ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন অথচ বিভিন্ন এসইও টুলস, মার্কেটিং টুলস, কনটেন্ট টুলস অথবা এডিটিং টুলস পছন্দ করেননা এমন মানুষ খুবই কম। ব্যস্ততম এই সময়ে সবাই চায় একটু দ্রুত অন্য সবার থেকে এগিয়ে থাকতে।
মূলত ডিজিটাল মার্কেটিংয়ের কাজে ব্যবহৃত টুলস গুলোর দাম এবং চাহিদা অনেক বেশি হয়ে থাকে। যেটা একজন ব্যক্তির পক্ষে সবগুলো টুলস অফিসিয়াল দাম দিয়ে অফিসিয়ালি কেনা অনেক কষ্টসাধ্য হয়ে পরে। তাই Unlimited SEO Tools ডিজিটাল মার্কেটারদের জন্য প্রয়োজনীয় টুলসগুলো সবচেয়ে কমদামে শেয়ার্ড সিস্টেমে ১ মাস, ৬ মাস, ১ বছর বা একটি নির্দিষ্ট সময়ের জন্য সেল করে থাকে।
Tools List
———————————————————-
1. SEMRush
2. Moz Premium
3. Ubersuggest Pro
4. KWfinder
5. Keyword Revealer
6. SerpStat
7. Quillbot Pro
8. Woorank
9. Indexification
10. Spyfu
11. Article Builder
12. Keywordtool,io
13. Vidiq
14. Mangools
15. LongTail Pro
16. Spin Rewriter
17. WordAi
18. WordTune
19. Canva
20. Grammerly
21. Buzzsumo
22. Envato elements
23. Creative Fabrica
24. Pixlr
25. Skillshare
26. Design Ai
27. Linkedin Learning (Lynda)
28. Lynda premium
29. Storyblocks
30. Vyond Premium
31. Envato Tuts+
32. Vimeo
33. Pikbest
34. Pikmonkey
35. Icons8
36. FreePik Pro
37. P’icsart Pro
38. S’torybase
39. Invideo
40. Scribd
41. Place-IT
42. Vectezzy Pro
43. RenderForest
44. Motion Array
45. Voicemaker
46. Magisto Video
47. Flaticon
48. ElegantFlyer
49. Lovepik
50. Iconscout
51. Powtoons
52. Artlist
53. Speechelo
54. Artgrid
55. Piktochart
56. Stock Unlimited
57. Helium10
58. ClosersCopy
59. Instroied
60. EyeEM Downloader
61. Alamy Downloader
62. Getty Images Downloader
63. iStock Downloader
+ Bonus Tools.
প্রাইস – ৭৫০ টাকা/৩০ দিন Instant Purchase
আপনি চাইলে তাদের থেকে Lite plan এবং Standard Plan -ও দেখতে পারেন।Lite Plan – 18 Tools – 450 TK
Standard Plan – 38 Tools – 550 TK
এছাড়াও রয়েছে ৪৫০০ টাকায় ৬ মাস মেয়াদি প্যাকেজ এবং যা পাচ্ছেন এই প্যাকেজেঃ
1. Advanced Package ( 60+ Tools ) – 7 months
2. Canva Private On Your Email – 7 Months
3. WordHero Unlimited words ( Long form editor available ) – 7 Months
4. Niches$$ Unlimited – Best Ai Copywriting ( 7 months )
5. Rytr – Unlimited ( 7 months )
6. Backlink Repository – Backlink ( 7 months )
ℹ️ Payment Method:
Bkash/Rocket/Nagad/Cellfin/Bank এছাড়াও রয়েছে Paypal এবং ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার সুবিধা।
*কিভাবে কিনবেন*
আপনার পছন্দের প্যাকেজটি কেনার জন্য এই লিংকে ক্লিক করুন। এবং এখান থেকে আপনি আপনার পছন্দের যে প্যাকেজটি সিলেক্ট করুন।
এখানে দেখতে পাচ্ছেন ৪টি প্যাকেজ রয়েছে। প্রতিটি প্যাকেজে কী কী টুলস এক্সেস দেওয়া হবে তা উল্লেখ করা হয়েছে।
আমি এখান থেকে এডভান্স প্যাকেজ টি সিলেক্ট করছি যেখানে 60 টিরও বেশী টুলস রয়েছে।
আমি এখান থেকে Purchase Now এ ক্লিক করছি।
তারপর Add To Cart এ ক্লিক করছি।
তারপর View Cart এ ক্লিক করছি।
আমি এখান থেকে Proceed To Checkout এ ক্লিক করছি
এখান থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করার পরে পেমেন্ট গেটওয় সিলেক্ট করে দিচ্ছি এবং Proceed To Checkout এ ক্লিক করছি।
এখান থেকে যে পেমেন্ট মেথড এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি।
নিচে স্ক্রিনশট দেখানো নিয়ম অনুযায়ী আপনি আপনার পেমেন্ট কমপ্লিট করতে পারেন এবং পেমেন্ট কমপ্লিট হওয়ার কিছুক্ষনের মধ্যেই আপনি একটি কনফার্মেশন মেইল পেয়ে যাবেন।
কনফার্মেশন মেইল পাওয়ার পরে আমরা ওয়েবসাইটে Login করবো এইজন্য এখান থেকে Login Now এ ক্লিক করব।
এখানে Username এবং Password দিয়ে Login এ ক্লিক করুন।
*কিভাবে টুলস গুলো এক্সেস করতে হয়*
প্রথমে আপনি যে প্যাকেজ নিয়েছেন সেই প্যাকিজটির “Access Now” তে ক্লিক করুন। এবং এখান থেকে How To Access এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে দেখানো হয়েছে কিভাবে আপনি অনলাইন টুলসে এক্সেস নেবেন।
আমি এখান থেকে Download Extension এ ক্লিক করছি। কারণ এক্সটেনশ ছাড়া টুলস এক্সেস করা যাবে না।
দেখতে পাচ্ছেন File টি Download হয়ে গেছে।
ফাইলটি আনজিপ করার পরে নিচে দেখানো স্ক্রীনশট এর মত দুইটি ফোল্ডার পাবেন।
তো এখন এই folder দুটিকে ক্রোম ব্রাউজার এ Extension হিসেবে আপলোড করতে হবে। folder দুইটি আপলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং এইখান থেকে Settings এ চলে যাচ্ছি।
এখান থেকে Extension এ ক্লিক করছি।
এখান থেকে Developer Mod অন করে নিতে হবে এবং file Manager থেকেf older দুটিকে Drag করে এখানে ছেড়ে দিতে হবে।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু Extension দুইটি Upload হয়ে গেছে।
এরপরে আমরা আবারও ড্যাশবোর্ডে ফিরে আসব এবং এখান থেকে প্রয়োজনীয় প্যাকেজটি সিলেক্ট করে নেব।
এবার এখান থেকে আপনি যে টুলসের এক্সেস নিতে চান সেটিতে ক্লিক করুন আমি এখান থেকে Canva Pro এর এক্সেস নিতে চাচ্ছি এজন্য এখানে ক্লিক করছি।
এখান থেকে Generate Access Code এ ক্লিক করছি।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু Canva Pro তে অটোমেটিক লগইন হয়ে গেছি এবং আমার একাউন্টটি Canva Pro একাউন্ট হয়ে গেছে।
অনলাইনে কাজের জন্য এসব টুলস প্রতিনিয়তই আমাদের প্রয়োজন হয়ে থাকে যে কারনে আপনাদের মাঝে আজকের এই পোষ্ট টি শেয়ার করা এই পোস্টে কোথাও কিন্তু কোন এফিলিয়েট লিংক ব্যবহার করা হয়নি।
আবেদনঃ
ভুল হলে ক্ষমা সুলভ আচরন আহব্বান রইলো সকলের নিকট। আর অবশ্যই ভুল গুলো শুধরে দেবার জন্য ফেসবুক পেজে জানাতে ভুলবেন না।সকলের নিকট সুন্দর রুচিশীল ভাষায় কমেন্ট আশা করছি।
এই টিউটোরিয়াল এর দ্বারা কেউ একটুও উপক্রিত হলে আমার কষ্ট সার্থক হবে।
পরিশেষে একটি কথা বলতে চাই আমি যতোটুকু যানি শুধু সেইটুকু আপনাদের মাঝে শেয়ার করছি যাতে এই টিউটোরিয়াল দ্বারা অন্যকে কিছু শেখাতে পারি এবং আমার ভুল গুলো ধরা পরে এবং আমি ও নতুন কিছু শিখতে পারি।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামি কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ট্রিকবিডি এর সাথে।
আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ
ধন্যবাদ সকলকে।