আসসালামু আলাইকুম
আশা করি আপনি ও আপনার ফ্যামিলির সকলেই ভালো আছেন। অনলাইন জ্ঞান অর্জনে ও বিতরণে ট্রিকবিডির সঙ্গেই থাকুন।
তো বন্ধুরা বরাবরের মতই আপনাদের সময় নষ্ট না করে মুল টপিকে চলে আসি।
বিটকয়েন মাইনিং করতে আমরা কে না চাই কিন্ত অনলাইনে ইনভেস্টমেন্ট ছাড়া বিটকয়েন মাইনিং করা তেমন কোন উপায় নেই বললেই চলে তার ভিতরে আবার রয়েছে অসংখ্য স্ক্যাম সাইট।
আজ আমি আপনাদের সাথে যে এপ টি শেয়ার করব সেটি হচ্ছে একটি চাইনিজ কম্পানি যারা বিটকয়েনের মত আরেক টি কয়েন BTCs উদ্ভোবন করেছে যা মাইনিং এর পাশাপাশি তার ইউজার দের প্রতিনিয়ত বিটকয়েন ফ্রিতে দিয়ে থাকে।
কি অবাক হচ্ছেন! হয়ত ভাবছেন চায়না বেশিদিন যায়না। এরকম টা আমিও মনে করেছিলাম কিন্ত এখান থেকে সকলেই পেমেন্ট পাচ্ছে। আমিও পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ধারনা করা হচ্ছে তাদের BTCs Coin বিটকয়েনের সাথে পাল্লা দিবে।
পোস্টের নিচে লাইভ পেমেন্ট প্রুফ দেওয়া আছে দেখে নিতে পারেন
তো এবার চলুন কিভাবে একাউন্ট খুলবেন ও একাউন্ট সেট আপ করবেন তা দেখে নেই।
প্রথমত নিচের লিংক থেকে একটি একাউন্ট খুলে নিন।
সরাসরি লিংক
অনুগ্রহ করে স্ক্রিনশট গুলো ফলো করুন।
Register & Mining বাটনে ক্লিক করুন।
–
আপনার ইমেইল এড্রেস টি টাইপ করে Next বাটনে ক্লিক করুন।
–
তারপর একটি ক্যাপচা দেওয়া হবে সেটি টাইপ করে Next এ ক্লিক করুন।
–
এখানে আপনাকে আপনার ইমেইলে পাঠানো কোড টি টাইপ করতে হবে। তারপর Next এ ক্লিক করুন।
–
Start Minig এ ক্লিক করুন।
এখানে আপনার NID Card অনুযায়ী নাম ও আইডি কার্ড এর নাম্বার টাইপ করে Start Verification এ ক্লিক করুন।
–
শুধু মাত্র আপনার মুখমন্ডলের ভিডিও ভেরিফিকেশন করতে হবে NID Card এর ছবির প্রয়োজন পড়বে না।
যদি ভেরিফিকেশন করতে গিয়ে ফেইল আসে তাহলে আবার চেষ্টা করুন।
–
সব কিছু ঠিকঠাক ভাবে হলে Confirm করুন আর যদি মনে হয় পরিবর্তন করার তাহলে Retry অপশনে ক্লিক করুন।
–
আপনার একাউন্টটি ভেরিফাইড হয়ে গেলে এরকম দেখাবে এখন আপনি প্রস্তত বিটকয়েন মাইনিং করার জন্য।
–
তারপর মাইনিং পেইজে চলে আসুন সেখান থেকে Start Mining এ ক্লিক করলেই মাইনিং শুরু হবে।
১. তাদের টোকেন BTCs এর মোট সাপ্লাই হলো ২.১ বিলিয়ন অর্থাৎ ২১ কোটি টোকেন। যার মধ্যে ৩২৬ মিলিয়ন মাইনিং হয়ে গেছে। বাকি ১.৭ বিলিয়ন মাইনিং হলেই টোকেন মার্কেটে লিস্ট হবে।
২. প্রতি ৯ মিনিট পরপর একাটি ব্লক তৈরি হয়। যার মাধ্যমে আপনার নির্দিষ্ট টোকেন এর এমাউন্ট একাউন্টে ট্রাঞ্জেকশন হয়ে থাকে।
৩. এখানে আপনি কত BTCs টোকেন মাইনিং করলেন তা দেখাবে।
৪. প্রতিদিন ফ্রি গিভোয়ে তে অংশ গ্রহন করে যে পরিমান বিটকয়েন পাবেন তা এখানে দেখাবে।
৫. প্রতি ৯ মিনিটে কি পরিমান BTCs টোকেন আপনার একাউন্টে মাইনিং হচ্ছে তা এখানে দেখাবে।
৬. প্রতিদিন এই অপশন থেকে BTC Giveaway তে অংশ নিতে পারেন।
৭. প্রতি ৯ মিনিট পর পর একটি ব্লক তৈরি হয়ে আপনার টোকেন এখানে জমা হতে থাকবে। ১৫০ ব্লক হয়ে গেলে মাইনিং বন্ধ হয়ে থাকবে। Recieve BTCs এ ক্লিক করলে আবার স্টার্ট হবে।
৮. ১৫০ ব্লক তৈরি হবার আগে ও পরে যত খুশি Recieve BTCs বাটনে ক্লিক করে টোকেন ব্যলেন্সে এড করে নিতে পারবেন।
পরবর্তী পোস্টে শেয়ার করব কিভাবে প্রতিদিন ফ্রি বিটিসি গিভওয়েতে জয়েন করে উইন হবেন।
You must be logged in to post a comment.
5 ঘন্টায় কত ডলার হবে
0.00000000001$
Reportet 2 tai 2 tai referring url
আন্দাজে রিপোর্ট করলে কি হবে ভাই বলুন?? অন্যকে নিয়ে হিংসায় না মেতে নিজেকে নিয়ে ভাবুন
এত্তো সাধু হয়ে থাকলে ওয়েবসাইট লিংক বা নাম বলেন – ২ টা লিংক ই রেফার লিংক ?
আমি check করেছি ভাই। উনি হয়তো হিসেব রাখার জন্যে tinyurl এর সাহায্য নিয়েছে। কিন্তু referal লিংক একটাই ।2 টা না।
BTCs এর ভেল্যু কত USD?
Unknown!
Only God knows it’s value!
এমন আজাইরা টোকেন মার্কেটে হাজার হাজার আছে ?
btcs দিয়ে কি করমু আমি ?
vai er value kemon jante pari?
Aita ki BTC naki BTCs
Koto din lagse apnar korte??
ভাই Btcs mining হয় আর BTC giveaway দেয়।
ভাই পোষ্ট টা ভালো লাগল।