Site icon Trickbd.com

ইন্টারনেট গ্রাহক বৃদ্ধিতে ধস

Unnamed

রাহেনূর ইসলাম স্বাধীন, আউটোর ট্রিকবিডি: দেশের ছয়টি মোবাইল ফোন
অপারেটর মিলে অক্টোবরে ইন্টারনেট
গ্রাহক বেড়েছে মাত্র ৬ লাখ। অথচ
অক্টোবরের পূর্বের ছয়মাসে এই গ্রাহক
বৃদ্ধির হার ছিল ১৫ লাখের বেশি।
অন্যদিকে সেপ্টেম্বরে
অপারেটরগুলো সিম বিক্রির গতিতেও যে
ধস লেগেছিল তা অব্যাহত আছে।
সেপ্টেম্বর মাসে অপারেটরগুলো গত দুই
বছরের মধ্যে সিম বিক্রির হিসেবে সর্বনিন্ম
অবস্থানে চলে এসেছিল। অক্টোবরে
এই ধাক্কা আরও জোরে লাগল।
অক্টোবরে ছয়টি অপারেটর মিলে নতুন
গ্রাহক পেয়েছে ৫ লাখ ৬০ লাখ। আবার
ছয়টির মধ্যে তিনটি অপারেটরই এই এক মাসে
গ্রাহক হারিয়েছে। সেপ্টেম্বর মাসে এই
সংখ্যা ছিল ৫ লাখ ৯৩ হাজার ।

আর তাতে করে অক্টোবরের শেষে
দেশে মোট অ্যাক্টিভ সিমের সংখ্যা
দাঁড়িয়েছে ১৩ কোটি ২০ লাখে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের
(বিটিআরসি) রোববার প্রকাশিত প্রতিবেদনে
এ চিত্র উঠে আসে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নিবন্ধনে
কড়াকড়িসহ কয়েকটি কারণে মোবাইল ফোন
অপারেটরগুলোর গ্রাহক বৃদ্ধিতে বড়
রকমের ধাক্কা লেগেছে।
অক্টোবরে বড় ধাক্কা খেয়েছে রবি। তারা
প্রায় এক লাখ গ্রাহক হারিয়েছে। বাংলালিংক
সেপ্টেম্বরে সব মিলে দুই লাখ ৬৪ হাজার
গ্রাহক হারায়। আর অক্টোবরে অপারেটরটি
আরো ১৬ হাজার গ্রাহক হারিয়েছে। আর
গ্রাহক কমার ক্ষেত্রে আগের ধারাবাহিকতা
ধরে রেখে গ্রাহক কমেছে
সিটিসেলেরও।
গ্রামীণফোন, এয়ারটেল এবং টেলিটকের
গ্রাহক কিছুটা বেড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, তারানা হালিম প্রতিমন্ত্রী
হিসেবে যোগ দেওয়ার পর থেকে
নিবন্ধন এবং অবৈধ টার্মিনেশন বিষয়ে নানা
কার্যক্রম হাতে নেন। তারপর থেকেই নতুন
সিম বিক্রির গতি কমে যায়।
আগে রাস্তায় অনেক সিম বিক্রি হলেও এখন
তা অনেকটাই বন্ধ। ফলে সামনের
মাসগুলোতে বিটিআরসির প্রতিবেদনে
এসবের প্রভাব বেশ ভালভাবেই পড়বে
বলে মনে করছেন তারা।