Site icon Trickbd.com

এয়ারটেল এখন এক কোটির পরিবার

Unnamed

এয়ারটেল এখন এক কোটির
পরিবার!! ঢাকা: বাংলাদেশের সবচেয়ে
দ্রুতবর্ধনশীল টেলিকম অপারেটর
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড
আজ এক কোটি গ্রাহকের কাস্টমার
বেজের মাইল ফলক পার হবার
ঘোষণা দিয়েছে। এয়ারটেল বাংলাদেশ লিমিটেড
২০১০ সালে বাংলাদেশে যাত্রা
শুরু করে। পাঁচ বছরের স্বল্প
সময়ের মধ্যে অনেক সাফল্যের
মাইলফলক স্পর্শ করার
পাশাপাশি এবার এক কোটি গ্রাহকের মাইলফলকও পাড়ি
দিল। এয়ারটেলের এমডি এবং সিইও
পিডি শর্মা মন্তব্য করেন, ‘যে
কোনো টেলিযোগাযোগ কোম্পানির
জন্যই এক কোটি গ্রাহকের
মাইলফলক একটি বহুল কাঙ্খিত
লক্ষ্য এবং এর মাধ্যমে কোম্পানির প্রতি গ্রাহকদের
আস্থা এবং বিশ্বস্ততার প্রকাশ

পাওয়া যায়। এয়ারটেল বাংলাদেশে সবচেয়ে
নবীন অপারেটর এবং প্রথম
থেকেই উদ্ভাবনী প্রোডাক্ট,
সেবা এবং প্রযুক্তির উপর
মনোযোগ দিয়ে আসছে। বর্ধনশীল এবং ডাটাভিত্তিক
ডিজিটাল সমাজকে সহায়তা
করতে এয়ারটেল বাংলাদেশ এর
থ্রিজি স্মার্টফোন নেটওয়ার্ককে
এর টুজি কাভারেজের ৫০
শতাংশেরও বেশি এলাকায় বিস্তৃত করেছে। গ্রাহকদের আরো
ভালো থ্রিজি সেবাদানের জন্য
এবং সেবাপ্রদানকে আরো
গতিশীল করার জন্য একাধিক
থ্রিজি প্যাক নিয়ে আসা হয়েছে
যা গ্রাহককে উন্নততর সেবা দিয়ে থাকে। প্রবৃদ্ধির উন্নয়ন করে এমন পণ্য
এবং সেবার মধ্যে রয়েছে
প্রথমবারের মত আজীবন মেয়াদে
এক পয়সা প্রতি সেকেন্ড কলরেট,
এয়ারটেলের মোবাইল
ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), অনলাইন এয়ারটেল
এক্সপেরিয়েন্স সেন্টার
(ওএইসি), এয়ারটেল অ্যাপ, বেছে
নিন আপনার নম্বর(চুজ ইউওর ওন
নাম্বার) এবং আরো অনেক সেবা। কমিউনিকেশন এবং প্রোমোশনে
শ্রেষ্ঠত্বের জন্য এয়ারটেল
বিগত দুই বছরেই নয়টি
সম্মানজনক কময়ার্ডস পুরষ্কার
জিতে নিয়েছে। যেকোন
কোম্পানির জন্য এটি একটি অভূতপূর্ব দৃষ্টান্ত। এছাড়াও মোবাইল
ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং
অনলাইন এয়ারটেল
এক্সপেরিয়েন্স সেন্টার(ওএইসি)
এর জন্য সম্মানজনক আন্তর্জাতিক
পুরষ্কার জিতে নিয়েছে এয়ারটেল।
Exit mobile version