আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান রব্বুল আ’লামিনের রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। বেশ কয়েক দিন পরে আমি আপনাদের সাথে আরেকটা নতুন আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আশাকরি আর্টিকেলটি আপনাদের উপকারেই আসবে। তো শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমার এই লেখায় যদি কোন জায়গায় ভুল যায় তবে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পারলে আমাকে কমেন্টে ভুলটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে কেউ যেন খারাপ মন্তব্য করবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক। আর্টাকেলটির টাইটেল আর থামনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি?
তো চলুন শুরু করা যাক।

২০২৩ সালে অনলাইনে ইনকাম করার কিছু সহজ উপায় নিম্নে তালিকাভুক্ত করা হলো:

1. ফ্রিল্যান্সিং: ফ্রিল্যান্সিং হলো প্রোফেশনাল দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে কাজ করার একটি প্লাটফর্ম। আপনি অনলাইনে আপনার দক্ষতা অনুযায়ী কাজ পেতে পারেন যেমন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, লেখা-সম্পাদনা, ডাটা এন্ট্রি ইত্যাদি। সাইটগুলোর মধ্যে রজিস্ট্রেশন করে আপনি কাজ পাবার সুযোগ পাচ্ছেন। উদাহরণস্বরূপ Upwork, Freelancer, Fiverr ইত্যাদি সাইটগুলি খুঁজে দেখুন।

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইনে ইনকাম করার উপায় আমরা নিম্নে তালিকাভুক্ত করলাম:

1. প্রোফেশনাল পরিচালক কাজ:
আপনি নিজের দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রফেশনাল পরিচালক কাজ করতে পারেন। উদাহরণস্বরূপ ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, লেখা-সম্পাদনা, ডাটা এন্ট্রি, অডিও/ভিডিও সম্পাদনা, প্রমোশনাল মার্কেটিং ইত্যাদি। আপনি ওয়েবসাইট বা অনলাইন ফ্রিল্যান্সিং প্লাটফর্ম ব্যবহার করে কাজ পাওয়ার চেষ্টা করতে পারেন, যেমন Upwork, Freelancer, Fiverr ইত্যাদি।

2. ট্যাস্ক অবলোপন:

কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি সহজ টাস্কগুলি করে ইনকাম করতে পারেন। উদাহরণস্বরূপ মাইক্রোউয়ার্ক, Amazon Mechanical Turk ইত্যাদি। এই প্ল্যাটফর্মগুলিতে ছোট টাস্ক সম্পাদন করতে হয় যেমন ছবি ট্যাগিং, ডাটা এন্ট্রি, লেখা সম্পাদনা, অডিও ট্রান্সক্রিপশন ইত্যাদি।

3. অনলাইন শিক্ষক হিসেবে কাজ করুন:
যদি আপনার দক্ষতা অধিক বিষয়গুলি থাকে তাহলে আপনি অনলাইনে শিক্ষক হিসেবে কাজ করতে পারেন। আপনি বিভিন্ন শিক্ষা প্লাটফর্মে রেজিস্ট্রেশন করে অনলাইনে শিক্ষার্থীদেরকে পড়াতে পারেন। যেমন Udemy, Coursera, Tutor.com ইত্যাদি।

4. লেখক হিসেবে কাজ করুন:
যদি আপনার লেখার দক্ষতা থাকে তাহলে আপনি বিভিন্ন সাইটে আর্টিকেল, ব্লগ পোস্ট, বিশেষ প্রতিবেদন, কন্টেন্ট ইত্যাদি লিখে ইনকাম করতে পারেন। আপনি সেলফ-পাবলিশিং প্লাটফর্ম ব্যবহার করেও নিজের লেখা প্রকাশ করতে পারেন। এছাড়াও, আপনি ওয়েবসাইট এবং ব্লগে প্রকাশিত কন্টেন্ট বিক্রি করতে পারেন।

এগুলি শুধুমাত্র কিছু উদাহরণ, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি বিভিন্ন কাজ পেতে পারেন। ফ্রিল্যান্সিং প্লাটফর্ম ব্যবহার করলে সঠিক প্রোফাইল তৈরি করুন, ভালো প্রতিষ্ঠানগুলির সাথে সম্পর্ক তৈরি করুন এবং প্রফেশনাল কাজের জন্য যোগ্যতা সংরক্ষণ করুন।

2. ওয়েবসাইট বা ব্লগ সৃষ্টি করুন:
আপনি একটি ওয়েবসাইট বা ব্লগ খুলে তার মাধ্যমে আয় করতে পারেন। এই সম্ভাবনার জন্য আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদান করতে পারেন, স্বয়ংক্রিয় বিক্রি করতে পারেন, আফিলিয়েট মার্কেটিং করতে পারেন এবং প্রিমিয়াম কন্টেন্ট বিক্রি করতে পারেন। আপনি বিষয় নির্বাচন করতে পারেন যা আপনার আগ্রহ এবং দক্ষতা অনুযায়ী।

3. ই-কমার্স ব্যবসা:
আপনি নিজের ওয়েবসাইট বা ই-কমার্স প্লাটফর্মে পণ্য বিক্রি করতে পারেন। আপনি নিজের নির্মিত পণ্য বা অন্যান্য মার্চেন্ডাইজ বিক্রি করতে পারেন। আপনি পণ্য নিজে তৈরি করতে পারেন বা বিভিন্ন সরবরাহকারী থেকে পণ্য সংগ্রহ করতে পারেন।

4. ই-বুক লেখা:
যদি আপনার লেখার দক্ষতা থাকে তাহলে আপনি ই-বুক লেখা করে অনলাইনে বিক্রি করতে পারেন। ই-বুক আপনাকে নতুন লেখক হিসেবে পরিচিত করতে সাহায্য করতে পারে এবং আপনি স্বাধীনভাবে আপনার লেখা প্রকাশ করতে পারেন। এছাড়া, আপনি বিভিন্ন সেলফ-পাবলিশিং প্লাটফর্ম ব্যবহার করে ই-বুক প্রকাশ করতে পারেন।


এগুলি শুধুমাত্র কিছু উদাহরণ। সত্যিকারের প্রফেশনাল ও আগ্রহী হলে এই প্ল্যাটফর্মগুলি আপনার কাছে সহজ উপায় হিসেবে কাজ করতে পারে। কোনও ব্যবসার জন্য প্রথমে সম্ভাবনা এবং প্রচেষ্টা পর্যালোচনা করুন এবং আপনার আগ্রহ এবং দক্ষতা অনুযায়ী একটি ব্যবসা নির্বাচন করুন।

আজকে এই পর্যন্তই। আশা করি আপনার কাছে আর্টিকেল টা ভালো লেগেছে। এছকড়াও আরো জানতে চাইলে এখানে ক্লিক করুণ। আর ট্রিকবিডির সাথেই থাকুন।

14 thoughts on "মোবাইল দিয়ে নতুন ভাবে ইনকাম করুন। ২০২৩ সালে।"

  1. Md Habibulla Contributor says:
    Tamim Vai Ekta Help Korben Plz
    1. MD Tamim Ahmed Contributor Post Creator says:
      বলেন ভাই, কিভাবে সাহায্য করতে পারি?
    2. Md Habibulla Contributor says:
      ভাই কিভাবে স্কিনশর্ট পোস্টে এড করবো
  2. GHÕST FF 420 Contributor says:
    Egular moddhe notun ki dekhlen?
  3. MD Shakib Hasan Author says:
    ভাই নতুন তো একটাও পাইলাম না। সবগুলো পুরাতন
    1. MD Tamim Ahmed Contributor Post Creator says:
      ভাই বিস্তারিত পড়লে মনে হয় আরো কিছু জানতে পারবেন।
  4. TrickBD Support Moderator says:
    পরবর্তীতে নীতিমালা বহির্ভূত কোয়ালিটিহীন পোস্ট করলে র্ট্রেইনার পদ বাতিল করা হবে।
  5. [email protected] Contributor says:
    কাটা ঘায়ে নুনের ছিটা দিতে চাই না,,নতুন কোনো আইডিয়া থাকলে জানাবেন,, ধন্যবাদ।
  6. Rifat Author says:
    Time waste ?
  7. MD FAYSAL Contributor says:
    এসব না করে সরাসরি ইনকাম পোস্ট করেন।।। এসব প্রায় সবাই ই জানে Trickbd সকল সদস্যদের জানাই এগুলা।।
  8. Aj Abdul Contributor says:
    আমি ক্রিপ্টোতে কাজ করে মাসে ২-৩ হাজার ইনকাম হয়, কিন্তু পোস্ট করলে এপরুভ হয়না
    1. Shanto Sarker Contributor says:
      vai. Share korben please?
  9. Pial Rahman Contributor says:
    কোনো নতুনত্ব দেখলাম না

Leave a Reply