Site icon Trickbd.com

মোবাইল কম্পানিরা mbps আর MBPS এর ফঁাদে ফেলে ধোকা দিচ্ছে আমাদের!

Unnamed

আমরা অনেকেই জানিনা আসলে মোবাইল কম্পানি গুলো আমাদের সরলতার সুযোগ নিয়ে কিভাবে ফাঁদে ফেলছে । আজ লিখছিmbps আর MBPS এর মধ্যে পার্থক্য নিয়ে। কম্পানিরা বলে যে এক এম্বিপিএস স্পিডে ডেটা ব্যাবহারের সুযোগ দেয়া হয় কিন্তু আসলে ওরা সত্তিকারের এক এম্বিপিএস ভাগ করছে আট জনেরও অধিকব্যাবহার কারিকে, কিন্তু উচ্চগতিরর কথা বলে দাম ঠিকি নিচ্ছে।আজ আপনাদের এটাপরিষ্কার করেদেওয়ার জন্য লিখছি।নিচের সমিকরন দেখুনঃmbps মানে mega bit per second।যেহেতু ৮ বিটে ১ বাইট আর ১০২৪ বাইটে ১কিলোবাইট সেহেতু 1 mbps মানে 1024/8= 128কিলোবাইট।আর MBPS মানে 1 Mega Byte Per Second।বা, 1024*8 per second. তার মানে কি পরিমান গতি হত বুঝেন।।খুব কম সময়-ই আমাদের দেশে 1 MBPS স্পিড পাওয়া যায়।আমি একবার রবিতে 1 MBPS পেয়েছিলামঅর্থাৎ 8 mbps পর্যন্ত speed পেয়েছিলাম।আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নাবুঝলেকমেন্ট করতে পারেন।

Amraito.com