Site icon Trickbd.com

সময় থাকতে জিপি ফ্লেক্সি প্লান থেকে কম রেটে নেট কিনে ফায়দা লুটুন! না জানি কবে বন্ধ করে দেয়!

Unnamed

বর্তমানে জিপিতে কম রেটে নেট প্যাক দিচ্ছে।

কিন্তু কথা আছে!

১ জিবির মেয়াদ ১৪ দিন মাত্র যা আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেননা। এটা মেইন ডাটা ব্যালেন্সে যাবেনা। এটা বোনাস ব্যালেন্সে যায়।

আবার দাম ১৫০ টাকা+ভ্যাট= ১৭৭ টাকা।

তার মানে আপনি ১৪ দিন মেয়াদে ১৭৭ টাকায় ১ জিবি পাবেন যা ১৪ দিন পরে আর এড করে চালাতে পারবেননা!

কিন্তু ফ্লেক্সি প্ল্যান থেকে ১ জিবি পাবেন ২০১ টাকায় ভ্যাট সহ, ২৫০ টাকায় ২ জিবি, ৫ জিবি ৪৬০ টাকায় ৮ জিবি ৬১১ টাকায় যেগুলো সবই ভ্যাট সহ রেট।

আর এগুলোর মেয়াদ বাড়াতেও পারবেন ইচ্ছা মত।

মেইন ট্রিক্স টা হলোঃ

ফ্লেক্সিপ্লানে ১০০ মিনিট, (জিপি টু জিপি), ০ এসেমেস আর ১ জিবি বা দুই জিবি ১ দিন মেয়াদ দিয়ে কিনবেন।

তাহলেই সবচেয়ে কম রেটের কম্বিনেশন পাবেন। তবে ৫০০ অথবা ২৫০ এম্বির বেলায় কম্বিনেশন আলাদা। নিজেই করে দেখুন।

এরপর ৪ এম্বি ৩০ দিন মেয়াদে কিনুন।

ব্যাস হয়েগেলো আপনার ৩০ দিন মেয়াদ।

এভাবে ১০০ মিনিট, ০ এসেমেস আর ডাটা ১ দিন মেয়াদে কিনে পরে ৪ এম্বি ৩০ দিন মেয়াদ্য কিনলেই হয়ে গেল।

এভাবে ১ জিবি পাবেন ২০১ টাকায়, ২ জিবি ২৫০ টাকায়, ৫ জিবি ৪৬০ টাকায়, ৮ জিবি ৬১১ টাকায় যেগুলোর মেয়াদ আনলিমিটেড।

মানে প্রয়োজন মত পরে এড করে করে চালাতে পারবেন ফ্লেক্সিপ্লান থেকে।

তাহলে ১ জিবি ১৭৭ টাকায় ১৪ দিনের জন্য না কিনে ১ জিবি ২০১ টাকায় আনলিমিটেড মেয়াদে কেনা কি লাভজনক নয়?

২ জিবি ২৫০ টাকায় আনলিমিটেড মেয়াদে কেনা কি লাভজনক নয়?

৫ জিবি ৪৬০ টাকায় আনলিমিটেড মেয়াদে কেনা কি লাভজনক নয়?

আর ফ্লেক্সি প্লান আপনার ফোনের ইউসি ব্রাউজার দিয়ে খুব সুন্দর করেই চালাতে পারবেন মোবাইল ভার্শনে।

তবে বোনাস মিনিট এড হবেনা। এখানে মিনিট নিচ্ছি শুধু টোটাল কস্ট কমানর জন্য।

মিনিট না নিলে আবার ডাটার দাম কম্বিনেশনে বেশি পড়ে যায়।

আমার সাইট, চাইলে ঘুরে আসতে পারেন।