যদি কোনো প্রিপেইড গ্রাহক (GPPP এবং VP ব্যতীত) Maximus Vjoy Plus মাত্র ২,৭৯০ টাকায় টাকায় ক্রয় করে ‘M’ লিখে 5050 নম্বরে পাঠিয়ে সফলভাবে ট্যাগ করেন তবে নিম্নের টেবিল অনুযায়ী রিচার্জ বেইজড ভয়েস এবং ডাটা বোনাস উপভোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হবার পর গ্রাহক নটিফিকেশন SMS পাবেন
শর্তাবলি:
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে বোনাস পেতে গ্রাহককে অবশ্যই উল্লিখিত অ্যামাউন্ট রিচার্জ করতে হবে।
ক্যাম্পেইন চলাকালীন গ্রাহক সর্বোচ্চ ১০ বার রিচার্জ বোনাস উপভোগ করতে পারবেন।
গ্রাহক *566*29#ডায়াল করে কতোবার অফারটি গ্রহণ করেছেন তা জানতে পারবেন।
বোনাস অ্যামাউন্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে শুধুমাত্র জিপি-জিপি কলে ব্যবহার করা যাবে (FnF, সুপার FnF এবং ৬০ পয়সার নিচের কল ব্যতীত)।
বোনাস ডাটা ব্যবহার করা যাবে রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্তউল্লিখিত রিচার্জ অ্যামাউন্ট রিচার্জ করার সাথে সাথে রিচার্জ বোনাস পাওয়া যাবে।
বোনাস ডাটা বিতরণের পর SMS-এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেয়া হবে।
ভয়েস বোনাস অ্যামাউন্ট চেক করতে ডায়াল *566*9#এবং ডাটা ভলিউম ও মেয়াদ চেক করতে ডায়াল*566*33#
অন্যান্য ট্যারিফ, পালস ইত্যাদির ফিচার প্রোডাক্ট অনুযায়ী ঠিক থাকবেমেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম শেষ হলে, গ্রাহক টাকা ০.০১/10KB হারে চার্জ (সম্পূরক শুল্ক এবং ভ্যাট ব্যতীত) প্রযোজ্য হবে এবং সর্বোচ্চ 200MB পর্যন্ত ডাটা ব্যবহার করতে পারবেন।
গ্রাহক নির্দিষ্ট হ্যান্ডসেটের নির্দিষ্ট সার্ভিস সেন্টার থেকে বিক্রয়োত্তর সেবা গ্রহণ করতে পারবেন৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।