Site icon Trickbd.com

কিভাবে আপনার ওয়েবসাইটে Google Analytics যুক্ত করবেন। সাথে ইনকাম টিপস!

হ্যালো ট্রিকবাসি কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটে Google Analytics যুক্ত করবেন এবং সেই সাথে দুইটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো যেখান থেকে ছোট ছোট প্রশ্নোত্তর করে টাকা আয় করতে পারবেন এবং ১০ টাকা হলেই আপনার মোবাইলে ফ্লাক্সিলোড নিতে পারবেন।

বন্ধুরা তার আগে জেনে নেওয়া যাক Google Anyalytics কি? এটি হলো Google এর নিজস্ব একটি অনলাইন টুলস। যা Google নিজেই এই টুলসকে পরিচালনা করে থাকে। যে টুলস এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর ভিজিটরদের কে খুব সহজেই মনিটরিং করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার ব্লগে বা ওয়েবসাইটে কিভাবে Google Analytics যুক্ত করবেন।

প্রথমে গুগলের সার্চ বক্স থেকে “Google Analytics” লিখে সার্চ করুন এবং Google Analytics ভিতর প্রবেশ করুন।

তারপর নিচের চিত্রে দেখানো জায়গাই ক্লিক করেন।

এবার আপনার একাউন্ট নাম দিয়ে চিত্রে দেখানো জায়গা গুলো ফিলআপ করে “Next” বাটনে ক্লিক করুন।

এবার আপনাকে Property Name দিতে হবে এবং Country অপশন থেকে বাংলাদেশ বেছে নিন সেই সাথে আপনার ওয়েবসাইট এর URL দিয়ে Next ক্লিক করুন।৷ বুজতে সমস্যা হলে চিত্রটি দেখুন।

ছবিতে দেখানো জায়গা গুলোতে টিক দিয়ে Create বাটনে ক্লিক করুন।

আবারও United States থেকে Bangladesh করে দিয়ে ছবিতে দেখানো জায়গা গুলো টিক দিয়ে “I Agree” বাটনে ক্লিক করুন।

আমাদের কাজ প্রায় শেষ। এখন কোড গুলো কপি করুন।

কোড কপি করা শেষ হলে আপনার ওয়েবসাইটের <head> এর নিচে বসিয়ে সেভ করে দেন।

এবার আপনার ফোনে Google Analytics এপসটি ইন্সটল করে আপনারও ওয়েবসাইট এর ভিজিটরদের দেখতে পারেন।

প্রশ্নোত্তর করে টাকা ইনকাম করার বেস্ট দুইটি সাইট হলো:

এখানে আপনারা ১০০ টি প্রশ্নোত্তর করার জন্য পাবেন ১৫/২০ টাকা। যা আপনি মোবাইলে ফ্লাক্সিলোড এর মাধ্যমে নিতে পারবেন। আরও একটি কথা বলে রাখি আমি নিজে পেমেন্ট করবো তাই এখানে আপনারা চাইলে কাজ করতে পারেন।

আমার ফেসবুক আইডি: Md Nasim Parvez