আপনি কি প্রতিদিন আনলিমিটেড টাকা আয় করতে চান? নিজের ব্যাবসা নিজে করবেন? কিছুদিন পর কোটিপতি হবেন?

MLM= Multi Level Marketing

এটা এমন একটা মার্কেটিং স্ট্রাকচার, যেখানে কোনো কোম্পানি শুধু তার পণ্য বিক্রির জন্য এমন কমিশন ভিত্তিক সেলস মেন নিয়োগ করে যারা শুধু পণ্যই বিক্রি করবে না, সাথে সাথে ঐ পণ্য বিক্রি করার জন্য আবারও নতুন সেলমেন খুঁজে এবং তাকে ও একই কাজ করতে হবে| অর্থাৎ এমন একটা রেফার চেইন সৃষ্টি হয় যেখানে প্রত্যেক ব্যাক্তির কাজ শুধু পণ্য বিক্রি থাকে না, পণ্য বিক্রির জন্য নতুন লোক নিয়োগ ও তার কাজ হয়ে দাড়াই

এটাকে আবার পিরামিড স্কীম ও বলা হয়| কেননা এই পদ্ধতিটা এক ব্যাক্তি থেকে দুই ব্যাক্তি এরপর দুইজন থেকে চারজন ,চারজন থেকে আটজন আগাতে আগাতে বড় হয়| যেটা পিরামিডের রূপ নেয়|
নিচের চিত্রেে

We

Pyramid scheme

Pyramid scheme

এখন কথা হলো, যেকোনো কোম্পানীই তার পণ্য বিক্রির জন্য কমিশন ভিত্তিক সেলমেন নিয়োগ করতে পারে| পৃথিবীর অনেক কোম্পানীই সেলমেন ব্যাবহার করে পণ্য বিক্রয় করে, মার্কেটিং করে| কিন্তু সমস্যা তখন দেখা দেয় যখন কোম্পানি সেলমেনকে আবার সেলমেন আনতে বলে,অর্থাৎ রেফার করতে বলে, আবার যখন সে কাউকে সেলমেন বানাতে পারবে আর এটার জন্য তখন সে একটা বোনাস বা পার্সেন্টেজ পাবে| এই বোনাস বা পার্সেন্টেজ কোথা থেকে আসবে?
হ্যা এখানে সেলমেনকে নিজের টাকা ইনভেস্ট করে সেলমেন হতে হবে , আর তার ইনভেস্টর একটা অংশ কোম্পানি পাবে আর একটা অংশ আপনি পাবেন!
এবার একটা উদহারন দেই,
ধরুন রনি একটা আমের কোম্পানি খুললো, সে আম বিক্রি করার জন্য কলিম ও সলিম নামে দুইজনকে বললো তোমরা আমার আমগুলো বিক্রি করো| কলিম ও সলিম ১ কেজি আম বিক্রি করলে ১০ টাকা কমিশন পাবে | আবার এমএলএম সিস্টেমে যেহেতু কোম্পানি দুইজন সেলমেনকে বলবে তুমরা আরো ২ জন করে লোক নিয়োগ করবা আর রেজিষ্টেশন ফি হিসেবে ৫০ টাকা নিবা, যার মধ্যে ২০ টাকা তোমরা পাবা আর ৩০ টাকা আমার|যাদেরকে রেফার করে নিয়োগ করা হবে তারাও আরো লোক ঢুকাবে| আর এই পদ্ধতি তে কিছু টায়ার বা ধাপ বা লেভেল সৃষ্টি হয় |

এখন লক্ষ্য করুন, এইখানে যাদেরকে নিয়োগ করা হবে বা রেফার করে কোম্পানিতে ডুকানো হবে তাদের আয় করার দুটি রাস্তা আছে! এক নম্বর উপায় ১ কেজি করে আম বিক্রি করা আর দুই নম্বর উপায় রেফার করা বা কোম্পানিটি তে আরো লোক ঢুকানো| যদি তারা আম বিক্রি করে আয় করতে চান তখন মানুষকে বুঝাতে হবে , তার কোম্পানির এই আমগুলো কেনো অন্য আম থেকে ভালো, এগুলোর স্বাদ কেমন সহ আরো অনেক কিছু| যা একটি বিরক্তিকর, অনিশ্চিত ও সময় সাপেক্ষ কাজ এবং কোম্পানি তাকে মাত্র প্রতি কেজি তে ১০ টাকা দিচ্ছে!
কিন্তু একই সময়ে তারা যদি একজনকে কনভিন্স করে বা লোভ দেখিয়ে একজন লোককে কোম্পানিতে আনতে পারছে, তখন তার লাভ ২০ টাকা! আবার ওই লোক যদি আরো মানুষ রেফার করে তখন সেখান থেকেও বোনাস বা পার্সেন্টেজ পাবে!!! লাভ আর লাভ ? টাকা আর টাকা? তাহলে সে কি পণ্য বিক্রি করবে নাকি রেফার করে লোক ঢুকাবে? অবশ্যই যেহেতু রেফার এ ইনকাম বেশি, তাই সে রেফার করতে থাকবে|

তখন সিস্টেম টা এমন পর্যায়ে পৌঁছাবে তখন মানুষ জিজ্ঞাস করবে না আসলে এটার প্রোডাক্ট টা কি?
কেননা তাদের সব থেকে বেশি রেফার এর দিকে মনোযোগ থাকবে যেহেতু রেফার এর ইনকাম বা বোনাস বেশি| প্রোডাক্ট টা শুধু মানুষ কে দেখানোর জন্য শো করতে থাকবে কেননা মানুষকে বুঝাতে হবে এটা একটা কোম্পানি আর এর প্রোডাক্ট গুলো বেঁচে আমরা আপনাকে বড়োলোক করে দিবো!
আর এমনটাই করেছিল ডেসটিনির মত এমএলএম কোম্পানি| তারা বলেছিল ওই দেখ আমাদের গাছ, এগুলো ১২ বছর পর ৩০ হাজার কখনো কখনো ১.৫ লাখ টাকার হয়ে যাবে| একটি গাছের চারা তোমাকে ৫ হাজার টাকায় কিনতে হবে ।
সূত্র: বাংলা নিউজ ২৪

অথচ ওইগুলো ছিল শুধু ধোঁকা| এখনকার সময় ওরা প্ল্যান চেঞ্জ করেছে! কিভাবে?

এই দেখুন এটা আমাদের ইকমারস ওয়েবাইট,  আমাদের অনেক প্রোডাক্ট, আমরা হাসপাতাল করবো,সো রুম করবো, ফ্যাক্টরি করবো , আপনারা ইনভেস্ট করুন, অনেক টাকা পাবেন |

আসলে বেশিরভাগ এমএলএম কোম্পানির প্রোডাক্ট গুলো আপনি লোকাল শপ বা দোকানগুলোতে পাবেননা। পাবেন হইতো এই কথিত কমিশন ভিত্তিক সেলমেন আর কোম্পানির কাছে| না এটা দোষের কিছু না? তারা আসলে তাদের লোক দেখানো প্রোডাক্টের মান নিয়ে কোনো মাথা ঘামাই না। মূল কাজ তো প্রোডাক্ট বিক্রি না। শুধু লোকদের কোনরকম এই মার্কেটিং বা রেফার চক্রে ঢুকাতে পারলেই ওদের লাভ|
এই পিরামিড মডেল টা একসময় থেমে যাবে, যখন কোম্পানি ইনভেস্ট করে জয়েন করার মত আর সেলমেন পাবে না| কেননা এখানে আপনি সবাইকে জয়িন করাতে পারবেন না বা সবাই জয়েন করবে না , আর এটা সম্ভব ও না| পিরামিডের লাস্টের দিকের লেয়ার বা লেভেলগুলোতে যারা থাকবে তারা আর টাকা পাবে না আর এটাই হবে সব থেকে বড় লিয়ার। যেহেতু তারা এইখানে ইনভেস্ট করানোর মতো লোক বা মানুষ আর পাবে না!আর কোম্পানিও আপনাকে টাকা দিতে পারবে না, কেননা নতুন কেউ তো আর ইনভেস্ট করছে না বা রেজিস্ট্রেশন করছে না। ব্যাপারটা ক্লেয়ার?
এক কথায় বললে, এই এমএলএম মার্কেটিং ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, যতক্ষণ ইনভেস্ট করার মত লোক পাবে| আর এটা কোনোভাবেই সম্ভব না সব মানুষ শুধু এটাতে ইনভেস্ট করতে থাকবে| এক পর্যায়ে কোম্পানি পালিয়ে যায় | একেবারের উপরের লেভেলের  ধাপের মেম্বার রা গায়েব হয়ে যাবে। আর নিচের লেভেলের ওরা ঠকবে।


তবে সব এমএলএম সিস্টেমের কোম্পানি স্ক্যাম করে না|পৃথিবীতে কিছু এমএলএম কোম্পানি টিকে আছে কারন তাদের প্রোডাক্ট এমন মানসম্মত হয় এবং মানুষ বেশি ব্যবহার করে ।

যেমন: TUPPERWARE

  1. এই কোম্পানি প্লাস্টিকের বিভিন্ন বক্স ও পণ্য উৎপাদন করে যেটা অনেক মানুষ নিজের প্রইয়োজনে কিনে। আর তারা সব মানুষকে সেলার বা বিক্রেতা বানায় না|
    তবে আপনি যদি দেখেন কোনো কোম্পানি তার ফালতু এবং নরমাল মার্কেটের পণ্যের দামের থেকে বেশি দামে পণ্য বিক্রির জন্য শুধু সেলমেন নিয়োগ করছে আর করছে তখন সাবধান! এটা স্ক্যাম করার সম্ভাবনা ১০০% আজ হউক বা কাল।

SPC কি এমএলএম কোম্পানি?

SPC এর দিকে লক্ষ্য করলে দেখা যায় এরা দেখাতে চাচ্ছে এদের শেম্পু, লবণ, মরিচ, হলুদ, এসি, আইরন মেশিন সহ আরো কিছু প্রোডাক্ট আছে। এদের কোনো ফ্যাক্টরির ছবি বা ভিডিও এখন পর্যন্ত দেখি নাই। এসি এর উপরে এদের লোগু আছে যা ফটোশপের মাধ্যমে এডিট করেছে বুঝা যায়। মরিচ ,লবণ, হলুদের গুড়া এগুলোর প্যাকেট এর ছবি দেখলাম, যেখানেও ফটোশপের মাধ্যমে ওদের লোগো বসানো মনে হলো। সেম্পু আর হ্যান্ড উয়াশ এর প্রোডাক্ট দেখানো হয়েছে, সেগুলো আসলে এত নিম্ন মানের যে কোনো লোকই এসব পণ্য বাজার বা কোনো শপ থেকে নিবে না! আর বেশিরভাগ পণ্যের বাস্তব অস্তিত্ব আছে নাকি সেটাতো দূরের কথা| আচ্ছা এসব পণ্য নিয়ে SPC এতো ইনভেস্ট নিচ্ছে কেনো যা লোকাল বাজারে সেল করার মতও মানসম্মত না| আচ্ছা তারা আবার সুপার শপ করবে, ঐখানে তু অনেক লাভ হবে, তার মানে আপনাদের দিয়া টাকাই ওরা ব্যাবসা করবে, কিছুদিন পর বড়োলোক হবেন, গাড়ি বাড়ি হবে। যদি কমনসেন্স নমোক কিছু থাকে, তাহলে বুঝতে পারবেন এগুলো দেখিয়েই মানুষকে স্বপ্ন দেখাই বেশিরভাগ এমএলএম কোম্পানি! এবার আপনি নিজেই বুঝার চেষ্টা করুন এটা কি বেশিরভাগ এমএলএম কোম্পানির পরিণতি ভোগ করবে?

ভাইয়েরা আমার, আপনারা নিশ্চয়ই বুঝেছেন কেনো বেশিরভাগ এই এমএলএম এবং পিরামিড মার্কেটিং পদ্ধতি শেষ পর্যন্ত ধ্বংস হয় আর সাথে সাথে ধ্বংস করে যায় অনেক বেকার যুবকদের আর কিছু লোভী মানুষদের| বাংলাদেশের ইতিহাসে দেখা যায় এমন সব কোম্পানি বারে বারে মানুষকে বিভিন্ন নামে বিভিন্ন সিস্টেমে ধোঁকা দিয়েছে আর এখনও ধোঁকা দিচ্ছে। আমাদের দেশে এমএলএম বেআইনি না হলেও এই সিস্টেমের মার্কেটিং কোম্পানিকে অনুমোদন দিয়া হয় না। শুধু SPC, Destiny, Life Line  না এরকম অনেক কোম্পানি অনেক ধরনের নাম ব্যবহার করবে, পদ্ধতি ব্যাবহার কবরে , আমাদের স্টার্টআপ প্যাক কিনুন, সিলভার প্যাক, গোল্ডেন প্যাক,বেসিক প্যাক, আপনাকে মাত্র ২ জনকে আনা লাগবে ওরাই আপনাকে বড়োলোক বানাই দিবে, আপনার লেভেল যত বেশি তত আয় ! এক বছর পর কোটিপতি!

খুব দুঃখের ব্যাপার এই যে আপনাকে এত স্বপ্ন দেখাবে, আপনি ইনভেস্ট করবেন, আর শেষ পরিণতিতে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হবে, অতি লোভে তাতি নষ্ট|

হালাল হারাম এর বিষয় পরে আসবে, যেখানে বিষয়টাই পুরাটা মানুষকে ধোঁকা দিয়ার সাথে সম্পন্ন হয়। সেটা কিভাবে আপনি করেন? আর এটাতো সবাই জানে যেই ব্যাবসা ধোঁকা দিয়ে হয় সেটা হালাল না।

মনে রাখবেন পৃথিবীতে শর্টকার্ট ভাবে বড়োলোক হওয়ার ম্যাজিক বা জাদু নাই| এটার জন্য দরকার জ্ঞান এবং দক্ষতা। যদি না থাকে ? আগে নিজের উপর ইনভেস্ট করুন! জ্ঞান এবং দক্ষতা অর্জন করুন, টাকা আপনার হাতে ধরা দিবে।

নিচে দুটি কমেন্ট এর ছবি দিলাম যা দেখে আপনারা কিছু বুঝতে পারে

MLM Scam

Facebook Comment, MLM Scam

Scam 2

Facebook Post, MLM Scam 2

 

Facebook Comment, MLM Scam 

এমএলএম বিষয়টা নিয়ে আরো জানতে এই দুটো ভিডিও দেখতে পারেন

Khalid Fadhan(Bangla)- ১ মিনিটে ১ লাখ
Drhuv Rathee(Hindi)- MLM Explanation

পরিশেষে বলতে চাই, এইধরনের ফাঁদে বেশির ভাগ বেকার স্টুডেন্ট আর গৃহিণীদের অন্তর্ভুক্ত করা হয়| তবে ডিজিটাল জগতে ঢুকে অনেক শিক্ষিত মেধাবী মানুষদেরও ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, বাহিরের দেশের কাজের নাম করে লোভ দেখিয়ে ঢুকানো হচ্ছে| আমি শুধু SPC, destiny, life line এর কথা বলছি না, ভবিষ্যতে আরো কোম্পানি ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করবে। ওইগুলো থেকে সাবধান থাকুন, অপরকে সাবধান করুন| আবারো রিপিট করতে হচ্ছে “অতি লোভে তাতি নষ্ট”

17 thoughts on "সাবধান! অল্প টাকা ইনভেস্ট করে আয় করুন কোটি কোটি টাকা! MLM, SPC, Life Line, Pyramid scheme etc কিভাবে মানুষকে বোকা বানায়?"

  1. Abdus Sobahan Contributor says:
    Khalid Farhan video copy
    1. MD Ashraful Islam Author Post Creator says:
      বেশিরভাগ উনার ভিডিও দেখেই বুঝেছি| তাই উনার কথা গুলোই বেশি লিখেছি|
      ধন্যবাদ
  2. MD FAYSAL Contributor says:
    আমরা বেকার যুবকের কস্ট। আর আবার এসব হিবি জিবি কি করতাম।আল্লাহ এসব বেকার যুবকের দিকে একটু তাকাও কি করার এসব ইনভেস্ট করা থেকে কি আর করার শেষে আমরাই ভুক্ত ভোগী?????
    1. MD Ashraful Islam Author Post Creator says:
      আরেকটি বিষয় জানিয়ে রাখছি, পোস্ট করার পর আমার একজন বন্ধুর থেকে জানতে পেরেছি, তাকে ও nx world নামের এক প্রতিষ্ঠান বিভিন্ন কোর্স( ইংলিশ, ওয়েব ডিজাইন, ফটোশপ) এর নাম করে ৬০০০ টাকা করে নিত এবং ১ জন কে রেফার করলে ৫০০ করে পাবে আবার সে রেফার করলে ঐখানে ও বোনাস পাবে আর এভাবে তার ৬০০০ টাকা ১ মাসের ভেতর চলে আসবে ২ বছর পর কোটিপতি বাড়ি গাড়ি হবে বলে লোভ দেখাই। এরপর কোর্স গুলোতে গল্প বলে শেষ করতো আর এভাবে কিছু টাকা ইনকাম করার পর পালিয়ে গেছে|
  3. MdNasir Hussain Contributor says:
    কোন কোম্পানির নামে মিথ্যা অপবাদ দেওয়া। ট্রিকবিডি তে পোস্ট কিভাবে এপ্রুভ হয়। এটা আমার বুঝে আসেনা? এসপিসি সম্পর্কে কতটুকু জানেন আপনি? অযথা মিথ্যা কথা কেন বলেন । আই হেট ইউ ট্রিকবিডি। ট্রিকবিডির তে এরকম মিথ্যা পোস্ট এপ্রুভ হবে এটা ভাবতে পারেনি। এই অধরের শাস্তি দাবি করছি।
    1. MD Ashraful Islam Author Post Creator says:
      এখানে কোনো অপবাদ দিয়া হয় নাই| কোন কথাটা আমি ভুল লিখেছি সেটা বললে ভালো হয়| SPC স্ক্যাম করবে নাকি সেটাতো সময় ই বলে দিবে| বিস্তারিত জানতে ভিডিও গুলো দেখতে পারেন|
    2. NABiD BHAi Author says:
      @MdNasir Hussain
      ভাইয়া আপনার SPC সম্পর্কে ধারনাটা ভুল।তারা নড়াইলের উন্নতি কথা বলে মাশরাফি (সাবেক অধিনায়ক ক্রিকেটার এবং এমপি) তাকে তাদের প্রোডাক্ট এর মডেল হিসেবে নেয়।পরে উনি বুঝতে পেরে ওখান থেকে সরে আসেন।এবং সাম্পিতিক সময়ে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ এ জানিয়ে দেন এবং তার প্রমোশনের ছবি দেখে যেন কেউ বিভ্রান্ত না হয় সেটাও তিনি জানিয়ে দিয়েছেন।
    3. NABiD BHAi Author says:
      চাইলে দেখে আসতে পারেন http://facebook.com/official.Mashrafe
    4. MdNasir Hussain Contributor says:
      আচ্ছা এসপিসি যে পালিয়ে যাবে? আপনার কাছে কি প্রমাণ আছে। সেটা, দেখতে চাই। আর নিন্দুক আর হিংসুটের মত পরিচয় কেন দিচ্ছেন? সময়ের কথা বলে কাউকে ইন্ট্রোডিউস করা কি ভালো। আর বার্গেনিং করার কিছু নেই। যখন হবে তখন সেটা নিয়ে কথা বলা উচিত আর যেটা হয়নি সেটা নিয়ে কেন কথা? Why?
    5. MD Ashraful Islam Author Post Creator says:
      পালিয়ে যাবে, সেটাতো আমি সরাসরি বলি নাই, আমি বলতে চেয়েছি ওদের প্রোডাক্ট কোয়ালিটি এত খারাপ করে যদি শুধু ইনভেস্ট নিতে থাকে, তাহলে না পালিয়ে ওদের উপায় নেই, কেননা একসময় পিরামিড চেইন থেমে যাবে| উরা টাকা বা রেফারেল বোনাস দিতে পারবে না|
  4. Random Contributor says:
    very informative. thank you for posting.
    1. MD Ashraful Islam Author Post Creator says:
      Thanks.?
  5. MdNasir Hussain Contributor says:
    @md ashraful islam । আমি তো তাদের প্রোডাক্ট ইউজ করছি, ইভেন করতেছি ও। কই কোন প্রবলেম ফেস করতেছি না তো? আর এটা নিশ্চয়ই আপনি জানেন। যে spc কোম্পানি নিজেরা প্রডাক্ট Make করে। এবং They অন্য কোম্পানির পণ্য ই-কমার্স এর মাধ্যমে কাস্টমার এর কাছে পৌঁছিয়ে দেয়। যেমনটা Daraz করে থাকে।

    আচ্ছা আপনি কিসের উপর Base করে এমন একটা পোস্ট লিখলেন। আশা করি সে বিষয়টা সকলের মাঝে উপস্থাপন করবেন।

    1. MD Ashraful Islam Author Post Creator says:
      আয় হায় , কোটি টাকা ইনভেস্ট পেয়ে উ দারাজের মত একটা অ্যাপ বানাইতে পারে নাই ওরা? ভাই একটু কমনসেন্স ইউজ করলে ওদের বাটপারি বুঝা যায় | আর কিছু বললামনা|
    2. MD Ashraful Islam Author Post Creator says:
      এখন হয়তো এটা বলবেন, কোটি টাকা ইনভেস্ট পাইলে কি হইসে, সাইট আর ভালো অ্যাপ বানাইতে ১ বছর লাগে ?
  6. MdNasir Hussain Contributor says:
    Bujlam na Apner Kotha? নিন্দুক, একটি বাংলা শব্দ। অর্থ নিন্দাকারী। যারা অন্যের ছিদ্রান্বেষণ করেন এবং তা প্রচারে সবসময় তৎপর থাকেন। এ বিষয়টা আপনার মাঝে খুজে পাইছি
  7. MD Ashraful Islam Author Post Creator says:
    ১ বছর আগের পোস্ট। এখন লগইন করলাম একাউন্ট এ। এই কমেন্ট যখন করছি ততক্ষনে প্রচুর মানুষ তাদের টাকা হারিয়েছে spc এর হাতে। আমার পরিচিত এক বড় ভাই spc এর প্রধান এর বাড়ির কাছের লোক হয়েও তার ইনভেস্ট করা টাকা ফেরত পাচ্ছে না। যদিও এটা জানিনা যে সেই প্রধান কি এখনো জেলে আছে নাকি। তবুও মানুষ যদি সতর্ক হয় আরকি।

Leave a Reply