যারা জিপিতে ২ টাকায় ৮মিনিট কিনতেন,তারা ইতোমধ্যেই
বুঝতে পেরেছেন যে এটার মেয়াদ আর দুই দিন নেই,৪ ঘন্টা হয়ে গেছে।
এ ব্যপারে নিজের একটা অভিজ্ঞতা শেয়ার না করে পারছি না।গত ২রা ডিসেম্বর সকালে ২০ টাকা রিচার্জ করে ২ টাকায় ৮ মিনিট কিনি।এরপর ভার্সিটিতে ভাইভা শেষ করে ফোনে কথা বলছিলাম।প্রায় ৭/৮ মিনিট পরে কলটা কেটে গেলো। ব্যালেন্স শেষ!একটু পরে ব্যপারটা বুঝতে পারলাম।আমি ভেবেছিলাম মেয়াদ দুই দিন।আসলে মেয়াদ ছিলো ৪ ঘন্টা।যাই হোক আজকে আরো দুটো বান্ডেলের খোজ পেলাম।একটা ১০ মিনিটের এবং আরেকটা ১২ মিনিটের।দুটোরই মেয়াদ দুই দিন। চলুন বিস্তারিত দেখে নিইঃ ১০ মিনিট প্যাক। টকটাইমঃ জিপি-জিপি ১০ মিনিট। মেয়াদঃ২ দিন।মূল্যঃ ভ্যাটসহ ২.৯৭ টাকা। নিতে চাইলেঃ *৫০০০*৭০# ডায়াল করুন। ব্যালেন্স দেখতেঃ*৫৬৬*২২# ডায়াল করুন। ১২ মিনিট প্যাক।টকটাইমঃ জিপি-জিপি ১২ মিনিট। মেয়াদঃ২ দিন। মূল্যঃ ভ্যাটসহ ৩.৫৪ টাকা। নিতে চাইলেঃ *৫০০০*১৩৮# ডায়াল করুন। ব্যালেন্স দেখতেঃ*৫৬৬*২২# ডায়াল করুন। হিসাবে দেখা যাচ্ছে ১০ মিনিটের প্যাকের চেয়ে ১২ মিনিটের প্যাকটি বেশী সাশ্রয়ী।তাই আপনার বেশী কথা বলার দরকার হলে ১২ মিনিটের প্যাকটি নিতে পারেন।
====>>>>>=======================================
my site TipsaLL24.Com