Site icon Trickbd.com

বন্ধ হওয়া সিম আবার কিনতে পারবেন গ্রাহক। Hot post

Unnamed

বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ
মিলিয়ে সিমের নিবন্ধন না করার কারণে ১
জুন থেকে যেসব সিম বন্ধ হবে, সেগুলো
পুনরায় কিনতে পারবেন ওই গ্রাহক। তবে এ
জন্য নিজের বন্ধ হওয়া সিম সঙ্গে রাখতে
হবে ওই গ্রাহককে।

তবে এই কেনাটা হবে নতুন সংযোগের
মতোই। তখন ওই সিমের বিপরীতে
অপারেটরকে নতুন সংযোগের মতো ট্যাক্স
হিসেবে সিম প্রতি একশো টাকা দিতে
হবে। একই সঙ্গে বায়োমেট্রিক ও জাতীয়
পরিচয়পত্রের নম্বর দিযে নিবন্ধন করতে হবে। রোববার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

(বিটিআরসি) অপারেটরদের সঙ্গে এক
বৈঠকে এমন সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে অনিবন্ধিত সিম বন্ধ করার বিষয়ে
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা
হালিম তাদের কঠোর অবস্থানের কথা
জানালেও গ্রাহক ধরে রাখতেই এখন সেই
অবস্থানের কিছুটা পরিবর্তন করা হচ্ছে বলে
জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সব মিলিয়ে
নয় কোটির কিছু বেশী সিম আঙ্গুলের ছাপ
মিলিয়ে নিবন্ধন হয়েছে। তবে মার্চের
শেষে বিটিআরসির হিসাবে সচল সিম আছে
১৩ কোটি ৯ লাখ। জানুয়ারির শেষে সচল সিম ছিল ১৩ কোটি
৩৭ লাখ। যা এরপর প্রতি মাসেই কমেছে। এই সংখ্যা ধরে রাখতেই বিটিআরসির নতুন
উদ্যোগ বলে বৈঠক সূত্রে জানা গেছে। এদিকে এখনো যে চার কোটির কাছাকাছি
সচল সিম নিবন্ধনের বাইরে রয়েছে সেই
সংখ্যাটি যাতে কমে আসে তার জন্যেও
অপারেটরদেরকে নানা সেবা দেওয়ার
জন্যে বলেছে বিটিআরসি। এক্ষেত্রে সিম পুন:নিবন্ধিত হলে তার
বিপরীতে গ্রাহককে চমকপ্রদ অফার
দেওয়ার জন্যে বলেছে কমিশন। গ্রাহকদের বায়োমেট্রিক নিবন্ধনে উৎসাহ
দিতে এবং সময়ের মধ্যে তা শেষ করতে
বর্তমানে অপারেটরগুলো বিদেশ সফরসহ,
ফ্রি মিনিট, ফ্রি ইন্টারনেট ডেটাও দিচ্ছে।

ভাইয়া বাংলাদেশের এক মাত্র টেকনিক্যাল সাইট AmarRound.Com সাইটি ঘুরে আসেন