Site icon Trickbd.com

Phaver app ব্যবহার করে পয়েন্ট আয় করুন, ১০০০ পয়েন্ট হলেই পাবেন Lens Protocol NFT, যার বর্তমান মূল্য $১৬+ এছাড়াও থাকছে আনলিমিটেড আর্নিং।

Unnamed

আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন।
প্রায় ৩ বছর পর আজকে আবারও পোস্ট লিখতে বসলাম।
আপনাদের জন্যে ভালো কিছু নিয়েই হাজির হয়েছি আবারও।

শুরুতেই বলে নিচ্ছি অনলাইন আর্নিং বিষয়ে পোস্ট করছি বলেই যে শুধু মাত্র রেফার বোনাস পাবার লোভে ২/৩ ঘন্টা সময় লাগিয়ে পোস্ট করছি তা কিন্তু একদম নয়। আমার যথেষ্ট পয়েন্ট আছে এই অ্যাপে। সবার সাথে শেয়ার করছি যেনো সবাই জানতে, বুঝতে ও আয় করতে পারে। প্রতিদিন নিয়মিত Phaver app ব্যবহার করে আমরা বড় একটা একাউন্ট বৈদেশিক মুদ্রা ঘরে বসে কোনো প্রকার হার্ড ওয়ার্কিং ছাড়া আয় করতে পারবো। আমরা বাংলাদেশীদের বড় একটা অংশ শিক্ষিত হয়েও বেকার বসে আছি। এগুলো তাদের কাছে অনেক বড় একটা সুযোগ ঘরে বসেই অল্প কিছু সময় দিয়ে একটা বড় একাউন্ট আয় করা। আর বাংলাদেশের শিক্ষিত বেকার সমাজের বড় একটা অংশ অনলাইন আর্নিং এর উপর নির্ভরশীল। এই অ্যাপটি তাদের জন্যে ভালো একটা আয়ের মাধ্যম হবে ইনশাআল্লাহ।

পোস্টের কোথাও যদি আমি কোনো ভাবে ট্রিকবিডির কোনো রুলস ভঙ্গ করি তবে আমাকে জানাবেন আমি সাথে সাথে তা সংশোধন করবো ইনশাআল্লাহ।

আজকে আপনাদের সাথে শেয়ার করবো Phaver App এর A টু Z তো চলুন শুরু করা যাক।

প্রশ্নঃ Phaver App কী?

উওরঃ আমরা সবাই প্রতিদিন কোনো না কোনো ভাবে একবারের জন্যে হলেও সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করি। যেমন ধরুন ফেইসবুক, টুইটার ইত্যাদি। Phaver app হলো তেমনি একটা সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ। সহজ ভাষায় বলতে গেলে ফেইসবুক, টুইটার এর মতো অ্যাপ। খুব সহজেই সবকিছু বুঝতে ও ব্যবহার করতে পারবেন।

প্রশ্নঃ Phaver App ব্যবহারের সুবিধা কী?

উওরঃ আমরা যারা ফেইসবুক ব্যবহার করি তারা প্রতিদিন ফেইসবুকে পোস্ট করি, ছবি শেয়ার করি, ভিডিও শেয়ার করি। আর যারা টুইটার ব্যবহার করি তারা বিভিন্ন টুইট করি। কিন্তু আমাদের নিজের শেয়ার করা কন্টেন্ট থেকে আমরা একটা পয়সাও আয় করতে পারিনা। কিন্তু Phaver app এ আপনি পোস্ট শেয়ার করার মাধ্যমে Phaver Point আয় করতে পারবেন। যা আপনি ফেইসবুকে বা টুইটারে পাবেন না।

প্রশ্নঃ Phaver Point কী?

Phaver point হলো আপনার পোস্টের মাধ্যমে কতো রিওয়ার্ড আয় হয়েছে তার হিসাব করার একটা মাধ্যম। ধরুন আপনি একটা ছবি শেয়ার করেছেন Phaver app এ, সেই ছবিটা যাদের ভালো লাগবে তারা ছবির নিচে থাকা stake অপশন থেকে আপনার ছবিতে বা পোস্টে stake করবে, upvote দেবে। প্রতিটা stake এর কারণে আপনি ১০ পয়েন্ট পাবেন, আর upvote এর কারণে আপনার একাউন্টের ভিউ বাড়বে। ভবিষ্যতে ( এক, দুই মাসের ভিতরে) Phaver app তাদের নিজস্ব টোকেন মার্কেটে নিয়ে আসবে। তখন আপনি Phaver point গুলোকে Phaver token এ এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করতে পারবেন।

প্রশ্নঃ ১ Phaver point= কতো Phaver Token পাবো?

উওরঃ ১ Phaver point= ১ Phaver Token ?

Phaver App হচ্ছে web3 এর প্রজেক্ট। আপনি সবচেয়ে বড় যে সুবিধা পাবেন তা হচ্ছে Phaver App এ যখন আপনার 1000 point হবে তখন আপনি Lens Protocol NFT পাবেন। যার বর্তমান মূল্য $১৬.৫০+

এখানে দেখুন Lens Protocol nft এর মূল্যঃ

আর হ্যাঁ, ১০০০ পয়েন্ট হয়ে গেলে আপনি Lens Protocol nft পাবেন ফ্রিতে। Lens Protocol nft নেয়ার জন্যে আপনার একটা পয়েন্টও কাঁটা হবে না। ফ্রিতে পাবেন। কিন্তু NFT পাওয়ার শর্ত একটাই আপনার Phaver App একাউন্টে ১০০০ পয়েন্ট থাকা লাগবে। Phaver app এ যে কোনো কিছু শেয়ার করার মাধ্যমেই আপনি খুব সহজে পয়েন্ট আয় করতে পারবেন।

অনেক কিছুই তো জানা হলো, তো চলুন এবার Phaver app এ একাউন্ট খোলার পালা।

প্রথমে নিচের লিংকে গিয়ে সরাসরি গুগুল প্লে স্টোর থেকে Phaver app ইনস্টল করুনঃ প্লে স্টোর লিংক

এবার Phaver app ওপেন করুনঃ

অ্যাপে প্রথমেই আপনার কাছে Invite Code চাইবে নিচের ছবির মতো। আপনি চাইলে আমার invite code দিতে পারেন অথবা অন্যকারো invite code দিবেন।
আমার invite code: ridoykhanrana
অন্যকারো রেফার কোড না পেলেঃ EARLYBIRD দিতে পারেন।

এবার নিচের দেখানো option এ ক্লিক করুনঃ

এবার আপনার মেইল ও পাসওয়ার্ড দিয়ে নিচের দেখানো option এ ক্লিক করুনঃ

আপনার একাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে। নিজের প্রোফাইল নিজের মতো চেঞ্জ করে নিন।

আমার প্রোফাইল।

এবার পোস্ট করার পালা।
নিচের দেখানো অপশনে ক্লিক করুনঃ

নিচের স্কিনশর্টের No: 1 এখানে আপনি পোস্টের ক্যাপশন লিখতে পারবেন।
No: 2 এখানে আপনি আপনার পোস্টের সাথে যেকোনো লিংক শেয়ার করতে পারবেন। যা পোস্টের সাথেই যুক্ত থাকবে।

No: 3 এখান থেকে আপনি চাইলে আপনার পোস্টে ফটো যুক্ত করতে পারবেন।

সব কিছু দেয়া হয়ে গেলে নিচের স্কিনশর্ট এর মতো উপরের ডান পাশের চিহ্নিত Next এ ক্লিক করুন। আমি ক্যাপশনে Me লিখেছি আর আমার নিজের একটা ফটো এড করেছি।

এবার আপনাকে পোস্টের সাথে মানানসই একটা Topic দেয়া লাগবে। No: 1 এর ঘরে আপনি চাইলে মানানসই Topic লিখে দিতে পারেন। আমি যেহেতু নিজের ফটো শেয়ার করছি সেহেতু আমি নিচের অপশন থেকে Photography সিলেক্ট করলাম। আপনিও কোনো ফটো আপলোড করলে topic হিসেবে photography দিতে পারেন।

এবার নিচের চিহ্নিত স্থানের মতো post অপশনে ক্লিক করলেই আপনার পোস্ট সম্পূর্ণ হবে।

আমার করা পোস্টঃ

নিচের দেখানো No: 1 অপশনে ক্লিক করে যেকোনো পোস্টে stake করতে পারবেন। একজন একটা একাউন্টে প্রতিদিন ৫ টা করে stake পাবেন। যা আপনার পছন্দের ৫ টা পোস্টে প্রতিদিন stake করতে পারবেন। একদিনে ৫ টার বেশি stake করতে পারবেন না। যে পোস্টে stake করবেন সেই পোস্ট যিনি করেছেন তিনি প্রতিটি stake এর বিনিময়ে 10 Phaver point পাবেন, তেমনি আপনার পোস্টেও কেউ stake করলে আপনিও 10 Phaver point পাবেন। এই মাসের ভিতর প্রতি stake এর বিনিময়ে 10 point এর জায়গায় 1 point করে দেবে। তার প্রতি stake 10 point টা যতোদিন আছে ইনজয় করুন।

No: 2 তে ক্লিক করে আপনি যে কোনো পোস্টে upvote দিতে পারবেন।

আর হ্যাঁ এছাড়াও যদি আপনি Lens Protocol nft sell না করে প্রতিদিন Lens Protocol এর যেসকল অ্যাপ আছে তা ব্যবহার করেন তাহলে ভবিষ্যতে Lens token এর Airdrop পাবেন ১০০% নিশ্চিত।

কোথাও বুঝতে কোনো প্রকার সমস্যা হলে Phaver Discord এ যয়েন করে জিজ্ঞেস করতে পারেন সমাধান পেয়ে যাবেন।
Discord Link

Telegram এ যয়েন করতে চাইলে Telegram Link

এবার প্রোফাইলের Lens Protocol nft এর প্রমাণ দেখুনঃ

opensea তে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন আমার পাওয়া lens nft: (Log6543.lens profile) লিখে সার্চ দিন।

দেখুন আমার পাওয়া Lens Protocol nft কেনার জন্যে কতো গুলো অফার এসেছেঃ

আর Lens Protocol nft claim ২/৩ দিন পর পর ওপেন হয়।
২/৩ দিনের ভিতরেই NFT claim করতে পারবেন।
প্রুফঃ

তো আজকের মতো এখানেই শেষ করছি। এতোক্ষণে আপনারা পয়েন্ট আর্ন করতে থাকুন। পার্ট ২ তে দেখাবো 1000 পয়েন্ট হলে কিভাবে Lens Protocol nft claim করবেন। এই পোস্টে দিতে গেলে পোস্ট অনেক বড় হয়ে যাবে। যা অনেকের বিরক্তির কারণ হবে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।

Exit mobile version