বর্তমান সময়ে অনলাইন ইনকাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনলাইন ইনকাম জগতের একটি জনপ্রিয় সেক্টর হলো ফরেক্স ট্রেডিং। হয়তো অনেকেই অনলাইনে ইনকাম করার উপায় খুঁজতে গিয়ে ফরেক্স ট্রেডিং সম্পর্কে শুনেছেন। কিন্তু সেটা নিয়ে বিস্তারিত হয়তো জানেন না।
তাই যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই পোস্টটি। আজকের পোস্টের মাধ্যমে আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলুন শুরু করি…
• ফরেক্স ট্রেডিং (Forex Trading) কি?
ফরেক্স ট্রেডিং এর ফরেক্স এর মানে হলো ফরেন এক্সচেঞ্জ। যার মানে দাঁড়ায় বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা লেনদেন। সহজ ভাষায় বলতে গেলে, বৈদেশিক মুদ্রা লেনদেন আদান-প্রদান কেই ফরেক্স ট্রেডিং বলে।
২০১৯ সালের এপ্রিল মাসের হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী প্রতিদিন ৬.৬ ট্রিলিয়ন ফরেন এক্সচেঞ্জ সেটেলমেন্ট করা হয়েছে। এছাড়া ফরেক্স মার্কেটপ্লেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেটপ্লেস।
• ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে:
ধরুন আপনি বাংলাদেশ থেকে আমেরিকা থেকে একটি প্রোডাক্ট আনতে চাচ্ছেন। কিন্তু সেই প্রোডাক্টের দাম পে করতে হবে ডলারে। কিন্তু আপনার কাছে আছে বাংলাদেশি টাকা। এখন আপনাকে ফরেক্স ট্রেডিং এর সাহায্যে বাংলাদেশি টাকাকে আমেরিকান ডলারে রূপান্তর করতে হবে। তাহলেই আপনি সেই প্রোডাক্টটি কিনতে পারবেন।
আবার, আপনি যদি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনাকে মুদ্রার একচেঞ্জ করতে হবে। আর এই এক্সচেঞ্জ ই হলো ফরেক্স।
মনে রাখবেন মুদ্রার দাম প্রতিদিন বা প্রতি ঘন্টায় উঠানামা করে। তাই আপনাকে এক ডলার কিনতে কত টাকা খরচ করতে হবে, সেটা মুদ্রার দাম এর উপর নির্ভর করবে। আপনার দেশের মুদ্রার মান যদি কমে যায়, সেক্ষেত্রে আপনাকে এক ডলার কিনতে বেশি টাকা খরচ করতে হবে। আর যদি মুদ্রার মান বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে এক ডলার কিনতে কম টাকা খরচ করতে হবে।
• ফরেক্স ট্রেডিং এর সুবিধা:
ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে বড় সুবিধা হলো ফরেন এক্সচেঞ্জ এর ক্ষেত্রে কোন কেন্দ্রীয় মার্কেটপ্লেসের প্রয়োজন পড়ে না। ফরেন এক্সচেঞ্জ মূলত ইলেকট্রনিক্যালি পরিচালিত হয়, ওভার দ্যা কাউন্টার (ওটিসি) সিস্টেম এর মাধ্যমে।
ফরেক্স ট্রেডিং করতে গেলে বেশি মূলধনের প্রয়োজন পড়ে না। আপনি চাইলে মাত্র ৫০ ডলার থেকেও ফরেক্স ট্রেনিং শুরু করতে পারেন। এছাড়া ফরেক্স ট্রেডিং দিন দিন বেড়েই চলেছে।
এছাড়া ফরেক্স ট্রেডিং করার জন্য দামি কোন ডিভাইসের প্রয়োজন পড়ে না। আপনি চাইলে আপনার বাসার কম্পিউটার, ট্যাবলেট, এমনকি স্মার্টফোনের সাহায্যেও ফরেক্স ট্রেডিং করতে পারেন।
এছাড়া ফরেক্স ট্রেডিং মার্কেটপ্লেসের মুদ্রার দাম আহামরি ওঠানামা করে না। যার ফলে আপনি যদি ক্ষতির সম্মুখীন হনও। তাহলে পরবর্তীতে আবার লাভ করতে পারবেন।
এছাড়া ফরেক্স ট্রেডিং যেহেতু গ্লোবালি, তাই আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে ফরেক্স ট্রেডিং করতে পারবেন।
• ফরেক্স ট্রেডিং এর অসুবিধা:
আমি আগেই বলেছি ফরেক্স ট্রেডিংয়ে মুদ্রার দাম উঠানামা করে। যদি আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো মতো না জেনে লোভ এর মধ্যে পড়ে বেশি টাকা ইনভেস্ট করে ফেলেন এবং সেই মুদ্রার দাম যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে টাকা লস হওয়ার সম্ভাবনা আছে।
তাই অবশ্যই ফরেক্স মার্কেটপ্লেসে প্রবেশ করার আগে ফরেক্স ট্রেডিং সম্পর্কে খুঁটিনাটি ভালোমতো জেনে নেবেন। এতে আপনার ঝুঁকি কমে যাবে।
• ফরেক্স ট্রেডিং থেকে আয়:
ফরেক্স ট্রেডিংয়ে যেমন অনেক ঝুঁকি, আছে ঠিক তেমনি প্রচুর ইনকাম রয়েছে। ধরুন আপনি কোন একটি মুদ্রার (যেমন: আমেরিকান ডলার) উপরে ইনভেস্ট করেছেন, যদি সেই মুদ্রার দাম বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি সেই মুদ্রাটা সাথে সাথে বিক্রি করে দিলে আপনি প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন।
বর্তমানে অনলাইনে অনেকগুলো ফরেক্স ট্রেডিং মার্কেটপ্লেস হয়েছে। যেগুলো থেকে আপনি চাইলে প্রথম অবস্থায় ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন। আপনার শেখা শেষ হলে আপনি সেখানে ইনভেস্ট করে ভালো টাকা ইনকাম করতে পারবেন।
• বাংলাদেশের ফরেক্স ট্রেডিং:
ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭ অনুসারে, বাংলাদেশে ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা আদানপ্রদান শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক কর্তৃক অথোরাইজড বা অনুমতি প্রাপ্ত ডিলার বা মানি এক্সচেঞ্জার দ্বারা করা যাবে।
অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মানি এক্সচেঞ্জ এর অনুমতি দেবে শুধুমাত্র তারাই ফরেক্স ট্রেডিং করতে পারবে। যদি বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া অন্য কেউ মানি এক্সচেঞ্জ এর কাজগুলো করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
আশা করি ফরেক্স ট্রেডিং সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।