Site icon Trickbd.com

‘পহেলা মে থেকে ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে অনিবন্ধিত সিম’

Unnamed

সরকারের
নির্দেশনা অনুযায়ী ৩০ এপ্রিলের
মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে
সিম নিবন্ধন না করলে ১ মে
থেকে ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে
বলে জানিয়েছেন ডাক ও
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
তারানা হালিম। এরপরে খুব অল্প
সময়ের মধ্যেই অনিবন্ধিত সিমগুলো
একদম বন্ধ হয়ে যাবে।
রোববার জাতীয় প্রেসক্লাবে
টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান
এয়ারটেলের, বায়োমেট্রিক সিম
পুনঃনিবন্ধনের সচেতনতা
বাড়াতে আয়োজিত এক
শোভাযাত্রা শুরুর আগে তিনি এ
কথা জানান।
আজ রবিবার সকালে জাতীয়
প্রেসক্লাবে ‌এয়ারটেলের সিম
নিবন্ধন সচেতনতা র্যালিতে
প্রতিমন্ত্রী এ কথা বলেন।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে
তারানা হালিম বলেন, জনগণের

উপকার ও হয়রানি বন্ধ রোধেই এই
পদ্ধতি। দেশব্যাপী ব্যাপক
জনপ্রিয়তা বাড়ছে সিম
পুনঃনিবন্ধনে। বর্তমানে দেশে
সব মিলিয়ে আমাদের প্রায় ১৩
কোটির উপরে সিম হোল্ডার
রয়েছে। ইতোমধ্যেই নিবন্ধন সাত
কোটি ছাড়িয়ে গেছে। এ ধারা
অব্যাহত থাকলে নির্ধারিত
সমেয়ের মধ্যেই লক্ষে পৌঁছানো
সম্ভব হবে বলেও আশা করেন
প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আমরা এমনও
দেখেছি একটা এনআইডি’র
বিপরীতে ২৫ হাজার সিম
পুনঃনিবন্ধন হয়েছে। এই অনিয়ম দূর
করার জন্যই নিজে এসে সিম
নিবন্ধন করতে হবে। এতে আর কেউ
একটি এনআইডি দিয়ে ২৫ হাজার
সিম নিবন্ধন করতে পারবে না।
তারানা হালিম বলেন, আমরা
জানি এ কার্যক্রমের কারণে
কিছুসংখ্যক সিম ঝরে পড়বে। আমরা
শুরু থেকে যে কথা বলে আসছি,
এখনো সে অবস্থানেই অনড় আছি।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস
করি, এ কার্যক্রম সফলভাবে শেষ
হলে অবৈধ ভিএআইপিসহ সব ধরনের
সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে
জড়িতরা সহজেই ঝরে পড়বে।
এসময় আরও উপস্থিত ছিলেন ডাক ও
টেলিযোগাযোগ সচিব ফয়েজুর
রহমান চৌধুরী, বিটিআরসি’র
চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ,
এয়ারটেল-এর সিইও পিডি শর্মা,
এয়ারটেলের চিফ সার্ভিস
অফিসার রুবাবা দৌলা, সাবেক
ছাত্রলীগ নেতা জয়দেব নন্দী
প্রমূখ।

ভালো থাকুন সুস্থ থাকুন । আর নতুন কিছু
পেতে FesTalBD.Com এর সাইটি ১বার
ঘুরে আসুন পিল্জ !ফেসবুকে আমি।