Site icon Trickbd.com

সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করার পদ্ধতি জেনে নিন। Must See

Unnamed

**সিম নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করার পদ্ধতিঃ

১) গ্রামীণফোন নিবন্ধন যাচাইঃ
Message option গিয়ে reg লিখে 4949 এ send করুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।

২) বাংললিংক নিবন্ধন যাচাইঃ
বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন।

৩) রবি নিবন্ধন যাচাইঃ
*643# লিখে কল বাটন চাপুন। একটি ক্ষুদে বার্তা আসবে, অনুসরণ করুন 1 লিখে send করুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।

৪) এয়ারটেল নিবন্ধন যাচাইঃ
*121*444# লিখে কল বাটন চাপুন। ফিরতি ক্ষুদে বার্তায় কী লিখা পড়ুন।

ফেইসবুক ফটো ভেরিফিকেশন সমস্যার সমাধান পেতে এখানে ক্লিক করুন
ফেইসবুকে আমি