Site icon Trickbd.com

গ্রামীনফোনের ভেরিফাইড সিমের গ্রাহকরা নিজের রেফারে বন্ধুদের সিম রেজিস্টার করালেই ২৫০ মেগাবাইট ফ্রি!!

Unnamed

গ্রামীনফোন তাদের রেজিস্টার সিমের গ্রাহকদের দিচ্ছে দারুন সুযোগ। কারন এখন যেকোনো ভেরিফাইড গ্রাহক যদি তাদের বন্ধুদের ৫টি নাম্বার তার রেফারে ভেরিফাইড(রেজিস্টার) করান, সেই বন্ধু পাঁচটি সিমের জন্য পাবেন ২৫০ মেগাবাইট ইন্টারনেট ফ্রি।


কিভাবে করবেন কাজটিঃ

প্রথমে এই পোর্টালেজিপি অনিবন্ধিত মোবাইল নম্বর উল্লেখ করুন এবং তাদেরকে আগামী ৩ দিনের মধ্যে নিবন্ধন করে গ্রহন করতে পারেন ৫০ এমবি ইন্টারনেট প্রতিজনের জন্য (সর্বোচ্চ ৫ জন)।

শর্তসমূহঃ

রেফারেল দেয়ার পরবর্তী ৩ দিনের মধ্যে প্রতিটি সফল রি-রেজিস্ট্রেশনের জন্য রেফারকারী ৫০এমবি ডাটা পাবেন (সর্বোচ্চ ৫টি রেফারেল, একটি ইনপুট-এ মোট ২৫০এমবি)।

✌ইন্টারনেট ডাটার মেয়াদ ৩ দিন।

✌একটি মোবাইল নাম্বারের ভ্যালিড রি-রেজিস্টারিং একবারই বিবেচনা করা হবে।

✌একই রি-রেজিস্টারিং মোবাইল নম্বরে একাধিক ইনপুট এলে প্রথম ইনপুট গ্রহণ করা হবে।

✌রি-রেজিস্ট্রেশন করার ১৫ দিনের মধ্যে রেফারকারী প্রযোজ্য ফ্রি ইন্টারনেট ।

✌যদি গ্রাহকের কোনো ডাটা প্যাকেজ চালু থাকে, এই অফারের অধীনে থাকা ফ্রি ডাটা ব্যবহৃত হবে।

সকল নতুন অফার সমুহ দেখতে আমার সাইট ঘুরে আসার দাওয়াত রইলো।

Exit mobile version