আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিমনিবন্ধন কার্যক্রমের সময়সীমা বাড়তে পারেবৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে জানাগেছেডাক ও টেলিযোগাযোগ সূত্রে জানাযায়, সিম নিবন্ধনের সময়সীমা বাড়াতেঅপারেটরদের আবেদনের চেয়েও গুরুত্বপূর্ণহল জনগণ কী চায়জনগণ যদি মনে করে আরও সময়ের প্রয়োজন,তাহলে সরকার সেটি অবশ্যই বিবেচনা করেদেখবেএ বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট সবপক্ষকে নিয়ে আগামীকাল বৈঠকে বসার কথারয়েছেবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের(বিটিআরসি) পরিসংখ্যান অনুযায়ী, ২৪ এপ্রিল পর্যন্তমোট ৭ কোটি ৩৩ লাখ সিম সফলভাবে নিবন্ধিতহয়েছেআর এ সময়ে আঙুলের ছাপ ও তথ্য নামেলায় এক কোটির বেশি সিমের নিবন্ধন সফলহয়নিবর্তমানে দেশে চালু থাকা মোট সিমেরসংখ্যা ১৩ কোটি ৮ লাখসে হিসেবে মোটসিমের ৫৬ শতাংশ নিবন্ধিত হয়েছেবিটিআরসিরপরিসংখ্যান অনুযায়ী, ৬২ লাখ ৮০ হাজার গ্রাহকেরআঙুলের ছাপ না মেলায় সিম নিবন্ধন সফল হয়নিপরিচয়পত্র পাওয়া না যাওয়ায় মেলেনি আরও ৩৪ লাখ৯০ হাজার সিমের তথ্যএ ছাড়া সার্ভারে ত্রুটির কারণে ৩ লাখ ৯০ হাজার এবংঅন্যান্য কারণে আরও ৪ লাখ ৩০ হাজার সিমেরনিবন্ধন সফল হয়নিমুঠোফোন অপারেটরদেরসংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকমঅপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিবটিআইএম নুরুল কবীর বলেন, সিম নিবন্ধনে গ্রাহকও অপারেটরদের আগ্রহের কোনো অভাবনেইতবে যে সময় এখন বাকি আছে, তাতে সবসিমের নিবন্ধন শেষ করা সম্ভব নয়তাই সকলগ্রাহকদের সিম নিবন্ধ করতে হলে ও গ্রহকদেরকথা মাথায় রেখে এসময় বাড়াতে হবে বলেমনে করেন কয়েক জন কর্মকর্তা
♦♦♦♦Visit My Site .. ♦♦♦