♥♥আসসালামু আলাইকুম♥♥
♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
আজকে আলোচনা করবো কিভাবে আপনারা Binance অ্যাপে যেকোনো পরিমানের যেকোনো টোকেন খুব সহজেই USDT তে Convert করতে পারবেন খুব সহজেই।কোন রকম ফি এবং ট্রেড করা ছাড়াই। Binance এ মিনিমাম ট্রেড ১০$ আর তাই অনেকের ৩-৪ টা টোকেন মিলে ১০$ এর নিচে থাকলে সেটা তো USDT করে সেল দেয়া যাবে নাহ।তো আজকে এই ট্রিক্সটির মাধ্যমে আপনারা যে কোনো টোকেন যে কোনো পরিমানের খুব সহজেই USDT তে Convert করতে পারবেন।যারা জানেন ইগনোর করবেন,আর যারা জানেন না পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো ভাবে পড়বেন।আর পোস্টের শেষে ভিডিও লিংক দেয়া আছে।তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক।
আপনাদের ১০$ এর নিচে একাধিক টোকেন থাকলে নিচের Convert Small Assets to BNB লেখায় ক্লিক করে সব গুলো টোকেন BNB তে কনভার্ট করতে পারবেন।তারপর সেগুলা নিচের প্রসেস ফলো করে USDT তে কনভার্ট করতে পারবেন।অথবা আপনারা প্রতিটা টোকেনেই কনভার্ট করতে পারবেন।
প্রথমে আপনারা Wallet অপশনে যাবেন তারপর Spot এ যাবেন। তারপর Transfer এ ক্লিক করবেন।
তারপর আপনারা Funding লেখায় ক্লিক করবেন।
তারপর USD S-M Futures সিলেক্ট করবেন,না বুঝলে স্ক্রিনশট ফলো করুন।
তারপর নিচের স্ক্রিনশটে দেখানো ১ নাম্বার জায়গায় ক্লিক করে যে টোকেন USDT তে কনভার্ট করবেন সেটা সিলেক্ট করুন।তারপর ২ নাম্বার দেখানোর জায়গায় ক্লিক করে অ্যামাউন্ট দিন।সব এগুলা হলে Max লেখায় ক্লিক করুন।তারপর Confirm Transfer লেখায় ক্লিক করুন।
তারপর উপরের দিকে স্ক্রল করে Futures লেখায় ক্লিক করুন,তারপর Convert লেখায় ক্লিক করুন।
তারপর নিচের মত আসবে,যে টোকেনটি Convert করবেন সেটা উপরের দিন আর যে টোকেনে কনভার্ট করবেন সেটা নিচে দিন।আমি BNB কনভার্ট করবো USDT তে তাই BNB উপরে দিছি আর USDT নিচে।তারপর Max করে দিয়ে Confirm লেখায় ক্লিক করুন।
দেখুন কনভার্ট কিন্তু হয়ে গেছে কোন রকম ফি কাটেনি।
তারপর Done করে দিয়ে,Transfer লেখায় ক্লিক করুন।
তারপর USD S-M Futures উপরে থাকবে আর নিচে Spot Wallet সিলেক্ট করুন।তারপর USDT সিলেক্ট করে max করে দিয়ে Confirm Transfer লেখায় ক্লিক করুন।
দেখুন Spot Wallet এ ব্যালেন্স এসে গেছে,কোন রকম ফি কাটেনি কিন্তু।এখন আপনারা P2P তে সেল করে দিতে পারবেন।
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং এয়ারড্রপ সম্পর্কে জানতে নিচে থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন এবং ট্রিকবিডির সাথে থাকুন।
এয়ারড্রপ করে মাসে ১০-১৫ হাজার টাকা ইনকাম করতে চাইলে নিচের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।
♥♥♥আল্লাহ হাফেজ