Site icon Trickbd.com

প্রতিটা বিকাশ একাউন্ট থেকে ২০ টাকা ফ্রিতে নিয়েনিন,জলদি করুন

Unnamed


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা প্রতিটা বিকাশ একাউন্ট থেকে ২০ টাকা ফ্রিতে নিবেন। আপনার যতগুলো বিকাশ একাউন্ট আছে প্রতিটা থেকে ২০ টাকা করে নিতে পারবেন।
মূলত আজকে যে বিকাশের অফারটি রয়েছে এটা হলো সেন্ড মানি অফার। কোনো বিকাশ নাম্বারে ঈদ সালামি অথবা ঈদ মোবারক থিম সিলেক্ট করে যদি ১০০ টা বা তার বেশি পরিমাণ সেন্ড মানি করেন তবে প্রতিবার সেন্ড মানিতে ৫ টাকা ক্যাশব্যাক পাবেন। এভাবে প্রতিটা বিকাশ একাউন্ট থেকে ৪ বার সেন্ড মানিতে মোট ২০ টাকা নিতে পারবেন।
অফারটি চলবে ১০ই মে -১৫ই মে পর্যন্ত।
অফারটি সম্পর্ক জানার জন্য প্রথমে তাদের সাথে আমি লাইভ চ্যাট করে কনফর্ম হয় অফারটি সকলে পাবেন।

তো দেখুন কিভাবে অফারটি নিবেন।
প্রথমে বিকাশ অ্যাপে আসুন এবং সেন্ড মানিতে ক্লিক করুন।

এবার যে নাম্বারে সেন্ড মানি করবেন সেটা দিন।


Amount ১০০ টাকা দিয়ে উদ্দেশ্য ঈদ সালামি অথবা ঈদ মোবারক সিলেক্ট করুন। ১০০ টাকার কম দিলে কিন্তু ক্যাশব্যাক পাবেননা।

বিকাশ পিন দিন।

ট্যাপ করে ধরে রাখুন।

দেখুন ক্যাশব্যাক নোটিফিকেশন চলে এসেছে।

ক্যাশব্যাক পেয়ে গেছেন।

এভাবে একাধিক বিকাশ একাউন্ট আপনার থেকে থাকলে একটা থেকে আরেটাতে সেন্ড মানি করুন। মনে রাখবেন একটা বিকাশ থেকে ৪ বার সেন্ড মানি করলে প্রতিবার ৫ টাকা করে মোট ২০ টাকা পাবেন।

আশাকরি অফারটি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করুন অথবা ভিডিওটি দেখুন

★যাদের বিকাশ একাউন্ট নাই কিভাবে ৪-৫ মিনিটে একটা বিকাশ একাউন্ট খুলে ১০০ টাকা বোনাস এবং এই অফারটি নিবেন নিচের ভিডিওটি দেখুন।

“প্রতিনিয়ত সবার আগে সকল সিমের Free net,Free Call,App Review,Facebook & Youtube টিপস এর ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।”


★প্রতিনিয়ত এরকম পোষ্ট সবার আগে দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট]

WWW.BDTRICKSH.COM

★★যেকোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনঃBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

Exit mobile version