অফারটি পেতে এবং ডাটা ক্রয় করতে গ্রাহককে
এসএমএস-এর মাধ্যমে জিপি সংযোগসহ তার মডেম ট্যাগ
করতে হবে।
রেজিস্টার করার পর গ্রাহক ২ মাসে সর্বোচ্চ ১০বার ১৫০
টাকায় ৭ দিনের মেয়াদ সহ ১জিবি ডাটা ক্রয় করতে
পারবেন।
ট্যাগ করতে গ্রাহককে “tag” লিখে 5050 নম্বরে পাঠাতে
হবে।
ডাটা অফার (১৫০ টাকায় ১জিবি) পেতে, “buy” লিখে
5050 নম্বরে পাঠাতে হবে।
একই গ্রাহক একাধিকবার ট্যাগিং করলে প্রথম ভ্যালিড
ট্যাগিং বিবেচনায় এনে ক্যাম্পেইনের সুবিধাসমূহ
গ্রাহক কতবার অফারটি উপভোগ করেছেন, জানতে
“Check buy” লিখে 5050 নম্বরে পাঠাতে হবে।
*121*1*2# ডায়াল করে প্রিপেইড এবং পোস্টপেইড
গ্রাহকগণ ক্রয়কৃত ডাটা ব্যালেন্স চেক করতে পারবেন।
মেয়াদ থাকা অবস্থায় ভলিউম কোটা শেষ হওয়ার পর
থেকে প্রতি ১০ কিলোবাইট-এর জন্য ২০০ টাকা পর্যন্ত
০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য।
এই ইন্টারনেট অফারটি বন্ধ করতে “STOP” লিখে 5000
নম্বরে এসএমএস করতে হবে (ফ্রি)।
১০ম ব্যবহারের পর অফারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে
যাবে এবং পুনরায় চালু করার জন্য গ্রাহকের পরবর্তী
যেকোনো প্রচেষ্টা একটি এসএমএস পাঠিয়ে বাতিল করা
হবে।
অটো-রিনিউয়াল প্রযোজ্য নয়।
বিস্তারিত জানতে কল করুন ১২১ নম্বরে।
সকল চার্জে ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ
১% সারচার্জ প্রযোজ্য
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন
PostMela.Com