কেমন আছেন ট্রিকবিডি বাসীরা? আশা করি ভালো আছেন।
আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে চলে এসেছি একটি চমৎকার আর্টিকেল নিয়ে আশাকরি আপনাদের পছন্দ হবে।
এখন কাজের কথায় আসি। আজকে আপনাদের সাথে কথা বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে বাংলাদেশে অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম রয়েছে যেমন: daraz,bdshop,amazon ইত্যাদি।
আপনি হয়তো ইতি মধ্যেই 10 minute school এর নাম শুনেছেন।আপনি কি জানেন 10 minute school এর affiliation সুবিধা রয়েছে। এইখানেই যুক্ত আছে প্রায় দুই হাজারের মত এক্টিভ অ্যাফিলিয়েট যারা তাদের নিজেদের চেষ্টাই 10 minute school এর কোর্স সেল করে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাচ্ছেন। 10 minute school এর প্রত্যেকটি কোর্স কেও যদি আপনার দেওয়া affiliate link থেকে কিনে থাকে তাহলে সাথে সাথে পাবেন কোর্স এর মূল দামের 15% কমিশন। অর্থাৎ 5000 টাকার একটি কোর্স বিক্রি করলেই পেয়ে যাবেন 750 টাকা।
এছাড়াও রয়েছে লেভেল up এর সুযোগ 30,000 টাকার sell আনলেই পেয়ে যাবেন 500 টাকা বোনাস এবং 10 minute school t-shirt আর Ayman Sadiq এবং Munjerin sahid sign কৃত certificate। নিচে আপনাদের লেভেল up এর কিছু স্ক্রীনশট দেখাচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন।
১/ affiliate এর বিভিন্ন ক্যাটাগরি এবং বোনাস সমূহ।
এইখানে দেখতে পারছেন affiate দের লেভেল up এর সমস্ত বোনাস আর শর্ত সমুহ। আমি বর্তমানে ব্রোঞ্জ লেভেল এ আছি। লেভেল up করার জন্যে আমাকে কিছুদিনের মধ্যেই t-shirt আর certificate পাঠানো হবে।
এইখানে একাউন্ট করার পূর্বে আমার পেমেন্ট প্রুফ গুলো এইখানে দেওয়া চেষ্টা করছি।
Payment মাধ্যম:
আপনি বিকাশ কিংবা নগদ এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
তো তাহলে এখন শুরু করি কিভাবে একাউন্ট করবেন। 10 minute school এর একজন অ্যাফিলিয়েট হওয়ার জন্যে প্রথমে আপনাকে এই লিংক এ ক্লিক করতে হবে।
এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে পরবর্তী ধাপ এ ক্লিক করুন।
এরপর আপনার ফোনে এ ভেরিফিকেশন কোড পাঠানো হবে আপনার ফোনে পাঠানো ভেরিফিকেশন কোড টি দিয়ে পরের ধাপে ক্লিক করুন।
- ভেরিফিকেশন কোড দেওয়ার পরে আপনাকে আরেকটি পেজ এ নিয়ে যাবে সেইখানে আপনার সকল তথ্য যেমন নাম,পেমেন্ট মাধ্যম,ফেসবুক আইডি আপনি কোন প্ল্যাটফর্ম ব্যাবহার করে সেলস আনতে চাচ্ছেন সেইগুলো দিবেন। অবশ্যই আপনার ফেসবুক আইডি লিংক এবং মোবাইল ব্যাংকিং অপারেটর এর নম্বর গুলো ঠিক মত দিবেন না হলে পেমেন্ট পাবেন না।ফেসবুক এর মেসেজ রিকোয়েস্ট এর দিকে খেয়াল করবেন কারণ ম্যানেজার আপনাকে তাদের ফেসবুক গ্রুপ এ join করিয়ে দিবে কারণ সেইখানেই তারা সকল update দেই।
এরপর আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে চেষ্টা করবেন কঠিন password দেওয়ার।
পাসওয়ার্ড দেওয়া ঠিক হলে আপনার কাছে একটি popup message দেখাবে।
এরপর স্কাউন্ট কোড চাইবে। ঐখানে হ্যাঁ সিলেক্ট করে 3750 কোড টি দিলে পাবেন 30 টাকা বোনাস
এরপর পরবর্তী ধাপ এ ক্লিক করলে আপনাকে এই পেজ এ নিয়ে যাবে।
এইখানে আপনার বোনাস টা দেখতে পারবেন। এরপর আপনাকে ড্যাশবোর্ড এ নিয়ে যাওয়া হবে সেইখানেই মূল কাজ এইখানে প্রোডাক্ট সেকশন থেকে বিভিন্ন প্রোডাক্ট সার্চ করে সেটার অ্যাফিলিয়েট লিংক দিয়ে আপনি কোর্স গুলো বিক্রি করতে পারবেন।আপনার অ্যাফিলিয়েট লিংক থেকে কেও কোর্সটি কিনলেই পাবেন 15% কমিশন।
ড্যাশবোর্ড কিভাবে ব্যাবহার করবেন তা এই ভিডিও থেকে দেখে নিতে পারেন।
আপনি ১৫ দিন পর পর আপনার টাকা পেয়ে যাবেন।Affiliation সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে আপনাদের জন্য খোলা আমার এই টেলিগ্রাম গ্রুপ এ প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।
এটি trickbd তে করা আমার প্রথম পোস্ট ছিলো আশা করি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করি।
আরো পড়ুন: