Site icon Trickbd.com

Freecash ট্রাস্টেড আর্নিং সাইট রিভিউ সাথে ১০০০$ পেমেন্ট প্রুফ এবং ৪৫ ডলারের সিক্রেট মেথড ( সার্ভে সিরিজ পর্ব – ১০ )

Freecash

Freecash সার্ভে এবং অফারওয়াল ভিত্তিক আর্নিং সাইট যেখানে সর্বনিম্ন পেমেন্ট ০.৫০ সেন্ট এবং ইন্সট্যান্ট পেমেন্ট সাইট

Freecash

ফ্রি ক্যাশে কাজ করার জন্য আগে বিস্তারিত রিভিউ টি দেখে নেওয়া যাক তাহলে।

ফ্রি ক্যাশ আমার দেখা সেরা একটা সাইট যেখান থেকে চাইলে সহজেই প্রতিদিন ৫-৫০ ডলার পর্যন্ত খুব সহজেই আয় করা সম্ভব। 
 
তবে এই সাইটে কাজ করার জন্য কিছু নিয়ম মেনে চলতে পারলে একাউন্ট ব্যান সম্ভাবনা কম হবে যা পোষ্টে বিস্তারিত জানতে পারবেন। 
 
 
Freecash Review

 

 

Freecash সাইটে কাজ করার জন্য যা দরকার হবেঃ-

  1. ইউএস এর রেসিডেন্সিয়াল ফুল ফ্রেশ প্রক্সি কিংবা ভিপিএস 
  2. ইউএস মোবাইল নাম্বার 
  3. এস এস এন
  4. সার্ভে এবং অফার পূরন করার মত সক্ষমতা

তবে আপনার কাছে যদি উল্লেখিত জিনিস গুলো না থাকে তবে চিন্তার কিছু নেই।

আপনি চাইলে আপনার বাংলাদেশী প্রক্সি ব্যবহার করেও কাজ করতে পারবেন তবে অফার অনেক কম পাবেন।

আর আপনার একাউন্ট বাংলাদেশী আইপি দিয়ে একাউন্ট খোলা হলে আপনার নিজের মোবাইল নাম্বার দিয়েই ভেরিফাই করতে পারবেন।

তবে উল্লেখিত জিনিস গুলো যারা এক্সপার্ট তাদের দরকার হবে তাই মেনশন করে রাখলাম।

 

Freecash সাইটে যে সকল অফার ওয়াল বিদ্যমান রয়েছে এক নজরে দেখে নেওয়া যাকঃ- 

  1. রেভিনিউ ইউনিভার্স
  2. লুটাবলি
  3. এডগেট মিডিয়া
  4. এডসেন্ড মিডিয়া
  5. বিট ল্যাব অফারস
  6. আয়াত স্টুডিও
  7. অফার টরো 
 
উল্লেখিত অফার ওয়াল গুলোতে আপনি অনেক ধরনের অফার দেখতে পাবেন। 
আপনার কাজ হবে অফার এ ক্লিক করে বিস্তারিত টাস্ক পড়ে নেওয়া এর পর সঠিক ভাবে পূরন করা।
 

কি ধরনের টাস্ক রয়েছে?

 

 

আপনি অনেক ধরনের পেইড অফার কিংবা ফ্রি অফার পাবেন। যেমনঃ- গেমস ডাউনলোড ইন্সটল এবং লেভেল পূরন করা, একাউন্ট খোলা ডিপোজিট করা, কোন কিছু ক্রয় করা, রেজিস্ট্রেশন করা কিংবা এপ ইন্সটল করা ইত্যাদি।

তবে আমার মতে এডজেম এবং আয়াত স্টুডিও বাদ দিয়ে অন্য গুলোতে কাজ করা ভালো হবে কারন এই দুইটা অফার ওয়ালে ভালো আইপি হলেও ডিটেক্ট করে ফেলে অনেক সময়। 

Freecash সাইটে যে সকল সার্ভে ওয়াল বিদ্যমান রয়েছে এক নজরে দেখে নেওয়া যাকঃ-

 

  1. সিপিএক্স রিসার্চ
  2. বিট ল্যাবস
  3. থিওরিম রিচ
  4. ইন ব্রেইন এ আই
  5. রেভিনিউ ওয়াল
  6. ট্যাপ রিসার্চ
  7. ফ্রি ক্যাশ সার্ভে 
  8. পোল ফিশ
আপনার কাছে যদি ভালো মানের রেসিডেন্সিয়াল প্রক্সি থাকে তবে আপনি সহজেই আপনার মতামত শেয়ার করার জন্য আয় করতে পারবেন।
মতামত বলতে সেটা আপনার লাইফ স্টাইল , ব্যাংকিং , ট্রাভেল , ফুড , টেকনলজি ইত্যাদির উপর হবে। 
 

 

আপনি যে কোন অফার ওয়াল থেকে কাজ করে যে পয়েন্ট পাবেন সেটাকে আপনি ক্যাশে রুপান্তর করে খুব সহজেই ইন্সট্যান্ট উইথড্রো করতে পারবেন।
 

 

 

বিটকয়েন , লাইট কয়েন , ডজি , পেপাল , ব্যাংক ট্রান্সফার , ইথোরিয়াম ছাড়াও এমাজন , ভিসা, গুগল প্লে , এপল , নেটফ্লিক্স, স্পটিফাই , স্ট্রিম ইত্যাদি গিফট কার্ডের মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন।
 

 

আপনি চাইলে কিছু গেমসে টপআপ করতে পারবেন ভার্চুয়াল কারেন্সিতে। 
 

Freecash LeaderBoard, ল্যাডার, ডেইলি বোনাস এবং ইভেন্টঃ- 

Freecash এ বর্তমানে একটা ইভেন্ট চলছে যেখানে আপনি চাইলেও জয়েন করতে পারেন। 

 

১ হাজার পয়েন্ট এর জন্য একটি বক্স ২৫০০ পয়েন্ট এর জন্য ২য় বক্স ১০ হাজার পয়েন্ট এর জন্য ৩য় বক্স এবং ২৫ হাজার পয়েন্ট আর্ন করতে পারলে চতুর্থ বক্স খুলতে পারবেন।

প্রতিটি বক্স খোলার জন্য পেতে পারেন সর্বোচ্চ ২৫০ ডলার পর্যন্ত।
 

ডেইলি ১ হাজার পয়েন্ট আর্ন করতে পারলে থাকবে স্টেক বোনাস।

এছাড়াও ডেইলি বোনাস ল্যাডার থেকে ২৪ ঘন্টায় একবার করে বোনাস কালেক্ট করা যাবে।

আর আপনি যদি ১ হাজার পয়েন্ট এর কোন অফার পূরন করে ফেলেন সেক্ষেত্রে আপনি আরেকটি বোনাস ল্যাডার কালেক্ট করতে পারবেন।

 
আর টানা ৭ দিন যদি ১ হাজার পয়েন্ট করে আর্ন করতে পারেন তবে একবার লটারী ধরতে পারবেন যেখানেও সর্বোচ্চ বোনাস ২৫০ ডলার পর্যন্ত।
 
 
তো আশা করি ফ্রি ক্যাশ সম্পর্কে ব্যসিক ধারনা দিতে সক্ষম হয়েছি। তবে কিছু এক্সটা ট্রিক বলে দিচ্ছি যেমন এই সাইটে কাজ দীর্ঘদিন করতে চাইলে একই আইপি দিয়ে সব সময় কাজ করতে হবে।
আর প্রথমবার যখন একাউন্ট খুলবেন তখন সর্বনিম্ন ২ হাজার পয়েন্ট আর্ন করতে হবে প্রথম উইথড্রো দেওয়ার জন্য।
প্রথমবার যখন উইথড্রো দিবেন তখন মোবাইল নাম্বার ভেরিফাই চাইবে।
আপনাকে জাস্ট মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে ওয়ান টাইম নাম্বার দিয়ে।
নাম্বার ভেরিফাই হয়ে গেলে আপনি উইথড্রো করতে পারবেন।

আর প্রথমবার সাকসেস ভাবে উইথড্রো হয়ে গেলে পরেরবার থেকে মিনিমাম ০.৫০ সেন্ট হলেই ক্রিপ্ট দিয়ে উইথড্রো করতে পারবেন।

 

 

আপনি যদি কারো রেফার এর মাধ্যমে একাউন্ট খুলেন তবে ৩ বার লটারী ফ্রি তে ওপেন করতে পারবেন। আর লটারী তে সর্বোচ্চ ২৫০ ডলার পর্যন্ত জেতার সুযোগ রয়েছে। 
 
তাই আমি রেফার সহ এবং রেফার ছাড়া দুটি লিংক নিচে যুক্ত করে দিচ্ছি।
 
রেফার সহ একাউন্ট করুন
 
অথবা
 
রেফার ছাড়াই একাউন্ট করুন
 
 
 এখন কেউ যদি রেফার ছাড়া একাউন্ট করেই ফেলেন এবং যদি মনে হয় ভুল করে ফেলছেন লটারী টা নেওয়ার দরকার ছিলো তারা এই কোড রেফার হিসাবে ব্যবহার করতে পারেন চাইলে “OehasTeam”
 
কেউ যদি একাউন্ট করতে না পারেন ভিডিও টি দেখতে পারেন নিচে থেকে। 
 

Freecash Trusted Earning Site Review With 1000$ Payment Proof

 

এবার যে প্রশ্ন টা সবাই করবে সেটা হলো পেমেন্ট প্রুফ কই ?

 
চিন্তার কিছু নেই পেমেন্ট প্রুফ এর জন্য আমার একাউন্ট গুলোর স্ক্রিনশর্ট দিয়ে দিচ্ছি দেখে নিন ১ হাজার ডলারের পেমেন্ট প্রুফ স্ক্রিনশর্ট।
 

 

 

 

 

 

শিরোনামে উল্লেখ করেছি ৪৫ ডলারের একটা মেথড শেয়ার করবো ফ্রি ক্যাশের তবে যদি পোষ্ট আকারে প্রকাশ করি অনেক বড় হয়ে যাবে তাই নিচে ভিডিও যুক্ত করে দিচ্ছি যদি দরকার মনে হয় তবে ট্রাই করতে পারেন।
 
বিঃদ্রঃ এক্সপার্ট না হলে মেথড এপ্লাই না করাই ভালো 
 
৪৫ ডলারের মেথড এর টিউটোরিয়াল এবং পেমেন্ট প্রুফ দেখতে নিচের ভিডিও দেখতে পারেন 
 

45$ Earning Method From Freecash / Refer Method For Stash | Cyber Prince

 

সার্ভে সিরিজটি কন্টিনিউ করে যাবো যদি আপনারা কমেন্টে নেক্সট পর্ব চান তবেই। আর অনেক দিন পর লিখতে বসলাম ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
 
তাহলে আজকের মত বিদায় দেখা হচ্ছে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে। 
ট্রিকবিডিতে চাইলে আমার প্রোফাইল ঘুরে আসতে পারেন নিচে লিংক
Cyber Prince Profile
 
লেখকঃ- Cyber Prince এবং ওয়েবসাইট 
Exit mobile version