শুরু করলাম নতুন পর্ব.
জিপি ট্যাব দিয়েছে কিন্তুু ব্যাবহারের সুযোগ নাই বললেই চলে, যেমন ঘোড়া দিছে কিন্তুু চাবুক দেই নি, আল্লাহর রহমতে সেই প্রাইভেসি ভাঙ্গার টিপস্ তৈরি করেছি তা গত পর্বে পোস্ট করেছিলাম
গত পর্ব [part-1] যারা দেখেন নি তারা দেখে নিন
l গ্রামীনফোনে ব্যায়োমাটিক পদ্ধতিতে সিম রেজিষ্টেশনের জন্য প্রায় দোকানে গ্রামীন ফোন থেকে ফ্রি ট্যাব দেওয়া হয়েছে ,কিন্তু সেখানে জিপির অ্যাপ ছাড়া কোন কিছু ব্যাবহার করা যাচ্ছে না .সমাধান নিনl
বর্তমানে গ্রামীনফোনের শর্ত ঠিক রেখে ব্যাবহার ঠিক করা যাচ্ছে, কিন্তু ইন্টারনেট ব্যাবহারের ক্ষেেএ শর্ত ঠিক রাখা যাচ্ছে না
ইন্টারনেট ব্যাবহারের জন্য মেগাবাইট কাটে ট্যাবের সিম থেকে , অল্পকিছু দিনেই ২ জিবি শেষ হয়ে যাবে , তখন আর লোড করতে ও পারবেন না এবং সিম রেজিস্টেশন ও করতে পারবেন না এবং ট্যাবের মালিকানা হারাবেন শর্ত অনুযায়ী
তাই আমাদের ইন্টারনেট ব্যাবহারের জন্য ট্যাবে wifi এর সাহায্যে নেট ব্যাবহার করতে হবে,এর জন্য দরকার হবে ,android ফোন যাতে নেট কানেকশন on করে hotspot on করতে হবে .
ডাউনলোড লিংক:
ফোনের hotspot on করে এইটা ওপেন করে
Update এ ক্লিক করে কানেক্ট করে.ধুমছে ব্যাবহার করুন নেট ,কারন আপনার ট্যাবে মেগাবাইট কাটবে না, কাটবে ফোনের সিমে.
আর একটি কথা ট্যাবে ডাটা কানেকশন on করবেন না,
সমস্যা হলে যোগাযোগ করবেন
ফেসবুক পেজে লাইক দিন নিয়মিত আপডেট দিই
ফেসবুক পেজে লাইক দিন. I
ধন্যবাদ