Site icon Trickbd.com

[BL] বাংলালিংকে দিচ্ছে বিনামূল্যে সরকারি ওয়েব সাইট ব্রাউজের

Unnamed

বিসমিল্লাহির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন ।

এখন থেকে বাংলালিংকের গ্রাহকরা কোনো ইন্টারনেট খরচ
ছাড়াই বিনামূল্যে সরকারি পোর্টাল জাতীয় তথ্য বাতায়ন
ব্রাউজ করতে পারবেন। এজন্য আজ বুধবার প্রধানমন্ত্রীর
কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের
সঙ্গে বাংলালিংকের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।

চুক্তি মতে, বাংলালিংকের গ্রাহকরা গ্রাহকরা বিনামূল্যে
সরকারি পোর্টাল জাতীয় তথ্য বাতায়ন
(www.bangladesh.gov.bd) এবং এর অন্তর্গত ৬১টি

মন্ত্রণালয়/বিভাগ, ৩৫১টি অধিদপ্তর, ৮টি বিভাগ, ৬৪টি
জেলা, ৪৮৯ টি উপজেলা, ৪৫৫০ টি ইউনিয়নসহ ৪৫ হাজারেরর
ও বেশি সরকারি অফিসের ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন।

এটুআইর পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রকল্প
পরিচালক এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক
(প্রশাসন) কবির বিন আনোয়ার। বাংলালিংকের পক্ষে
স্বাক্ষর করেন চিফ কর্মাশিয়াল অফিসার শিহাব আহমেদ।

এসময় এটুআই এবং বাংলালিংকের উর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।। আমার জন্য দোয়া
করবেন যাতে আরও সুন্দর সুন্দর টিউন উপহার দিতে পারি
আশা করি আপনাদের ভালো লেগেছে,ভালো লাগলে কমেন্ট
করে আপনার মতামত জানতে ভুলবেন না। কেননা একটি

ভালো মতামত আরো একটি ভালো পোস্ট করার অনূপ্রেরণা


দেয়। আর ফেসবুকে শেয়ার করবেন,নিজে জানুন এবং অন্যকে

জানাতে সাহায্য করুন। নিয়মিত ফেসবুকে পোস্ট পেতে


আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে এক্টিব থাকুন।

Facebook A Ami
_________________________________________________________
আরো ভাল টিপ্স পেতে ভিজিট করেন TipsaLL24.Com

Exit mobile version