Site icon Trickbd.com

টেলিকম অ্যাকাউন্ট নিয়ে ঘরে বসে ড্রাইভ এবং রিচার্জের ব্যাবসা করুন

আবসর বসে আছেন? টাকা উপার্জন করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না? ঠিক আছে। এই পোস্টটি পড়ুন আশা করি আপনার কাজে লাগবে।

চাইলে আপনি ঘরে বসে একটি টেলিকম অ্যাকাউন্ট নিয়ে রিচার্জ, ড্রাইভ বিক্রি করতে পারেন। এই কাজটা মূলত পাওয়ার লোড বা রিচার্জের, ঠিক যেমন টা পাড়ার দোকানের একজন সিম কোম্পানির রিটেলার আপনার মোবাইল রিচার্জ করে দেন। কিন্তু এটি অনলাইন ভিত্তিক তবে আপনি অফলাইনেও করতে পারেন।

 

টেলিকম আসলে কি?

এখানে টেলিকম একটি কোম্পানি বলতে পারেন। যারা সিম কোম্পানি বা মোবাইল অপারেটরের কাছ থেকে কম দামে প্রতিদিন ইন্টারনেট এবং মিনিট প্যাক কিনে থাকেন সিম কোম্পানির নিজেস্ব ডিলারদের মাধ্যমে। এই মিনিট এবং এমবি গুলো ওই টেলিকমের ব্যাবহারকারীরা ক্রয় করে অথবা বিক্রি করে থাকেন।

ড্রাইভ কি?

ড্রাইভ হলো অনেকগুলো মিনিট এবং এমবি অফার একসাথে বুঝাতে ব্যাবহার করা হয় । তো এই ড্রাইভ এর মধ্যে থাকে দেশের সকল সিমের এমবি এবং মিনিট অফার যেগুলো আমরা সচারাচর সিম কোম্পানির অ্যাপ থেকে ক্রয় করে থাকি। যেমনঃ মাই বাংলালিংক, মাই জিপি, মাই রবি ইত্যাদি। (৩ দিন,৭ দিন,১৫ দিন ৩০ দিনের অফার) যেগুলা রেগুলার দামের থেকে অফারের উপর ভিত্তি করে ১০-৩০০ টাকা কমিশনে (কম দামে) ক্রয় করা যায়।

এছাড়া একটি টেলিকমে আপনি Flexilod বা রিচার্জের ব্যাবসা করতে পারেন। সাধারনত একটি টেলিকম কোম্পানি নগদ,বিকাশ,উপায়,রকেট পারসোনাল নাম্বারে অ্যাড ব্যালেন্সে হাজারে ২০-২৫ টাকা কমিশন দিয়ে থাকে। নগদ,বিকাশ,উপায়,রকেট এজেন্ট নাম্বারে অ্যাড ব্যালেন্সে হাজারে ৩০-৩৫ টাকা কমিশন দিয়ে থাকে।

এই ব্যাবসা কি আমি করতে পারবো?

হ্যা, আপনি অবশ্যই পারবেন। কারন আপনার কোন টার্গেট দেওয়া হবে না যে, আপনাকে অফার বিক্রি করতেই হবে। তবে আপনি যাদি অনলাইনে অফার বিক্রি করতে চান তাহলে হয়তে প্রথমে এতটাও সহজ নয়, যদি আপনার client থাকে তাহলে আপনি সহজেই এই ব্যাবসায় সফল হতে পারবেন। মাস শেষে ভালো একটা ইনকাম করতে পারবেন । আাশা করি। (নির্দিষ্ট কোন Amount এর কথা বললাম না কারন ইনকাম সম্পূর্ন আপনার বিক্রির উপর নির্ভর করবে।)

যাদের client নাই তারা কি করবেন?

তারা প্রথম অবস্থায় আপনার বন্ধু, প্রতিবেশির কাছ থেকে শুরু করতে পারেন এমন কি নিজের জন্য অফার কিনতে একটি অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। এতে দেখা যাচ্ছে প্রতিমাসে আপনার ১০০-২০০ টাকা বেচে বেচে যাবে।

 

এবার একটি টেলিকম এবং ড্রাইভ প্যাক কেমন হতে পারে তার কিছু ছবি দেখে নেওয়া যাক।

 

 

 

 

বি.দ্র. সাধারনত একটি টেলিকম অ্যাকউন্ট খুলতে কিছু টাকা চার্জ কটা হয় (যা ফেরত যোগ্য নয়)।

 

টেলিকম কোথায় পাবেন?

Play Store এ অনেক টেলিকম অ্যাপ পাবেন। যেখান থেকে আপনি সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটি কথা মাথায় রাখবেন অনলাইনে প্রতারিত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তাই যেকোন অ্যাপে অ্যাকাউন্ট খোলার আগে Play Store এ ইউজার রেটিং দেখে নিশ্চিত হয়ে নিবেন যে অ্যাপটি আপনার সাথে প্রতারনা করবে না। অ্যাকাউন্ট খোলা বিকাশ,নগদ অ্যাকাউন্ট খোলার মতোই। অ্যাকাউন্ট খুলতে আপনার অবশ্যই জাতীয় পরিচয় পত্র লাগবে। যদি জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কোন নির্দিষ্ট টেলিকম কোম্পানির নাম বলতে পারছি না (promote পোস্ট হয়ে যাবে) তাই অন্তরিক ভাবে দুঃখিত।

তবে এই বিষয়ে কোন হেল্প অথবা আরো কিছু জানতে চাইলে টেলিগ্রামে মেসেজ দিন। সো এই ছিল আজকের টপিক যদি এই পোস্টটি আপনার ভালো লাগে এবং আপনার কোন উপকারে আসে তাহলে লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।

 

ফেসবুক আইডিঃ Facebook

টুইটার আইডিঃ Twitter 

ইনস্টাগ্রাম আইডিঃ Instagram

টেলিগ্রাম আইডিঃ  Telegram