ইতিমধ্যে বাংলাদেশ সরকার বায়োমেট্রিক পদ্ধতিতে
মোবাইল সিম নিবন্ধন বাধ্যতামূলক করেছেন। আগামী
৩১ই মে, ২০১৬ পর্যন্ত সিম নিবন্ধন এর সময় সীমা
নির্ধারণ করা হয়েছে। কেউ কষ্ট করে যাচ্ছেন
কাস্টমার-কেয়ার এ আবার কেউবা পথেঘাটে ছুটছেন
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে। কিন্তু এ
নিবন্ধন কি শতভাগ কার্যকর হচ্ছে ? প্রশ্ন তো মনে
আসতেই পারে। হ্যাঁ, অনেকের মনের এই সন্দেহ এখন
চাইলেই অতি সহজে পরিষ্কার করে নেয়া সম্ভব ।
বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম
নিবন্ধন নিশ্চিত হয়েছে কিনা – যাচাই
করুন বিনা মূল্যে
দেশজুড়ে Publ. 01, 05, 2016 17:26
যে কেউ ইচ্ছে করলেই এখন বিনা খরচে সিম
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন হয়েছে কিনা
যাচাই করতে পারবেন ।
হয়েছে কিনা যাচাই করতে নিম্নের প্রক্রিয়া অনুসরণ
করুন-
# গ্রামীণফোন নিবন্ধন যাচাই :
মোবাইল এর মেসেজ অপশন এ গিয়ে লিখুন reg এবং
পাঠিয়ে দিন 4949 নম্বর এ ।
আপনার সিম নিবন্ধন কনফার্ম হলে টেক্সট আসবে “ইউ
আর রেজিস্টার্ড” ।
# বাংলালিংক নিবন্ধন যাচাই:
বাংলালিংকের গ্রাহকেরা *১৬০০*১# ডায়াল করে
নিবন্ধন যাচাই করতে পারেন।
আপনার নিবন্ধন যদি সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে
তবে মেসেজে আসবে : “ইওর কানেকশন হ্যাভ অলরেডি
বিন বায়োমেট্রিক রি-ভেরিফাইড অন (তারিখ)।
থ্যাঙ্ক ইউ ফর ইউজিং বাংলালিংক ।
# এয়ারটেল নিবন্ধন যাচাই:
*১২১*৪৪৪৪# লিখে ডায়াল করুন ।
আপনার সিম নিবন্ধিত হলে আপনার মোবাইলে
মেসেজ আসবেঃ “প্রিয় গ্রাহক নম্বরটি বায়োমেট্রিক
পদ্ধতিতে রি-রেজিস্টার্ড হয়েছে এবং সাথে আপনার
মোবাইল নম্বর ও ভোটার আইডি নম্বর আসবে ।“
নিবন্ধিত কিনা ।
# টেলিটক নিবন্ধন যাচাই:
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি
Q লিখে ১৬০০ নাম্বারে পাঠান ।
সাথে সাথেই কনফার্মেশন মেসেজ আসবে এবং আপনি
জানতে পারবেন সিমটি বায়োমেট্রিক পদ্ধতিতে
নিবন্ধিত হয়েছে ।
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com