আনলিমিটেড ডলার আর্ন করার সিক্রেট মেথড এর প্রথম পর্বে আপনাকে স্বাগতম। চলুন দেরী না করে বিস্তারিত শুরু করা যাক আজকের আয়োজন। 

 

আনলিমিটেড ডলার আর্ন করতে চাইলে এটার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে এবং সব কিছু সঠিক ভাবে করতে পারলে আপনি আনলিমিটেড ডলার আর্ন করতে সক্ষম হবেন।

 

প্রথমত কাজ টি করার জন্য আপনার যা দরকার হবে তার তালিকা দেখে নিনঃ-

  1.  SSN
  2.  Google Voice
  3.  Mobile Device
  4.  Vpn (US Server)
  5.  Gmail

যদি উল্লেখিত জিনিস গুলো আপনার তালিকায় থাকে তবে আপনি ২য় স্টেপ টিতে যাওয়ার জন্য প্রস্তুতঃ-

 

প্রথমে আপনি মোবাইলের জন্য যে কোন ভিপিএন ডাউনলোড করে নিন এবং তা US সার্ভার দিয়ে কানেক্ট করে নিন।
কানেক্ট হয়ে গেলে নিচের লিংক থেকে এপ টি ডাউনলোড করতে হবে।
 
রেফার ছাড়া

 

ডাউনলোড করার সময় অনেকের প্রবলেম হতে পারে যদি US মেইল না হয় সেক্ষেত্রে আপনি প্লে স্টোর এর ডাটা ক্লিয়ার করে ট্রাই করতে পারেন কিন্তু রেফার ব্যতীত ডাউনলোড করলে কাজ হবে না।

 

সো ডাউনলোড হয়ে গেলে এপ ওপেন করুন।

অবশ্যই Country US নির্বাচন করতে হবে ।

 

এবার আপনার মেইল নির্বাচন কিংবা সাইন ইন করা না থাকলে মেইল লগিন করতে করতে হবে।  
এবং যে মেইল দিয়ে একাউন্ট খুলতে চান তা নির্বাচন করে Continue করে দিন। US মেইল হলে কোন প্রবলেম হবে না কিন্তু তারপরেও আপনি চাইলে BD মেইল দিয়ে ট্রাই করতে পারেন।
 

এবার কাজ হচ্ছে আপনার গুগল ভয়েস নাম্বার দিয়ে ভেরিফাই করে নেওয়া 

 

গুগল ভয়েস নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়ে গেলে চলুন বাকী স্টেপ গুলো দেখে নেওয়া যাক।

 

এবার জাস্ট আমাদের Next বাটনের সাথে কিছুক্ষন ফাইট করতে হবে তাই Next বাটনে ক্লিক করে দিন।

 Yes বাটনে চেপে দিন

Yes, Earn Reward বাটনে ক্লিক করে দিন।

 

সব কিছু ঠিক ভাবে করলে একাউন্ট ওপেন দেখা যাবে এখন আমাদের ভেরিফাই করতে হবে। 
ভেরিফাই করার জন্য আপনাকে ডান পাশে উপরের প্রোফাইল বাটনে ক্লিক করতে হবে।
 

প্রোফাইলে ক্লিক করার পর আপনি ব্যালেন্স জিরো দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। 

 

আপনি ভেরিফাই বাটন দেখতে পাবেন সেই Verify লেখার উপর ক্লিক করুন। এরপর আপনাকে একটি ফর্ম পেজ এ রিডাইরেক্ট করবে। আপনার কাজ হবে আপনার পেইড SSN এর সকল তথ্য দিয়ে পূরন করা।

যদি SSN ভালো হয় একাউন্ট ভেরিফাই লেখা দেখতে পাবেন।
 

এবার হচ্ছে মূল কাজ আর তা হলো আপনাকে ৫ ডলার সেন্ড করতে হবে যে কাউকে তাহলে আপনি ৫ ডলার বোনাস পাবেন। আপনি চাইলে Gpay ব্যবহার করছে এমন যে কারো থেকেই নিতে পারেন কিছুক্ষনের জন্য কিংবা পে করে। 

আপনি রেফার বোনাস কালেক্ট করার পর আপনাকে আনলিমিটেড ডলার আর্ন করার জন্য যা করতে হবে তা হলোঃ
আপনার সদ্য বানানো একাউন্ট থেকে ফ্রেন্ড বা ফ্যামিলি কিংবা নিজেই একটু কারসাজি করে আরেকটা একাউন্ট রেফার করতে হবে।
প্রতি সাকসেস রেফার এর জন্য আপনি ১৫ ডলার করে পাবেন আর এভাবে আপনাকে ট্রাই করে যেতে হবে আনলিমিটেড ডলার লুফে নিতে হলে।  আর যে রেফার লিংক থেকে একাউন্ট করবে সে ৫ ডলার বোনাস পাবে।
যার মানে হলো নিজেই যদি নিজেকে রেফার করে কাজ করতে পারেন তবে প্রতি রেফার থেকে আর্ন হবে ২০ ডলার করে।
 
তবে এটাও মনে রাখতে হবে প্রতি একাউন্ট থেকে মাত্র ৩ জন রেফার এর জন্য আপনি বোনাস পাবেন।
 
 
তবে মনে রাখতে হবে প্রতিটি আলাদা একাউন্টের জন্য আলাদা আলাদা গুগল ভয়েস SSN এন্ড মেইল ব্যবহার করতে হবে নয়তো কাজ নাও করতে পারে।
 
আর শতর্কতা হলো যে আপনি সেম ডিভাইস থেকে কাজ করলে রিসেট কিংবা ডিভাইস আইডি চেঞ্জ করে নিতে পারেন।
আর সব কিছু আলাদা ব্যবহার করতে পারলো আরো ভালো।
 
এবার ২৪ ঘন্টার আর্ন এর পেমেন্ট প্রুফ দিচ্ছি দেখে নিন।

 

এগুলো নিজেই নিজেকে যখন রেফার করেছি 

 

 

আর এগুলো হচ্ছে সব রেফার আর্ন এর ডলার একজায়গার করার পর এন্ড তবে কিছু একাউন্ট ২০ ডলার সহ সাসপেন্ড ও খেয়েছি ব্যাপার না যা পেয়েছি ওকে বাকীটা আগামী ২৪ ঘন্টায় পুষিয়ে নেবো।

 
তবে এটাও বলে রাখছি যে সব একাউন্টে পাই নি হয়তো সেম ডিভাইসে ট্রাই করেছিলাম তাই। বাই দা ওয়ে আমি আমার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি বুঝতে পারবেন।
 
আর চাইলে আমার গ্রুপে জয়েন হতে পারেন ডেইলি আমাদের কাজ সম্পর্কে জানার জন্য নিচের লিংক থেকে 
 

22 thoughts on "আনলিমিটেড ডলার আর্ন করুন সিক্রেট মেথড (সার্ভে সিরিজ পর্ব – ৯ )"

  1. Avatar photo Mahamud Contributor says:
    @imdarkness18 ভাই টেলিগ্রাম একটু যোগাযোগ করেন প্লিজ ????
    1. Avatar photo Cyber_Prince Author Post Creator says:
      ট্রিকবিডির ডিসকোর্ড সার্ভারে জয়েন করুন সেখানে আশা করি হেল্প করা পসিবল
  2. Avatar photo RM Shuvo Contributor says:
    Vaiya Google voice e free te number nibo kivabe jodi ektu bolten???
    1. Avatar photo Cyber_Prince Author Post Creator says:
      ভাইয়া গুগল ভয়েস ফ্রিতে নেওয়া ট্রিক জানা নেই বাট Textverify.com থেকে নাম্বার নিয়ে ভেরিফাই করা পসিবল
  3. Avatar photo Mahamud Contributor says:
    onnk proyojon vaiya plz ????
    1. Avatar photo Cyber_Prince Author Post Creator says:
      পর্ব ২ দেখুন এ SSN And Number কালেক্ট করার সাইট নিয়ে বিস্তারিত একটা পোষ্ট ছিলো
  4. Avatar photo Assassin’s Creed Contributor says:
    Withdraw korbo kiavbe?
    1. Avatar photo Cyber_Prince Author Post Creator says:
      Je kono Us Bank Card Add Kore Kingba Je Gpay Use Kore Tar Kache Easily Sell Kore
  5. Avatar photo mehedi.2 Contributor says:
    withdraw korbo ki vabe?
    1. Avatar photo Cyber_Prince Author Post Creator says:
      চাইলে আপনার যদি ইউ এস ব্যাংক থাকে তাতে উইথড্রো দিতে পারবেন অথবা চাইলে আমার কাছে সেল করতে পারেন
    2. tangilulislam Contributor says:
      Vai apnr wp ba tg numbr ta dn
  6. Avatar photo shimul Contributor says:
    Vai apnar sathe personal vabe kotha bolar jnno fb link ta den…..
  7. Avatar photo Rafi Contributor says:
    Vai, ei khetre amke help krte parben??
  8. harun537 Contributor says:
    ভাই এই ডলার তুলবো কেমনে,
    ভাই যদি এই কাজের ভিডিও থাকে দিলে বুঝতে ভাল হয়,,
    1. Avatar photo Cyber_Prince Author Post Creator says:
      আপনি হয়তো ৯নং পর্ব দিয়ে শুরু করেছেন তাই বুঝতে পারছেন না আপনার যেকোন US ব্যাংক ব্যবহার করে উইথড্রো করুন নয়তো জি পে ব্যবহার করে তার কাছে সেন্ড করে বিকাশ নিন
  9. Avatar photo sumon23 Contributor says:
    ভাই ডলার সেন্ড করবো কাকে, আমার কেউকে জানা নাই, আপনি সাহায্যে করেন
    1. Avatar photo Cyber_Prince Author Post Creator says:
      65 টাকা করে সেল করতে চাইলে আমি নিবো যা দিতে পারেন
    2. Avatar photo sumon23 Contributor says:
      ভাইয়া আপনি যেভাবে বলেছেন সেভাবেই কাজ করেছি কিন্তু Balance : 0.0$ দেখাচ্ছে
      অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে
      কি করবো?
    3. tangilulislam Contributor says:
      Vai apnr tg ba wp numbr ta dibn
  10. Avatar photo Ashis Contributor says:
    vai apnar WhatsApp/messenger id dan please
  11. Master Niaz Contributor says:
    2nd line,text now egula theke paid number diye hobena? Paid number nibo koi kom dam e? Na free te hobe?
  12. Avatar photo love trickbd Contributor says:
    bro.. akta SSN collect kore dite parben.?ami apnar reffer a account create korci.

Leave a Reply