‘চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বায়োমেট্টিক পদ্ধতিতে পুনর্নিবন্ধন না করলে মোবাইলের সিমকার্ড বন্ধ করে দেওয়া হবে।’
সোমবার সচিবালয়ে নিজ অফিসে ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম সাংবাদিদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘৩০ এপ্রিল বায়োমেট্টিক পদ্ধতিতে পুনর্নিবন্ধনের শেষ সময়সীমা। এ সময়ের মধ্যে নিবন্ধন শেষ করা না হলে সিমকার্ড বন্ধ করে দেওয়া হবে। তবে পরবর্তীতে রি-রেজিস্ট্রেশন করলে তা আবারো চালু করে দেওয়া হবে।’
জনসাধারণের সুবিধার্থে দেশের ডাকঘরে বায়োমেট্টিক পদ্ধতি চালু করা হয়েছে- জানিয়ে তারানা হালিম বলেন, দেশে ৯ হাজারেরও বেশি ডাকঘর রয়েছে। এসব ডাকঘরে বায়োমেট্টিক পদ্ধতি চালু করে জনগণের সিমকার্ড ভেরিফিকেশনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে ডাকঘরে কাজ শুরু হয়েছে।’
গত বছরের ১৬ ডিসেম্বর থেকে সারা দেশে ছয়টি মোবাইল অপারেটর গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে সিম/রিম নিবন্ধন ও তথ্য যাচাই শুরু করে।