Site icon Trickbd.com

জিপি প্রিপেইড থেকে যেভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয়

Unnamed

>>> জিপি প্রিপেইড থেকে যেভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় <<<

জিপিতে ব্যালেন্স ট্রান্সফার এই
সার্ভিসটি ব্যবহার করতে হলে
আপনাকে প্রথমে…

Grameenphone এর Balance Transfer Service এ রেজিস্ট্রেশন করতে হবে।

১/ কিভাবে রেজিষ্ট্রেশন করবেন
প্রথমে আপনার মোবাইল এর
মেসেজ অপশনে গিয়ে REGI টাইপ করে তা 1000 পাঠিয়ে দিন।

একটু ধৈর্য্য ধরুন। এবার আপনি একটি Balance Transfer এর PIN Code (পাসওয়ার্ড) কনফারমেশন মেসেজ পাবেন।

২/ কিভাবে Balance

Transfer করবেন আপনার
মোবাইলের Massage Option এ গিয়ে Type করুন BTR PIN Code Mobile No Amount তারপর Send করুন 1000 নাম্বারে।

BTR PIN Mobile No
Amount তারপর Send করুন 1000 নাম্বারে।

উদাহারন: BTR 1234
01700000000 50 তারপর Sendকরুন 1000 নাম্বারে।

বি: দ্র: খেয়াল রাখবেন আপনার এই পিন কোডটি যেন অন্য কেউ না জানে।

Note: এই সিস্টেমটির মাধ্যমে 50 অথবা 100 টাকা করে ট্রানাস্ফার করতে পারবেন।

কম বেশি হলে টাকা যাবেনা কিন্তু।

বি: দ্র: খেয়াল রাখবেন আপনার এই পিন কোডটি যেন অন্য কেউ না জানে।

জানলে সে আপনার অজান্তে আপনার একাউন্ট হতে টাকা সরিয়ে নিতে পারবে।

তাই সকলের প্রয়োজনে কিছুদিন পরপর এটি পরিবর্তন করা।
নিচে পিন কোড পরিবর্তনের নিয়ম দেয়া হল।

Process of PIN Code

Change: Type CPIN (space) OLDPIN (space) NEWPIN (space) NEWPIN. Send
1000 কাজ শেষ।

সবাইকে ধন্যবাদ

~আতিক