Site icon Trickbd.com

জিপি তে বন্ধ করুন অপ্রয়োজনীয় SMS Service গুলো একদম ফ্রীতে।

Unnamed

প্রায়ো ই অনাকাঙ্খিত টাকা কাটার অভিযোগে Hotline এ ফোন করে Service Off করেন??? কিংবা “Stop All” লিখে ২ টাকা খরচ করে সংশ্লিষ্ট নম্বরে পাঠান ???

এসবের দিন শেষ।
এখন এক চাপে বন্ধ করুন সব SMS Service তাও আবার একদম ফ্রীতে। আপনার কোন SMS Service চালু আছে না জানলেও চলবে।
কল করুন “12116” তারপর “4” চাপুন তারপর “1” চাপুন। কলটি কেটে দিন।
বাস। কাজ শেষ।
এছারাও –
* MB Auto Renewal বন্ধ করতে “Off” লিখে পাঠিয়ে দিন ৫০০০ নম্বরে।
* Welcome Tune, Missed Call Alert, Call Block” শের্ভিচে বন্ধ করতে ফ্রী ডায়াল করুন “12116” নম্বরে এবং পরবর্তি নির্দেশনা অনুসরন করুন।
ধন্যবাদ। TrickBD.Com এর সাথেই থাকুন।