Site icon Trickbd.com

মোবাইল দিয়ে অ্যাপ বানিয়ে ইনকাম করুন হাজার হাজার ডলার। (অ্যাপ বানানোর সেরা ৩ টি সাইট)

Unnamed

আসসালামু আলাইকুম। ট্রিকবিডির নতুন আরেক পোস্টে আপনাদের স্বাগতম।
আজকে আলোচনা করবো অ্যাপ তৈরী করে ইনকাম করার ৩ টি ওয়েবসাইট নিয়ে। যেখান থেকে আপনারা ফ্রি তে আধুনিক অ্যাপ তৈরী করে প্লে স্টোরে আপলোড করতে পারবেন, সাথে ইনকাম তো আছেই।

  • ( মোবাইল দিয়ে ইনকাম করতে চাইলে এখনি আমাদের টেলিগ্রামে জয়েন করুন বা ভিডিও দেখুন। দিনে ২০০/৩০০ টাকা ইনকাম)
  • ফ্রি তে অ্যাপ তৈরী করার অনেক ওয়েবসাইটেই আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ৩ টা আপনাদের সাথে শেয়ার করবো।

    Kodular.io

    প্রথমত আমার যেটা ভালো লেগেছে সেটা হল, kodular
    এটাতে আপনারা আপনাদের ইচ্ছা মত অ্যাপ তৈরী ও কাস্টমাইজেশন করতে পারবেন।
    বিশেষ করে আর্নিং অ্যাপ তৈরী করে খুব সাড়া ফেলেছিল আর্নিং অ্যাপ দুনিয়ায়।
    আপনারা এখান থেকে অনেক ধরণের অ্যাপ তৈরি করে তাতে এড শো করাতে পারবেন। এটাতে রয়েছে enhance সিস্টেম । enhance করার মাধ্যমে আপনারা যেকোন ad নেটওয়ার্ক এর ads আপনাদের অ্যাপ এ প্রদর্শন করাতে পারবেন ও ইনকাম করতে পারবেন। তাতে রয়েছে মনিটাইজেশন সিস্টেম আপনারা চাইলে অন্য কোন এড নেটওয়ার্ক এর এড প্রদর্শন না করিয়ে শুধু তাদের মনিটাইজেশন নিয়েও ইনকাম করতে পারবেন।
    অ্যাপ তৈরী করতে চাইলে আপনাদের এই সাইটে যেতে হবে।
    Kodular.io
    তাতে যেয়ে একাউন্ট খুলে নিবেন
    আর অ্যাপ তৈরী করতে কোন কোডিং জানতে হবে না। শুধু blocks বসিয়ে অ্যাপ বানাতে পারবেন। ব্লক্স কিভাবে বসাতে হয় এসব অনেক টিউটোরিয়াল পাবেন ইউটিউবে। তাছাড়া অ্যাপ এর কাজ করা ফাইল আপনারা গুগল বা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন। আর তা কাস্টমাইজেশন করেও আপনারা অ্যাপ বানাতে পারবেন। আর এই ফাইলটা ওয়েবসাইট থিম এর মতন। আর এই ফাইলের এক্সটেনশন ফরম্যাট হয়ে থাকে = .aia




    Thunkable.com

    দ্বিতীয় আরেকটা সাইট যেটায় আপনারা ফ্রিতে অ্যাপ বানাতে পারবেন নিজের ইচ্ছা মত ডিজাইন করে blocks বসিয়ে।
    এটায় আমি প্রায় ২০১৮ তে কাজ করেছিলাম এখনো কাজ করা যায়, কিন্তু kodular.io এর মত এতটা আপডেট না। kodular এ enhance সিস্টেম আছে এটায় নেই।
    আর এটাতে শুধু admob ads বসানো যায়। তাছাড়া৷ অন্যন্য কাজ আর সিস্টেম kodular এর মতই।
    এই অ্যাপ এরও আপনারা অনেক ফাইল পাবেন ইউটিউবে গুগলে। আপনারা সেগুলো কাস্টমাইজেশন করে নিজের অ্যাপ বানিয়ে ইনকাম করতে পারবেন।
    অ্যাপ বানাতে আপনাদের এই সাইটে যেতে হবেঃ
    Thunkable.com


    Appsgeyser.com

    তৃতীয় আরেকটা সাইট যেটায় আপনারা ফ্রিতে অ্যাপ বানাতে পারবেন কিন্তু তাদের দেওয়া কয়েকটা বিষয়ে। এখানে ইচ্ছা মত ডিজাইন করতে পারবেন। না।
    আপনি একটি ওয়বেসাইট বা ব্লগ সাইটকে সহজে app এ রূপান্তরিত করতে পারবেন এই সাইট থেকে। এছাড়া ফটো এডিটর অ্যাপ, ভিডিও ডাউনলোড অ্যাপ, মোবাইল ওয়েব ব্রাউসার অ্যাপ সহ আরো নানা ধরনের android application বানানোর জন্য এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।
    মনে রাখবেন এই ওয়েবসাইট থেকে এপস তৈরি করার জন্য আপনার বিশেষ কোনো কোডিং নলেজ দরকার হবে না। এখান থেকে নিজের পছন্দমত app বানিয়ে নিতে পারবেন। Appsgeyser ওয়েবসাইট থেকে তৈরি করা apps গুলো google play store এ পাবলিশ করা টাকা ইনকাম করতে পারবেন।

    অ্যাপ বানাতে আপনাদের এই সাইটে যেতে হবেঃ
    Appsgeyser.com

    আপনারা এসব সাইট থেকে মোবাইল দিয়েই অ্যাপ বানাতে পারবেন। কোন কোডিং জানা ছাড়াই।

    তো আজ এই পর্যন্ত

    অনলাইনে ইনকাম করুনঃ ইনকাম অ্যাপ

    আমাদের সাইটঃ BDBoighor.com

    ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে চাইলে আমাকে ইনবক্স করুন।