Site icon Trickbd.com

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন নিশ্চিত হয়েছে কিনা – যাচাই করুন বিনা মূল্যে

Unnamed


ইতিমধ্যে বাংলাদেশ সরকার বায়োমেট্রিক পদ্ধতিতে
মোবাইল সিম নিবন্ধন বাধ্যতামূলক করেছেন। আগামী
৩১ই মে, ২০১৬ পর্যন্ত সিম নিবন্ধন এর সময় সীমা
নির্ধারণ করা হয়েছে। কেউ কষ্ট করে যাচ্ছেন
কাস্টমার-কেয়ার এ আবার কেউবা পথেঘাটে ছুটছেন
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে। কিন্তু এ
নিবন্ধন কি শতভাগ কার্যকর হচ্ছে ? প্রশ্ন তো মনে
আসতেই পারে। হ্যাঁ, অনেকের মনের এই সন্দেহ এখন
চাইলেই অতি সহজে পরিষ্কার করে নেয়া সম্ভব ।
বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম
নিবন্ধন নিশ্চিত হয়েছে কিনা – যাচাই
করুন বিনা মূল্যে
 দেশজুড়ে  Publ. 01, 05, 2016 17:26
যে কেউ ইচ্ছে করলেই এখন বিনা খরচে সিম
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন হয়েছে কিনা
যাচাই করতে পারবেন ।

আপনার সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত
হয়েছে কিনা যাচাই করতে নিম্নের প্রক্রিয়া অনুসরণ
করুন-
# গ্রামীণফোন নিবন্ধন যাচাই :
মোবাইল এর মেসেজ অপশন এ গিয়ে লিখুন reg এবং
পাঠিয়ে দিন 4949 নম্বর এ ।
আপনার সিম নিবন্ধন কনফার্ম হলে টেক্সট আসবে “ইউ
আর রেজিস্টার্ড” ।
# বাংলালিংক নিবন্ধন যাচাই:
বাংলালিংকের গ্রাহকেরা *১৬০০*১# ডায়াল করে
নিবন্ধন যাচাই করতে পারেন।
আপনার নিবন্ধন যদি সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে
তবে মেসেজে আসবে : “ইওর কানেকশন হ্যাভ অলরেডি
বিন বায়োমেট্রিক রি-ভেরিফাইড অন (তারিখ)।
থ্যাঙ্ক ইউ ফর ইউজিং বাংলালিংক ।
# এয়ারটেল নিবন্ধন যাচাই:
*১২১*৪৪৪৪# লিখে ডায়াল করুন ।
আপনার সিম নিবন্ধিত হলে আপনার মোবাইলে
মেসেজ আসবেঃ “প্রিয় গ্রাহক নম্বরটি বায়োমেট্রিক
পদ্ধতিতে রি-রেজিস্টার্ড হয়েছে এবং সাথে আপনার
মোবাইল নম্বর ও ভোটার আইডি নম্বর আসবে ।“
নিজেই জানতে পারবেন আপনার সিম বায়োমেট্রিকে
নিবন্ধিত কিনা ।
# টেলিটক নিবন্ধন যাচাই:
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি
Q লিখে ১৬০০ নাম্বারে পাঠান ।
সাথে সাথেই কনফার্মেশন মেসেজ আসবে এবং আপনি
জানতে পারবেন সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে
নিবন্ধিত হয়েছে ।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com

ফেসবুকে আমি