Wap4dollar এড নেটওয়ার্ক টির নাম শুনেননি এমন কেউ হয়তো নেই। এই এড নেটওয়ার্ক টি খুবই জনপ্রিয় একটি এডনেটওয়ার্ক। এটি থেকে অনেকেই হাজার হাজার টাকা কামিয়ে নিয়েছে অসৎভাবে। তবে বর্তমানে এটিতে কেউ চাইলেই অসৎভাবে ইনকাম করতে পারবেনা, এটির রুলস গুলো খুব হার্ড করেছে, এবং কেউ যদি ইনভেলিড কাজ করে তাহলে সাইটের এ্যালগরিদম অটোমেটিক এডমিনদের জানিয়ে দেয় এরফলে পেমেন্ট পেন্ডিং থাকে অর্থাৎ পেমেন্ট করেনা।

যারা সৎভাবে কাজ করবে তাদের জন্য কোনো ভয় নেই, এটিতে পেমেন্ট করবে। এবং যদি পেমেন্ট পেতে দেরি হয় তাহলে সরাসরি এডমিনকে নক দিয়ে ইউজারনেম জানালেই পেমেন্ট করে দেয় দ্রুত। সবচেয়ে মজার ব্যাপার হলো Wap4dollar বাংলাদেশী এড নেটওয়ার্ক হওয়ায় এখানে যেকোনো সমস্যায় পড়লে সরাসরি বাংলাভাষায় এডমিনের সাথে চ্যাট করে সমস্যা থেকে সমাধান পাবেন।

কাদের জন্য Wap4dollar এড নেটওয়ার্ক টি বেস্ট?

আপনার যদি একটি ডাউনলোড বিষয়ক ওয়েবসাইট থাকে তাহলে এই নেটওয়ার্কটি আপনার জন্য। কারন হলো, ডাউনলোড জাতীয় ওয়েবসাইটে বা ব্লগে মানুষ ভিজিট করে কোনো ফাইল বা ডকুমেন্ট ডাউনলোড করার জন্য আর সেখানে যদি একটি এক্সট্রা ডাউনলোড বাটনের মধ্যে এড কোডটি যুক্ত করে দেন তাহলে ভিজিটররা এমনিতেই ক্লিক করে ফেলবে, আর যতোবেশী ক্লিক ততোবেশী ইনকাম ☺

Wap4dollar এর ডাইরেক্ট লিঙ্ক এড কোড থাকায়, ডাউনলোড সাইটগুলোতে এডস বসিয়ে বেশী পরিমানে আর্ন করা যায়। যাদের পিডিএফ বই রিভিউ, গান-মুভি ডাউনলোড, ইমেজ ডাউনলোড, এ্যাপ, সফটওয়্যার ডাউনলোড সাইট রয়েছে তারা বিশেষ করে এই এ্যাড নেটওয়ার্ক টি ব্যবহার করতে পারেন তাহলে ভালো পরিমানের একটা ইনকাম জেনারেট করতে পারবেন, এছাড়াও অন্যান্য সাইটেও ব্যবহার করতে পারেন কিন্তু সেগুলোতে ক্লিক একটু কম আসার সম্ভাবনা রয়েছে।

AdSense এপ্রুভ সাইটে কি Wap4dollar এড ব্যবহার করা যাবে?

জ্বী যাবে, কোনো সমস্যা নেই। এডসেন্সই স্বং বলে দিচ্ছে পাবলিশারদেরকে অন্যান্য যেকোনো এড নেটওয়ার্ক ব্যবহার করা যাবে শুধু এডাল্ট ও পপআপ এডস ব্যাতিত।[/b]

Wap4dollar এর পেমেন্ট মেথডঃ

0.50 $ হলে মোবাইল রিচার্জ নিতে পারবেন।
2 $ হলে বিকাশে নিতে পারবেন।
5 $ হলে পেপালে নিতে পারবেন।

পেমেন্ট প্রুফ স্কিনসটঃ



পেমেন্ট প্রুফ ভিডিও

https://youtu.be/AhyxtAteHa8

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

16 thoughts on "Wap4dollar বাংলাদেশী এ্যাড নেটওয়ার্ক ওয়েবসাইট থেকে ইনকাম করুন যতোখুশী ততো! (পেমেন্ট প্রুফসহ)"

  1. Avatar photo RJ AB Contributor says:
    ভাই ওয়েব সাইট লাগবে নাকি আয় করতে।
    1. Avatar photo মোঃ হৃদয় Author Post Creator says:
      ওয়েবসাইট তো ফ্রিতেই তৈরী করা যায় ভাই, ওয়েবসাইট হলে ভালো হয়।
  2. Prottoy Saha Contributor says:
    ke bolche apnake payment dey? ami pai nai
    1. Avatar photo মোঃ হৃদয় Author Post Creator says:
      আমি ভিডিওসহ প্রুফ দিয়েছি এরপরে ও কি সন্দেহ রয়েছে? যদি আপনার এক্টিভিতে কোনো সমস্যা না থাকে তাহলে তো পেমেন্ট পাবারই কথা। এডমিনের সাথে কট্রাক্ট করুন।
  3. Avatar photo MD Nazmul Islam Contributor says:
    এসব নেটওয়ার্ক এ এখন কেউ কাজ করেনা বললেই চলে ।। CPC খুববই কম ।
  4. Avatar photo MD Nazmul Islam Contributor says:
    এসব নেটওয়ার্ক এ এখন কেউ কাজ করেনা বললেই চলে ।। CPC খুববই কম । আর বললেন যতখুশি তোত আয় – এই বিষয়ে তো তেমন কিছুই বললেন না ।
    1. Avatar photo মোঃ হৃদয় Author Post Creator says:
      সিপিসি কম হলেও ডাউনলোড নিশ সাইটের জন্য এই এড নেটওয়ার্ক টি কিন্তু একবারে মন্দ নয়। হিউজ পরিমানে ক্লিক আসে, এ জাতীয় সাইট থেকে ভাই।
  5. Trick Legend Contributor says:
    wap4dollar.com এর সাথে যোগাযোগ করবো কিভাবে?
  6. Avatar photo মোঃ হৃদয় Author Post Creator says:
    Chat button রয়েছে, অথবা কন্টাক্ট আস এ ক্লিক করে।
  7. Avatar photo Sharif Contributor says:
    এক সময় আমার প্রিয় সাইট ছিল। এখন করি না।
  8. Blogger+Rakib Subscriber says:
    Wap4dollar.com পুরাটাই এডাল্ট অ্যাডে ভরা।
    সাথে নোটিফিকেশন অ্যাকসেস চায় অ্যাকসেস দিলে এডাল্ট ভিডিওর নোটিফিকেশন আসে।
    এটা বন্ধের কোনো উপায় আছে?
    1. Avatar photo মোঃ হৃদয় Author Post Creator says:
      Direct ad link use koren.
  9. Avatar photo Md Khorshed Alom Contributor says:
    5 মাস থেকে পেন্ডিং আছে

    https://prnt.sc/1zer9fi

    1. Avatar photo SHUHANUR RAHMAN Contributor says:
      Amaro 2 month jbot pending mere ase
    2. Avatar photo মোঃ হৃদয় Author Post Creator says:
      Admin er sathe jogajog korcilen?

Leave a Reply