Site icon Trickbd.com

☞ গ্রামীণফোন বন্ধ সিমে ২৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট অফার

Unnamed

বিসমিল্লাহির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন ।____________________________________________________

গ্রামীণফোন নিয়ে এলো নতুন বন্ধ সিমের অফার, যা ১৮ নভেম্বর ২০১৫ থেকে উপভোগ করা যাবে। এই ক্যাম্পেইনটি শুধুমাত্র গ্রামীণফোন প্রিপেইড গ্রাহক (ERS এবং BPO সিম বাদে), যারা ৯ অক্টোবর ২০১৫এর আগে থেকে সংযোগ ব্যবহার করছেন না, তাদের জন্যে প্রযোজ্য।

অফারের শর্তাবলী
• এই ক্যাম্পেইনটি ১৮ নভেম্বর’১৫ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে

গ্রামীণফোন বন্ধ সিমের অফার, গ্রামীণফোন বন্ধ সিমে ২৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট অফার!

• আপনি অফারটির যোগ্য কিনা চেক করতে “Nov 017XXXXXXX” লিখে পাঠিয়ে দিন 9999 নম্বরে

• রেজিস্ট্রেশনবিহীন গ্রাহকগণ যারা ৮ নভেম্বর’১৩ থেকে তাদের সংযোগটি ব্যবহার করছেন না তারা এই অফারের অযোগ্য বিবেচিত হবেন

• আধা পয়সা/সেকেন্ড কল রেট যেকোনো জিপি নম্বরে রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রযোজ্য

• ১পয়সা/সেকেন্ড কল রেট অন্য যেকোনো লোকাল নম্বরে ২৪ ঘণ্টা প্রযোজ্য

• বিকাল ৫টার পর (রাত ১১:৫৯ পর্যন্ত) জিপি-জিপি কলে ১পয়সা/সেকেন্ড চার্জ করা হবে

• এছাড়াও আছে ২টি GP-GP MMS ৩ দিনের মেয়াদে (পাওয়ার দিন সহ), MMS ব্যালেন্স দেখতে ডায়াল *566*14#

• সকল উপযুক্ত গ্রাহকগণ কোন অপ্ট-ইন ছাড়াই অফারটি পাবেন (শুধু ২৯ টাকা রিচার্জ করতে হবে)

• রিচার্জের দিন সহ লোয়ার ট্যারিফের মেয়াদ ৩০ দিন, ক্যাম্পেইন চলাকালীন অফারটি একাধিকবার নেয়া যাবে। একাধিক রিচার্জের ক্ষেত্রে অধিকতর মেয়াদ প্রযোজ্য হবে

• এই অফার চলাকালীন স্পেশাল ট্যারিফ আধা পয়সা/সেকেন্ড এবং ১পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা) কল রেট যেকোনো লোকাল নম্বরে রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার FnF, FnF এবং রিচার্জ বেজ্ড লোয়ার ট্যারিফ যেমন (১পয়সা অফার, ৭পয়সা অফার) এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। মাই জোন ডিসকাউন্ট প্রযোজ্য হবে না।

• স্পেশাল ট্যারিফে বান্ডেল মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স প্রযোজ্য নয়। বান্ডেল মিনিট, বোনাস মিনিট, বোনাস
অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স প্রথমে খরচ হবে।

• সকল চার্জে ৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।


________________________________________________________
ফেসবুকে শেয়ার করবেন,নিজে জানুন এবং অন্যকে.জানাতে সাহায্য করুন।

নিয়মিত ফেসবুকে পোস্ট পেতে


আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে এক্টিব থাকুন।

Facebook A Ami
_________________________________________________________
লেখাটি ১ম প্রকাশিত হয় – TipsaLL24.com এ। পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আমার সাইটটি ভিজিট করবেন