ট্রিকবিডির সকল সদস্যদের প্রতি আমার ভালোবাসা ও সালাম। আস সালামু অলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই অনেক বেশি ভালো আছি।
আপনারা প্রায়ই আমার ফেসবুকে একটা কমন প্রশ্ন করে থাকেন- যে কোন ধরনের ওয়েবসাইটে বেশি বেশি গুগল এডসেন্স এপ্রুভ দেই? এবং কোন ক্যাটাগরির ওয়েবসাইটে ইনকাম বেশি?
তারই পরিপেক্ষিতে আজকের এই আর্টিকেল। আশা করি এই ছোট আর্টিকেলটি আপনার কাজে আসবে।
গুগল বেশি এডসেন্স এপ্রুভ করে এমন কয়েকটি নিশ হলো-
(ক) প্রশ্ন উত্তর ওয়েবসাইট: আমি এখন পযন্ত যতগুলো ওয়েবসাইটে গুগল এডসেন্স এপ্রুভ করিয়েছি তার ভিতরে ৭০% ছিলো প্রশ্ন উত্তর ওয়েবসাইট।
প্রশ্ন উত্তর ওয়েবসাইটে এডসেন্স এপ্রুভ করানোর জন্য কয়েকটি ছোট টিপস হলো-
১. গুগলের এর কাছে মান আছে এমন প্রশ্ন উত্তর করতে হবে।
২. ৮০০+ প্রশ্ন রাখতে হবে & চেষ্টা করতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর করার জন্য।
৩. গুরুত্বপূর্ণ পেজ গুলো অবশ্যই রাখতে হবে।
৪. গুগলে ৫০০+ URL ইনডেক্স করাতে হবে।
৫. কিছু ব্যাকলিংক করলে রাখতে হবে।
৬. প্রতিনিয়ত সাইট এক্টিব রাখার চেষ্টা করবেন।
আমার প্রশ্ন উত্তর ওয়েবসাইট থেকে ধারনা নিতে পারেন। – আমার ওয়েবসাইট লিংক: https://seotoolskit.xyz
(খ) টেক ব্লগ সাইট: আমি প্রশ্ন উত্তর ওয়েবসাইটের পাশাপাশি আরও একটি নিশ নিয়ে কাজ করি তা হলো – টেক ব্লগ সাইট এবং খুব দ্রুততার সাথে গুগল এডসেন্স এপ্রুভ করাতে সক্ষম হয়েছি।
টেক ব্লগের জন্য যে কাজ গুলো আপনার কাজে আসতে পারে:
১. ক্রাক থিম ইউজ করবেন না। ফ্রি অথবা পেইড থিম ইউজ করবেন।
২. সুন্দর ভাবে থিম কাস্টমাইজ করবেন। চেষ্টা করবেন হালকা ভাবে ডিজাইন করার জন্য।
৩. নেভিগেশন বার সুন্দর ভাবে সাজাবেন।
৪. ফুটারে আপনার সাইটের গুরুত্বপূর্ণ পেজ গুলো দিবেন।
৫. সাইটে সুন্দর একটা লগো ব্যবহার করবেন।
৬. দশ থেকে ১৫ টি পোস্ট করবেন। অবশ্যই পোস্টের ভিতরে ইনফরমেশন রাখবেন।
৭. কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করবেন।
৮. সাইটের বয়স ২০ দিন + হলে এডসেন্স এর জন্য আবেদন করবেন।
আমার টেক ব্লগ সাইট:- https://tipsbongo.xyz
কোন ধরনের সাইটে ইনকাম বেশি?
গুগল এডসেন্স থেকে সিপিসি ভালো থাকে এমন কিছু নিশ হলো-
১. ইন্সুরেন্স
২. ট্রাভেলিং
৩. টেগ ব্লগিং
৪. রিভিউ
৫. হেলথ রিলেটেড
৬. অটোমোবাইল
তবে আর্টিকেল গুলো ইংরেজিতে হতে হবে & অবশ্যই মার্কেটিং করতে হবে US, UK, Canada ইত্যাদি দেশ গুলোতে
আপনাদের কিছু সাধারন প্রশ্ন উত্তর:
প্রশ্ন : blogspot.com ফ্রি ডোমেইন দিয়ে কি এডসেন্স এপ্রুভ হয়?
প্রশ্ন: ওয়ার্ডপ্রস ভালো নাকি ব্লগার ভালো?
উত্তর: ওয়ার্ডপ্রেস ভালো( আমার মতে)
প্রশ্ন: এডসেন্স এপ্রুভ সাইটের বর্তমান প্রাইচ কত?
উত্তর: সাইট বুজে দাম নির্ধারন হয়। 7k থেকে 700k পযন্ত হতে পারে।
প্রশ্ন: আমি কেন প্রশ্ন উত্তর সাইট পছন্দ করি?
উত্তর : এডসেন্স এর জন্য একটি সাইট রেডি করতে ২৪ ঘন্টারও কম সময় লাগে এজন্য আমি প্রশ্ন উত্তর সাইট বেশি পছন্দ করি।
আরও পড়ুন— ব্লগ সাইটে গুগল এডসেন্স পাওয়ার উপায়
আমার এই ছোট আর্টিকেল টি যদি ভালো লাগে অবশ্যই আমার সাইট থেকে ঘুরে আসবেন। যদি আপনারা উৎসাহ দেন তাহলে আমি Next টাইম CPA মার্কেটিং নিয়ে Atoz ট্রিকবিডিতে আলোচনা করবো।
ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আর্টিকেলটি পড়ার জন্য।