Site icon Trickbd.com

মোবাইলে আইনি সহায়তা পেতে 16430 নম্বর

Unnamed

আশা করি আপনারা সবাই ভালো আছেন ।

২৮ এপ্রিল ২০১৬ নাগরিকদের আইনি সহায়তা দিতে চালু হয় জাতীয় হেল্পলাইন । এর মাধ্যমে 16430 নম্বরে ডায়াল করে একজন নাগরিক দেওয়ানী, ফৌজদারি, পারিবারিকসহ আইনের সাথে সম্পৃক্ত যে কোনো বিষয়ের তথ্য জানতে পারবেন । এছাড়া দরিদ্র ও দুঃস্থরা নিতে পারবেন বিনামূল্যে আইনি সহায়তা ।

বিনামূল্যে আইনি সেবা পাবেন যারা…..

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার হেল্পলাইন কলসেন্টার ফোন করে যারা বিনামূল্যে আইনি সেবা পেতে পারেন — আর্থিকভাবে অসচ্ছল যে কোনো ব্যক্তি, যার বার্ষির গড় আয় ৫০,০০০/- টাকার বেশি নয়
★কর্মক্ষম নন বা আর্থিকভাবে অসচ্ছল যে কোনো ব্যক্তি, যার বার্ষিক গড় আয় ৫০,০০০/- টাকার বেশি নয় ।

★কর্মক্ষম নন বা আংশিক কর্মক্ষম, কর্মহীন বা ৭৫,০০০/- টাকার নিচে বার্ষিক আয় এমন মুক্তিযোদ্ধা ।

★ সরকারের বয়স্ক ভাতা পান এমন ব্যক্তি ।

★ ভিজিটিং কার্ডধারী দুঃস্থ মায়েরা ।