টার মধ্যে আপনি একটি ইমেল পাবেন
এরপর স্টার্ট মাই প্রোফাইল বাটনে ক্লিক করে তথ্যউপাত্ত দিয়ে এগিয়ে যান।
Start My Profile
এখন আপনার প্রোফাইলের জন্য একটা সুন্দর ছবি আপলোড করতে হবে । অথবা আপনার যদি লিংকডইন একাউন্ট থাকে তাহলে আপনি সেখান থেকে আপনার ছবি দিতে পারেন। বুঝতে না পারলে স্ক্রিনশট দেখুন
Getting Started পর্ব শেষ ।
Category
এখন আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে । আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চান সেই ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করবেন । ড্রপডাউন বক্সে ক্লিক করলেই আপনি অনেক গুলো ক্যাটাগরি দেখতে পাবেন । ক্যাটাগরি পছন্দ করার পর আপনাকে নিচের বক্স থেকে সাব ক্যাটাগরি পছন্দ করে দিতে হবে । বুঝতে না পারলে স্ক্রিনশট দেখুন
এরপর Next বাটনে ক্লিক করুন ।
Expertise
আপনি কোন বিষয়ে দক্ষ এবার Expertise সেকশনে আসার পরে আপনাকে আপনার দক্ষতা বা Expertise এরিয়া পছন্দ করতে হবে । আমি আমার মত করে দিলাম আপনি আপনার Expertise এরিয়া যেগুলো আছে সেগুলো দিবেন। বিস্তারিত আইডিয়া পাবেন নিচের স্ক্রিনশটের মধ্যে। স্কিল সিলেক্ট করা হয়ে গেলে আপনি Next বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন ।
Expertise Level
এখন আপনাকে আপনার Expertise Level দিতে হবে । আপনি যদি হেভি লেভেল এর হন মানে হায়ার লেভেল এর হন বা এডভান্স লেভেল এর হন তাহলে আপনাকে “Expert” লেভেল সিলেক্ট করতে হবে । আমরা বাঙালী সুতরাং আমরা যেকোনো বিষয়ে হাই লেভেল এর এক্সপার্ট । এসব বলে লাভ নেই । :p :p ইমেজ দেখুন। এরপর Next বাটনে ক্লিক করুন ।
Education
এবার আপনার এডুকেশন এর ব্যাপারে তথ্যাদি দিয়ে সামনে এগিয়ে যেতে হবে । আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন সেই ইউনিভার্সিটির নাম লিখতে হবে। বিস্তারিত ইমেজ দেখুন ।
Employment
আপনি আগে কোথাও কাজ করেছেন কিনা আপনার আগের অভিজ্ঞতা আছে কিনা সেগুলো Employment সেকশন এ যুক্ত করতে হবে। বিস্তারিত ইমেজ দেখুন ।
Languages
এবার আপনাকে ভাষা পছন্দ করতে হবে । আপনি কোন ভাষায় কেমন এক্সপার্ট সেগুলো লিখতে পারেন । আপনি যদি ইংরেজিতে একদম ন্যাটিভ হন তাহলে তো মারহাবা :p :p । ড্রপ ডাউন মেনু থেকে আপনাকে ভাষা পছন্দ করতে হবে । আপনি যে যে ভাষা জানেন সেগুলো লিখতে পারেন । নিচের ইমেজ দেখুন ।
Hourly Rate
আপনি কত ঘণ্টা প্রতি চার্জ করবেন সেটা লিখুন ।
ক্লায়েন্ট এই রেট দেখবে, আপওয়ার্ক একটা চার্জ করবে, এবং আপনি কত পাবেন সেটা নিচের বক্সে দেখাবে । বিস্তারিত স্ক্রিনশট দেখুন ।
Title & Overview
এবার আপনাকে টাইটেল এবং ওভারভিউ লিখতে হবে। ওভারভিউ এর মধ্যে কি কি থাকবে? আপনি বেস্ট কিছু ওভারভিউ দেখতে চাইলে একটু গুগলে সার্চ করতে । তাহলে দেখতে পাবেন । আপনাকে কিভাবে ওভারভিউ লিখতে হবে, আপনি আইডিয়া পেয়ে যাবেন । আপনি চাইলে এই স্ক্রিনশট দেখতে পারেন
বিস্তারিত দেখুন
Profile Photo
এবার আপনাকে আপনার প্রোফাইল এর জন্য একটা প্রোফেশনাল মানের পিক আপলোড করতে হবে । আমি বোঝার জন্য একটা নরমাল ছবি আপলোড করে দেখাই দেখুন ।
Location
এখন আপনার লোকেশন দিতে হবে । একদম সঠিক এড্রেস দিবেন । যেটা আপনার আইডি কার্ডে দেওয়া আছে।
Phone number
এখন একটা ভেলিড ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে ফেলুন । আগে কখনো ইউজ করেছেন এমন নাম্বার দেওয়া থেকে বিরত থাকুন।
সব কিছু ঠিক থাকলে আপনি আপনার প্রোফাইল সাবমিট করতে পারেন । সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার প্রোফাইল সাবমিট করে ফেলতে পারবেন ।
প্রোফাইল সাবমিট করার পরে আপনাকে অপেক্ষা করতে হবে ২৪ ঘণ্টা । আর এই ২৪ ঘন্টার মধ্যে আপানেক ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার একাউন্ট এপ্রুভ হয়েছে কিনা নিচের ইমেজ দেখুন।
যদি এপ্রুভ না হয় তাহলে আপনাকে এটাও মেইল করে জানিয়ে দেবে। এপ্রুভ না হলে কি মেসেজ পাবেন দেখুন।
এবার দেখুন আপনার একাউন্ট এপ্রুভ হলে কি মেইল করবে। “Congratulations, Your profile is now live!”
আশা করি সব কিছু বুঝতে পেরেছেন । যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন । আমি আমার স্বাধ্যানুযায়ী আপনাকে সাহায্য করবো ।
শেষ কথা
আরেকটা ব্যাপারে বলি, আপনি যদি স্কিল্ড না হন তাহলে আপনাকে অনুরোধ করবো মার্কেটপ্লেসে আসার দরকার নেই । যদি আসতে চান তাহলে কিছু একটা জেনে আসুন কাজে লাগবে । নিউবিদের কাজ দিতে চায় না অনেক ক্লায়েন্ট কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যারা নতুনদের অনেক প্রাধান্য দেয় । যাতে করে তারাও নিজেদেরকে প্রমাণ করার মত সুযোগ পায় ।
আজকের মত আলোচনা এখানেই শেষ করছি । যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।
দেখা হবে আগামীতে নতুন কোনো আর্টিকেল নিয়ে আবার হাজির হবো ইনশাহ আল্লাহ্ । সে পর্যন্ত সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, মাস্ক ব্যবহার করুণ । আল্লাহ্ হাফেজ ।
লেখাঃ এম এইচ মামুন ।