Site icon Trickbd.com

বেকারদের জন্য চাকরীর সুখবর ২২৩৭ পদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (lged)

প্রতিষ্ঠানঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (lged)
➤পদের নামঃ বিভিন্ন পদ
➤পদ সংখ্যাঃ ২,২৩৭ টি
➤আবেদন ফীঃ ১১২/- ও ২২৩/- টাকা
➤আবেদনের লিংকঃ http://lged.teletalk.com.bd/
➤আবেদন শুরুঃ ৪ জানুয়ারি ২০২৩
➤আবেদনের শেষ তারিখঃ  ৩১ জানুয়ারি ২০২৩

কিভাবে আবেদন করবেন
প্রথমে টেলিটক ওয়েবসাইট লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে।
তারপর এক এক করে সব কিছু ফলো করুন।নিজের ফোন বা ল্যাপটপ দিয়ে আপনি নিজেই আবেদন করতে পারবেন।

১) ফোন বা ল্যাপটপ  ২) একটা টেলিটক সিম 

নিচে দেখানো সব steps ফলো করুন 

এখান থেকে পছন্দের পদ নিবার্চন করুন 

এখানে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যান

সটিক তথ্য দিয়ে ফর্ম পুরুন করুন 

তারপর নিচে ধাপ অনুসরণ করুন

এখানে আপনার ছবি ও সাইন দিয়ে দিন এই ছবি ও সাইন সাইজ করার জন্য একটা ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন লিংক

তারপর এখান থেকে আবেদন পত্র টি ডাওনলোড করে নিন। 

সর্বশেষ যা করতে হবে আবেদন করার পর আমাদের আবেদন ফ্রি জমা দিতে হবে এই স্ক্রীনসট ফোল করে টেলিটক থেকে পেমেন্ট করে ফেলুন। ব্যস কাজ শেষ এইভাবে প্রতি নিয়ত যে কোন সরকারি বেসরকারি চাকরির আবেদন করতে পারবেন।

ধন্যবাদ সবাইকে পোস্টে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। মানুষ মাত্র ভুল করবেই।

আর যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যথাক্রমে সব কিছুর জন্য সাহায্য করবো। নিচে আমার সব তথ্য দেওয়া আছে ?লিংক

আমার এই ওয়েবসাইটে চাকরির সার্কুলার গুলা নিয়ে প্রতিদিন পোস্ট করা হয় ওয়েবসাইট টি সবাই ভিজিট করে আসবেন ওয়েবসাইট লিংক